Khela Hobe Prakalpo: পঞ্চায়েত নির্বাচন শেষ, ভোটের ফলাফলও প্রকাশিত। আবারও পশ্চিমবঙ্গের গ্রামবাংলার সমর্থন পেয়ে বিপুল জয়লাভ করেছে তৃনমূল দল। ভোটের মরশুম শেষ হওয়া মাত্রই, বিভিন্ন প্রকল্প ও পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর নবান্ন। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে নতুন “খেলা হবে” প্রকল্প থেকে একাধিক ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সমস্তে প্রকল্পের আপনারা পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন সাধারন মানুষ বলে জানা গিয়েছে।
২১শে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে, কেন্দ্রের উদ্দেশ্যে আক্রমন শানান। সেই সময় তিনি নতুন প্রকল্পের ঘোষনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র টাকা দিক আর না-দিক, পশ্চিমবঙ্গের সীমিত অর্থ দিয়েই, তিনি গরিব মানুষদের ১০০ দিনের কাজ দেবেন। তিনি ঘোষনা করেন, ‘কেন্দ্রের ভরসায় থেকে লাভ নেই’ । কেন্দ্র টাকা না দিলে, আমরা বাংলার টাকায় নিজেদের ১০০ দিনের প্রকল্প শুরু করব। ১০০ দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিন বা তার বেশি দিন কাজ দেবার চেষ্টা করব। জব কার্ড রয়েছে এমন মানুষদের ১০০দিনের কাজ দেওয়া হবে, এই প্রকল্পের নতুন নাম নেত্রী রাখলেন ‘খেলা হবে’ । আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে সাধারন মানুষ আবেদন করতে পারবেন, বলে জানা গিয়েছে।
নবান্ন সূত্রে খবর, সাধারন মানুষদের সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে, খুব শীঘ্রই দুয়ারে সরকার ক্যাম্প বসবে। সূত্রের খবর, দুর্গা পুজোর আগেই দুয়ারে সরকার ক্যাম্প আয়োজনের সম্ভাবন আছে। সাধারনত বছরে দুবার দুয়ারে সরকার ক্যাম্প বসে । গতবছর দ্বিতীয় ক্যাম্প পুজোর পর, নভেম্বর মাসে আয়োজিত হয়েছিল। কিন্তু এবার ভোটের জন্য সময়টা কিছু এগিয়ে গেছে এবং অন্যান্য বছরের তুলনায় যেহেতু পুজোটাও দেরিতে শুরু হচ্ছে, তাই পুজোর আগেই একবার দুয়ারে সরকার ক্যাম্প বসবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর এবছর সেপ্টেম্বর মাসেই দুয়ারে সরকার ক্যাম্প আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এইনিয়ে কোনো অফিশিয়াল তারিখ ঠিক হয়নি। এই ক্যাম্পে মেধাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী সহ ২৭টি প্রকল্পের পাশাপাশি নতুন প্রকল্পেও আবেদন করতে পারবেন সাধারন মানুষ। শেষবার ১লক্ষ দুয়ারে সরকার ক্যাম্প খোলা হয়েছিল। পরিষেবা নিয়েছিলেন কোটি কোটি মানুষ।
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |