AdBlock Detected

It looks like you're using an ad-blocker!

Our team work realy hard to produce quality content on this website and we noticed you have ad-blocking enabled.

রাজ্যে ‘খেলা হবে’ প্রকল্পে নিয়োগের পদক্ষেপ শুরু! কোথায় কোথায় কর্মসংস্থান মিলবে?

Khela Hobe Prakalpa: গত ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকে (ধর্মতলায়) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। কেন্দ্রের ১০০ দিনের কাজের বিকল্প হিসাবে নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। বিরোধী প্রার্থীদের সবরকম বিতর্ককে দূরে ঠেলে এবারপ্রশাসনিক স্তরে খেলা হবে প্রকল্পে নিয়োগের কাজ শুরু হল। এই নিয়ে সম্প্রতি নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Chakrir Khabor 24/7 App Download

 

কেন এই প্রকল্প?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন ১০০ দিনের কাজের টাকা ঠিকমত দিচ্ছে না কেন্দ্র সরকার। কাজ করার পরেও এই প্রকল্পে টাকা পাচ্ছেন না রাজ্যের গরিব মানুষেররা। এই গরিব মানুষগুলি যাতে ঠিক মত তাদের টাকা গুলি পায় তার জন্য ১০০ দিনের প্রকল্প শুরু করবে রাজ্য। এই প্রকল্পের নামই দেওয়া হয়েছে “খেলা হবে”।   

 

প্রকল্পের বৈশিষ্ট্যঃ 

খেলা হবে প্রকল্পের রূপরেখা কেমন হবে তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। এই বিষয়ে এখনও পর্যন্ত কোন নির্দিষ্ট ধারণা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে স্পষ্ট, ১০০ দিনের কাজের মতই রাজ্য সরকারের তরফ থেকে কাজ দেওয়া হবে রাজ্যের বাসিন্দাদের। 

তিনি জানান, ‘১০০ দিন না হোক ৪০-৪৫ দিন কাজ করাতেই পারি। আমরা বাংলার টাকায় নিজেদের ১০০ দিনের কর্মসূচি শুরু করার কথা ভাবছি। এর নাম দেব খেলা হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলার গরিব মানুষদের কথা ভেবে এই উদ্যোগ।’ এই কাজের টাকা পুরোটাই দেওয়া হবে রাজ্য সরকারের ফান্ড থেকে।

জানা গিয়েছে বাংলায় ইতিমধ্যেই ২৫.৭৭ লক্ষ জব কার্ডধারীকে খেলা হবে প্রকল্পের অধীনে কাজ দেওয়া হয়েছে। মোট কর্ম দিবস তৈরি হয়েছে ৭.৩৮ কোটি। এই বাবদ বেতন হিসেবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের খরচ হয়েছে ১,৬৮৭ কোটি টাকা। নবান্নের বৈঠকে প্রতিটি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত জব কার্ডধারীদের কাজ দেওয়ার পাশাপাশি এই সংক্রান্ত যাবতীয় তথ্য নির্দিষ্ট সময় অন্তর সরকারি পোর্টালে আপলোড করতে।

See also  আবেদন করুন বাংলা শস্য বীমা যোজনায়, এবং ক্ষতিগ্রস্ত ফসলের বীমার টাকা পেয়ে যান।

 

কোন কোন দপ্তরে নিয়োগ হবে? 

অর্থ, প্রশাসনিক কর্মীবর্গ, বিচার, শিক্ষা, তথ্যপ্রযুক্তির মতো দফতরগুলিতে জব কার্ডধারীদের কোন কাজে নিয়োগ করা হবে তা সংশ্লিষ্ট আধিকারিকদের অনেকেই বুঝতে পারছেন না। আবার পূর্ত, সেচ, জনস্বাস্থ্য কারিগরি দফতরে জব কার্ডধারীদের জন্য উপযুক্ত কাজ থাকলেও তাঁরা ঠিকাদারকে দিয়েই বেশিরভাগ কাজগুলি করিয়ে থাকেন। সেক্ষেত্রে ঠিকাদার কাকে নিয়োগ করবে সেটা তাঁদের নিজস্ব বিষয়। সেখানে সরকার জব কার্ডধারীদের কীভাবে কাজে লাগাবে তা নিয়েও ধোঁয়াশা আছে।

 

কতজন এই প্রকপ্লের সুবিধা পাবেন?

কত জন এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কীভাবে তারা কাজ পাবেন তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। তবে, আধিকারিকরা জানিয়েছেন MGNREGA Card বা জব কার্ড যাদের আছে (রাজ্যের প্রায় ৬৪ লাখ মানুষের) তাদের বিভিন্ন প্রকল্পে কাজ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে জব কার্ডধারীরা গড়ে কাজ পেয়েছেন ২৬ দিন করে। আরও ২.৫ কোটি শ্রমিককে এই কাজে যুক্ত করা হবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।   

 

কীভাবে নাম নথিভুক্ত করা যাবে?

কারা কীভাবে নাম নথিভুক্ত করতে পারবেন তা নিয়ে এখনও চিন্তাভাবনা করছে নবান্ন। তবে জানা গিয়েছে অদক্ষ শ্রমিকরাও বিভিন্ন কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। আগামী সেপ্টেম্বর মাসেই রাজ্যে আবার শুরু হবে ‘দুয়ারে সরকার’(Duare Sarkar) ক্যাম্প। ওই ক্যাম্পেই ‘খেলা হবে’ প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। 

 

ফ্রিতে সমস্ত রকম চাকরির আপডেট পেতে আমাদের Whatsapp Group এবং Telegram Channel– এ জয়েন  হয়ে থাকুন এবং আমাদের অ্যাপ ডাউনলোড করে রাখুন। 

Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 App
Download

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Chakrir Khabor 24/7 App Download
Sharing Is Caring:

Leave a Comment