তুমি কি এখনও বেকার? চাকরি খুজছো? তাহলে তোমার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতের অন্যতম বড় প্রাইভেট সংস্থা L & T তাদের কোম্পানিতে বিনামূল্যে ট্রেনিং দিয়ে কর্মী নিয়োগ করছে। যদি তুমি পঞ্চম শ্রেণি পাশ করে থাকো, তাহলে খুব সহজেই এখানে ট্রেনিং নিয়ে একটা ভালো মাইনের চাকরি পেতে পারো।ইবে আবেদন করবেন? কি কি ডকুমেন্ট প্রয়োজন? চলো জেনে নিই, বিস্তারিত…
কি ট্রেনিং দেওয়া হবে?
L & T – কনস্ট্রাকশন স্কিল ডেভলপমেন্ট ইন্সটিউটের তরফ থেকে পশ্চিমবঙ্গের সুবিধাবঞ্চিত যুবাদের জন্য বিনামূল্যে ৬০ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। যা সফল ভাবে সমাপ্তির পর, L & T-এর বিভিন্ন সাইটে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন- থাকা-খাওয়া সহ, কেন্দ্র সরকারের ফ্রি ট্রেনিং, স্টাইপেন্ড ও চাকরি
শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম পঞ্চম শ্রেণী পাশ থেকে উচ্চমাধ্যমিক বা ITI পর্যন্ত যেকোন যোগ্যতায় আবেদন করতে পারবে।
অন্যান্য যোগ্যতা- স্বাস্থ্য স্বাভাবিক হতে হবে। নূন্যতম উচ্চতা-১৫৫সেমি, নূন্যতম ওজন-৪৫ কেজি ।
বয়স- প্রার্থীদের ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে বয়স হওয়া চাই।
L & T-CSDI অন্যদের থেকে কোথায় এগিয়ে?
ফ্রি ট্রেনিং- সম্পূর্ণ ব্যাক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম সহ (PPES) বাস্তবিক কাজের জায়গার অনুকরনে প্রশিক্ষন প্রদান।
ফ্রি থাকার ব্যবস্থা- প্রশিক্ষন চলাকালীন প্রার্থীদের বিনামূল্যে থাকার ব্যবস্থা।
প্লেসমেন্ট- সম্পূর্ণ প্রশীক্ষন শেষে এখন অবধি ১০০% প্রার্থীদের প্রেসমেন্ট প্রদান।
২০১৮ এবং ২০১৯ সালে পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গ সরকারের Champion Employer Trophy বিজেতা এই L & T কোম্পানি।
আরও পড়ুন- রাজ্য সরকারের ফ্রি ট্রেনিং করে চাকরি, অনলাইনে আবেদন
ট্রেনিং কোথায় হবে?
আপাতত, বহরমপুরে ট্রেনিং চলছে, তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে এরকম আরও ট্রেনিং সেন্টারে বছরের বিভিন্ন সময়ে ট্রেনিং করানো হয়।
আবেদন পদ্ধতি
প্রথমে নীচের লিঙ্ক থেকে হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন,
এরপর নিজের নাম ও বায়োডাটা সেন্ড করুন,
গ্রুপে সমস্ত ডিটেইলস বলে দেওয়া হবে ।
গুরুত্বপূর্ণ লিংকস :
Whatsapp Group | Join Now |
Official Notification | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |