Tuesday, October 3, 2023
Homeপ্রকল্পসরকার ফ্রিতে রান্নার গ্যাস দিচ্ছে, সাথে ১৬০০ টাকা ব্যাঙ্কে পাবেন

সরকার ফ্রিতে রান্নার গ্যাস দিচ্ছে, সাথে ১৬০০ টাকা ব্যাঙ্কে পাবেন

LPG Connection: এবার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সাথে ১৬০০ টাকা দিচ্ছে সরকার। আপনি যদি বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার পেতে চান তাহলে কেন্দ্রীয় সরকার দিচ্ছে সুযোগ। উজ্জ্বলা প্রকল্পের এলপিজি গ্যাস সংযোগ দিচ্ছে সরকার। কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পের আওতায় গ্রাহকদের ১৪.২ কেজি সিলিন্ডার ও উনুন দেওয়া হচ্ছে, এর দাম প্রায় ৩২০০ টাকা। আজকের এই প্রতিবেদনে এই সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরব।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে ১ কোটি নতুন সংযোগ দেওয়ার ঘোষণা করেছিলেন। সূত্রের খবর এখন সরকার ওএমসি গুলির পক্ষে আগাম টাকা দেওয়ার মডেলে পরিবর্তন করতে পারে। এই স্কিমে নতুন সংযোগের জন্য ভর্তুকির কাঠামোতে পরিবর্তন করা হতে পারে। বলা হচ্ছে, পেট্রোলিয়াম মন্ত্রক দুটি নতুন কাঠামোর কাজ শুরু করেছে।

 

কত টাকা পাওয়া যায়? 

সরকার থেকে ১৬০০ টাকা ভর্তুকি পাওয়া যায় এই প্রকল্পে। পাশাপাশি ১৬০০ টাকা আগাম দেয় তেল বিপণন সংস্থাগুলি (OMCS)। পরে যদিও সিলিন্ডার রিফিল করার সময় এই টাকা ইএমআই রূপে নিয়ে নেয় কোম্পানি। সূত্রের খবর অনুযায়ী আগামী দিনে কোম্পানিগুলি এই ১৬০০ টাকায একসঙ্গে সংগ্রহ করবে। বর্তমানে ওএমসি গুলি যা ইএমআই আকারে চার্জ করে। তবে বাকি ১৬০০ টাকা ভর্তুকি হিসেবে দেবে সরকার।

 

উজ্জ্বলা স্কিমে কিভাবে রেজিস্টার করবেন? 

১) উজ্জ্বলা স্কিমের অধীনে বিপিএল পরিবারের একজন মহিলা গ্যাস সংযোগ পাওয়ার জন্য আবেদন করতে পারেন।

২) আপনি অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে এই ইস্কিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন। অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক প্রতিবেদনের নীচে দেওয়া আছে। 

৩) আপনাকে নিবন্ধনের জন্য একটি ফর্ম ফিলাপ করতে হবে, এটি কাছের এলপিজি ডিস্ট্রিবিউটরদেরকে দিতে হবে।

৪) এই ফর্মে যে মহিলা আবেদন করেছেন তাকে ও তার সম্পূর্ণ ঠিকানা, জনধন ব্যাংক একাউন্ট ও পরিবারের সব সদস্যের আধার নম্বর দিতে হবে।

৫) এরপরে তেল বিপণন সংস্থাগুলি যোগ্য সুবিধাভোগীকে এলপিজি সংযোগ দেবে। 

See also  Khela Hobe Prakalpo: নতুন প্রকল্প-খেলা হবে আবেদন করুন দুয়ারে সরকার ক্যাম্পে

 

কি কি ডকুমেন্ট লাগবে? 

১) আধার কার্ড

২) রেশন কার্ড

৩) ব্যাংকের পাস বই ও

৪) ভোটার আইডি কার্ড

এই সমস্ত ডকুমেন্টগুলি রেডি করে অনলাইনে আবেদন করলেই আপনারা পেয়ে যাবেন ফ্রী রান্নার গ্যাস সিলিন্ডার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments