Wednesday, May 31, 2023

সুখবর! কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য নিয়ে এলো দারুন একটি প্রকল্প। দেখে নিন কিভাবে আবেদন জানাবেন।

ভারতের “আজাদি কা অমৃত মহোৎসব” -কে স্মরণীয় করে রাখতে এবছর বাজেট অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন “মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট” নামক একটি প্রকল্পের ঘোষণা করেছিলেন। ৭.৫ শতাংশ সুদে গত ১.০৪.২০২৩ থেকে দেশের সকল পোস্ট অফিসে এই প্রকল্প ইতিমধ্যেই চালু করা হয়েছে, যার ফলে দেশের সকল মহিলা (অপ্রাপ্তবয়স্ক/প্রাপ্তবয়স্ক) এই প্রকল্পের সুবিধা পাবেন। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পের প্রধান উদ্দেশ্যই হলো সঞ্চয়ের মাধ্যমে প্রতিটি মহিলার ভবিষ্যৎ সুরক্ষিত করা। এই প্রকল্প আগামী মার্চ ২০২৫ পর্যন্ত চালু থাকবে, যার দ্বারা দেশের মহিলারা সর্বোচ্চ ২  লক্ষ টাকা দুই বছরের জন্য ফিক্সড ডিপোজিট করার সুবিধা পাবেন। নিচে প্রকল্পের বিষয়ে একাধিক তথ্য তুলে ধরা হলো।

এই প্রকল্পে আবেদনের যোগ্যতা

যেকোনো মহিলা বা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে এই প্রকল্পের আওতায় চলে আসবে। তবে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে তাদের অভিভাবককে এই একাউন্ট খুলতে হবে।

 

টাকা ডিপোজিটের পরিমান

এই প্রকল্পে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হল ১০০০ টাকা অথবা ১০০ টাকার গুণিত যেকোন পরিমাণ টাকা প্রকল্পের অ্যাকাউন্টে এককালীন জমা করা যেতে পারে। টাকা জমার পর, ওই একাউন্টে আর কোনোরকম লেনদেনের অনুমতি থাকবেনা। এই প্রকল্পের অধীনে অনুমোদিত সর্বাধিক বিনিয়োগ হল ২ লক্ষ টাকা।

 

সুদের পরিমান

এই প্রকল্পে আপনার গচ্ছিত টাকার ওপর আপনি  বার্ষিক ৭.৫ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে, প্রতি তিনমাস অন্তর সুদ পাবেন এবং ম্যাচুরিটির সময় সম্পূর্ণ টাকা সুদে-আসলে পেয়ে যাবেন। ধরুন আপনি স্কিমের অধীনে ২,০০০০০ টাকা বিনিয়োগ করেছেন; আপনি বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। এবার, প্রথম বছরে, আপনি মূল পরিমাণের উপর ১৫,০০০ টাকা  সুদ পাবেন, এবং দ্বিতীয় বছরে, আপনি ১৬,১২৫ টাকা সুদ পাবেন। সবশেষে, দুই বছর বাদে ম্যাচুরিটি এর সময়, আপনি মোট ২,৩১,১২৫ টাকা  পাবেন। তারমানে, আপনার জমা রাখা টাকার ওপর মোট সুদের পরিমান হলো ৩১,১২৫ টাকা।

 

ম্যাচুরিটি হওয়ার সময়কাল

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্টের ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটি  সময়কাল দুই বছর। অর্থাৎ, অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে দুই বছর পর অ্যাকাউন্ট এর মালিককে ম্যাচুরিটির টাকা ফেরত দেওয়া হবে।

 

আরেকটি প্রকল্প : মোদি দিচ্ছে ১২হাজার টাকা, বাড়িতে পাকা টয়লেট বানানোর জন্য। 

 

একাউন্ট থেকে টাকা তোলার সুযোগ

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে এককালীন টাকা রাখার পর যদি কোনো কারণে আপনার টাকা তোলার প্রয়োজন হয় তাহলে, একাউন্ট খোলার এক বছর বাদে ৪০ শতাংশ টাকা তোলার সুযোগ দেওয়া হবে।

 

ম্যাচুরিটির আগেই একাউন্ট বন্ধের অনুরোধ

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্টটি নিম্নলিখিত পরিস্থিতিতে দুই বছরের আগে বন্ধ করা যেতে পারে:

১) যদি একাউন্ট এর মালিকের মৃত্যু হয়।

২) যদি একাউন্ট ধারকের মারাত্মক কোনো রোগ হয়, যার খরচ চালাতে তিনি সমস্ত টাকা ফেরত চান। এইরকম পরিস্থিতিতে, তিনি একাউন্ট বন্ধের লিখিত আবেদন জানাতে পারবেন। পোস্ট অফিস বিবেচনার পর মানবতার খাতিরে, আপনার একাউন্ট বন্ধ করে টাকা ফেরত দিয়ে দেবে।

৩) কারণবশত, ছয় মাসের মধ্যে একাউন্ট বন্ধ করলে আপনাকে আসল টাকার ওপরে অত্যন্ত কম হারে টাকা ফেরত দেওয়া হবে।

 

এই প্রকল্পে একাউন্ট খোলার প্রক্রিয়া 

এই প্রকল্পে একাউন্ট খুলতে, সর্বপ্রথম আপনাকে আপনার বাড়ির কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে অথবা আপনি Indian Post অফিসের এই লিংকে ‘Application for purchasing the certificate’ ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে পারেন। তারপর সেটিকে ফিলাপ করে KYC এর জন্য সমস্ত ডকুমেন্টস সহ পোস্ট অফিসে গিয়ে জমা করবেন এবং সবশেষে আপনার ফিক্সড ডিপোজিটের টাকা প্রকল্পের একাউন্টে জমা করবেন।

Related Article

রাজ্যের প্রতিটি ব্লকে 35 হাজার চাকরি, চালু হবে ‘জীবন হাব’, প্রকল্প 2022। Jiban Hub Prakalpo 2022 ।

 চাকরির খবর ২৪৭ঃ প্রধান লক্ষ্য গ্রামীণ এলাকার মানুষের স্বনির্ভরতা। পাশাপাশি, টেলি মেডিসিনের মাধ্যমে গ্রামে বসেই কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের চিকিৎসকদের দেখানোর সুযোগ, বাড়িতে ৩৪ রকমের পরীক্ষা সহ উন্নত...

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প 2022 | ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা’, 3.5 লক্ষ টাকার ছাড়

 চাকরির খবর ২৪৭ঃ  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে বিনামূল্যে ১০ থেকে...

বাংলার আবাস যোজনা ২০২২-২৩ । নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে । কি কি ডকুমেন্ট লাগবে? কোথায় জমা দেবেন?

বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...

ই-শ্রম কার্ড থাকলেই পাবেন, প্রতিমাসে ৩,০০০/- টাকা.. National Pension Scheme

National Pension Scheme/NPS National Pension Scheme/NPS: যদি আপনার কাছে ই-শ্রম কার্ড থাকে তাহলে, আপনি প্রতিমাসে ৩,০০০/- টাকা পেতে পারেন খুব সহজেই। ন্যাশনাল পেনশন স্কিম (NPS)...
- Advertisment -

Most Popular