Thursday, June 1, 2023

রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক পদে চাকরি। ১৭২৯+ শূন্যপদে আবেদনের সুযোগ।

রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুযোগ। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ১৩/০৫/২০২৩ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যে সপ্তম পর্যায়ের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত সকল মাদ্রাসায় এই নিয়োগ করা হবে। সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এই প্রতিবেদনে জেনে নিন কোন যোগ্যতায়, কোন পদে- কিভাবে আবেদন করবেন।

 

নিয়োগকারী সংস্থা

THE WEST BENGAL MADRASAH SERVICE COMMISSION

Advertisement No. MSC/Notice/03/2023

 

পদের বিবরণী

১) পদের নাম : Under Graduate Teachers for Classes I-IV

মোট শূন্যপদ : ৪৭ টি।

শিক্ষাগত যোগ্যতা : 

  • ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক অথবা ফাজিল পাশ।
  • ঐচ্ছিক বিষয় হিসেবে আরবি থেকে থাকলে আবেদনযোগ্য।
  • D.El.Ed. / B.Ed কোর্স।

প্রার্থী বাছাই পদ্ধতি :

  • ১৫০ নম্বরের টেট পরীক্ষায় (OMR-MCQ) অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • তারপর পাশ করা প্রার্থীদের ৯০ নম্বরের মেন পরীক্ষায় পাশ করতে হবে। সবশেষে,
  • ইন্টারভিউতে পাশ করতে হবে।

 

২) পদের নাম : Graduate Teachers for Classes V- VIII

মোট শূন্যপদ : ৬০৯ টি।

শিক্ষাগত যোগ্যতা : 

  • ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং সেই সাথে,
  •  B.Ed কোর্স অথবা ২ বছরের D.El.Ed কোর্স করা থাকলে আবেদনযোগ্য।

অথবা,

  • 29.07.2011 তারিখের আগে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট এবং সেইসাথে B.Ed কোর্স করা থাকলে আবেদনযোগ্য।

 

প্রার্থী বাছাই পদ্ধতি :

  • ১৫০ নম্বরের টেট পরীক্ষায় (OMR-MCQ) অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • তারপর পাশ করা প্রার্থীদের ৯০ নম্বরের মেন পরীক্ষায় পাশ করতে হবে। সবশেষে,
  • ইন্টারভিউতে পাশ করতে হবে।

আরও চাকরির খবর : রাজ্যের প্রতিটি জেলায় একাধিক ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি।

৩) পদের নাম : Graduate Teachers for Classes IX-X

মোট শূন্যপদ : ৮১১ টি।

শিক্ষাগত যোগ্যতা : 

  • ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং সেই সাথে,
  •  B.Ed  কোর্স করা থাকলে আবেদনযোগ্য।

অথবা,

  • 29.07.2011 তারিখের আগে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট এবং সেইসাথে B.Ed কোর্স করা থাকলে আবেদনযোগ্য।

**যে বিষয়ের শিক্ষক পদে আবেদন জানাবেন, সেই বিষয়ে অন্তত ৩০০ নম্বরের পরীক্ষা দিয়ে থাকলে আবেদন করতে পারবেন।

 

প্রার্থী বাছাই পদ্ধতি :

  • প্রার্থীদের ৯০ নম্বরের মেন পরীক্ষায় পাশ করতে হবে। সবশেষে,
  • ইন্টারভিউতে পাশ করতে হবে।

 

৪) পদের নাম :Post Graduate Teachers for Classes XI-XII

মোট শূন্যপদ : ২৬২ টি।

শিক্ষাগত যোগ্যতা : 

  • ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং সেই সাথে,
  •  B.Ed  কোর্স করা থাকলে আবেদনযোগ্য।

অথবা,

  • 29.07.2011 তারিখের আগে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্রাজুয়েট এবং সেইসাথে B.Ed কোর্স করা থাকলে আবেদনযোগ্য।

 

প্রার্থী বাছাই পদ্ধতি :

  • প্রার্থীদের ৯০ নম্বরের মেন পরীক্ষায় পাশ করতে হবে। সবশেষে,
  • ইন্টারভিউতে পাশ করতে হবে।

 

বয়সসীমা : উপরের পদগুলিতে আবেদনের জন্য 01.01.2023 অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন ফি : General/SC/ST/OBC শ্রেণীর অন্তর্ভুক্ত চাকরিপ্রার্থীদের মোট ৫০০ টাকা এবং Physically Handicapped (PH) চাকরিপ্রার্থীদের মোট ২৫০ টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের THE WEST BENGAL MADRASAH SERVICE COMMISSION এর অফিসিয়াল ওয়েবসাইট (https://www.wbmsc.com) এ অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে যথাযথ তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। সেইসাথে যাবতীয় ডকুমেন্টস এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। সবশেষে, আবেদন ফি জমা দিয়ে প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে।

 

গুরুত্বপূর্ণ তারিখ 

  • আবেদন শুরু- ১৩ই মে ২০২৩
  • আবেদন শেষ- ১৩ই জুন ২০২৩

 

গুরুত্বপূর্ণ লিংকস :

Official Website Apply Now
Official Notification Download Now
Tentative Vacacncy Details Download Now
Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download

 

কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now

Related Article

Apply Online WBJEEB ANM & GNM Nursing 2022 in West Bengal। ANM & GNM নার্সিং ২০২২ এর সম্পূর্ণ তথ্য ও আবেদন পদ্ধতি ।।

চাকরির খবর ২৪৭ঃপশ্চিমবঙ্গে  ANM এবং GNM নার্সিং ট্রেনিং এর ভর্তি হবার জন্য আপনাকে একটাই পরীক্ষা দিতে হয়, যাকে বলে WBJEE / West Bengal Joint Entrance Examinations ।...

দুয়ারে সরকারে ১০ হাজার চাকরি বিজ্ঞপ্তি। আমার কর্মদিশা প্রকল্পে কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা? ইত্যাদি । Amar Karmadisha Praklpa 2022

 চাকরির খবর ২৪৭ঃ শুধু বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই হচ্ছে ‘দুয়ারে সরকার’ক্যাম্পের কাজ - এতদিন আমরা এটাই জানতাম। কিন্তু এবার থেকে এই ক্যাম্পেই চাকরি দেবে রাজ্য...

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...
- Advertisment -

Most Popular