নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চাকরির খবর 24/7। বর্তমানে আপনার পরিবারে যদি কোন মহিলা থেকে থাকে, তিনি যদি ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চান, বা এই মুহূর্তে আপনার যদি কোন টাকা পয়সার অভাব থাকে নিজের ব্যবসা শুরু করতে চান । কিন্তু করতে পারছেন না টাকার অভাবে, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য দারুন একটা খুশির খবর। বর্তমানে রাজ্য সরকার আপনাকে ব্যবসা শুরু করার জন্য ৩০,০০০/- টাকা লোন হিসাবে আপনার ব্যাংক একাউন্টে সরাসরি দেবে। ৩০,০০০/- টাকা লোন পেলেও আপনাকে কিন্তু ৩০,০০০/- টাকা পরিশোধ করতে হবে না, আপনাকে মাত্র ২০,০০০/-টাকা পরিশোধ দিতে হবে। বাকি ১০,০০০/- টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনার পক্ষে ছাড় দিয়ে দেবে।
বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা দেয়া হবে? কারা এই সুবিধে পাবেন? টাকার জন্য কোথায় আবেদন করবেন? কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে?সমস্ত কিছু আপনাদেরকে এই আর্টিকেলে বলব এবং সরকারি ওয়েবসাইট থেকে লাইভ প্রুফ দেখাব ।
বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলারা যাতে ব্যবসা করে অথবা কোন দোকান করে নিজেদের পায়ে দাঁড়াতে পারে তার জন্য ৩০,০০০/- টাকা আর্থিক সাহায্য করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর এই অভিনব প্রকল্প টির নাম হল মহিলা সমৃদ্ধি যোজনা। এখান থেকে ৩০,০০০/- টাকার লোন নিয়ে মহিলারা যে কোন ধরনের ব্যবসা শুরু করতে পারেন, আর সব থেকে বড় বিষয়, রাজ্য সরকার তরফ থেকে এই ৩০হাজার/- টাকা লোনের উপর ১০,০০০/- টাকা সম্পূর্ণ ছাড় পাওয়া যাবে ।
কি কি সুবিধা পাবেন এই প্রকল্পে ?
এই প্রকল্পে ব্যবসা করার জন্য সরাসরি ৩০ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে । |
যে লোনের উপর আপনাকে ৫০% ছাড় দেয়া হবে অথবা ১০০০০ টাকার ছাড় দেয়া হবে তুলনামূলক যেটা কম হবে । |
এই লোন যে কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলা এককভাবে অথবা গোষ্ঠী উভয়ই নিতে পারেন । |
এই লোনের টাকা মেটানোর জন্য আপনি সর্বোচ্চ তিন বছরের সময় পাবেন । |
কি কি ডকুমেন্ট লাগবে ?
IFSC কোড যুক্ত ব্যাংক একাউন্ট নাম্বার, |
আধার কার্ড, |
SC/ST সার্টিফিকেট (যদি থাকে বাধ্যতামূলক নয়), |
পৌরসভার চেয়ারম্যান/সভাপতি অথবা পঞ্চায়েত সমিতির সদস্যদের থেকে জাতির শংসাপত্র নিলেও গ্রহণযোগ্য, |
শহরে বসবাস করলে পৌরসভা এবং গ্রামে বসবাস করলে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট (বাৎসরিক ইনকাম ১.৫লক্ষ/- টাকার নীচে হতে হবে), |
১০ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প । |
কারা কিভাবে আবেদন করবেন?
এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে । আপনার নিজের BDO অফিসের SC/ST/OBC বিভাগের আধিকারীকদের কাছে আবেদন ফর্ম জমা করতে হবে ।