Sunday, December 3, 2023
Homeসরকারি চাকরি(10th Pass) মেট্রো রেলে বিনামূল্যে সরকারি প্রশিক্ষন, ৮হাজার টাকা স্টাইপেন্ড-MAHARASTRA METRO RAIL...

(10th Pass) মেট্রো রেলে বিনামূল্যে সরকারি প্রশিক্ষন, ৮হাজার টাকা স্টাইপেন্ড-MAHARASTRA METRO RAIL Recruitment 2023

MAHARASTRA METRO RAIL Recruitment 2023:– মেট্রো রেলের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বিভিন্ন পদে ছেলে ও মেয়ে সহ পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।

(MAHARASTRA METRO RAIL Recruitment 2023) এই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।        

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

   

নিয়োগকারী সংস্থা MAHARASTRA METRO RAIL CORPORATION LTD.
পদের নাম Apprentice
শুন্যপদ Total 143
আবেদন পদ্ধতি Online
আবেদনের শেষ তারিখ 28.11.2023
বিজ্ঞপ্তি নং MAHA-Metro/P/HR/AA/2023

 

পদের বিবরন ও শুন্যপদ- (MAHARASTRA METRO RAIL Recruitment 2023)

পদের নাম- Apprentice

ভ্যাকান্সি- এখানে মোট 143 জনকে নিয়োগ করা হচ্ছে। 

স্টাইপেন্ড- এই Apprentice পদে ট্রেনিং চলাকালীন 8050/- টাকা করে প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন।

সেরা খবর-  MTS New Recruitment 2023, Apply Online For MTS & Library Attendant Posts

শিক্ষাগত যোগ্যতা- এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে, কোনো স্বীকৃত বোর্ড থেকে গড়ে নুন্যতম ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে, এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ সার্টিফিকেট লাগবে।  

কোথায় নিয়োগ করা হচ্ছে?

NAGPUR, PUNE, Navi Mumbai 

কোন কোন ট্রেডে ট্রেনিং দেওয়া হচ্ছে?

  1. Electrician
  2. Electronics Mechanic
  3. Fitter
  4. Lift & Escalator Mechanic
  5. Mechanic (Fridge & AC)

 

বয়স ও ছাড়

উপরে যেকোন পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 17 বছর থেকে সর্বচ্চ 24 বছর অবধি। 01.01.2023 তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

জন্ম তারিখ

UR/OBC 27.10.1999 to 26.10.2006
SC/ST 27.10.1994 to 26.10.2006

বয়সের ছাড় 

OBC 03 Years
SC/ST 05 Years

 

সিলেকশন প্রসেস

এখানে প্রার্থী বাছাইয়ের জন্য কোনপ্রকার পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবেনা। মাধ্যমিক এবং ITI তে পাওয়া নম্বরের ভিত্তিতে এখানে মেরিট লিস্ট তৈরী করা হবে, এই মেরিট লিস্টের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের Apprentice-ট্রেনিং এর জন্য সিলেক্ট করা হবে।  

সেরা খবর-  আর্মি ডিফেন্স কলেজে,-ফায়ারম্যান নিয়োগ, মাধ্যমিক পাশে - Army Air Defence College Fireman Recruitment 2023

 

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। https://recruitment.mahametro.org/ এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ফোটো ও সই আপলোড করে এবং আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে। ফর্ম ফিলাপের পর একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন।  

আবেদন ফি

UR/OBC (Only Male) Rs 150/-
SC/ST/PWD/Women No Fees

 

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত 28.10.2023
আবেদন শুরু 28.10.2023 at 10.00 hrs.
আবেদনের শেষ তারিখ 28.11.2023 at 18.00 hrs

 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐Apply Online Click Here
📄Official Notice Download PDF
More Details Click Here

এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -