AdBlock Detected

It looks like you're using an ad-blocker!

Our team work realy hard to produce quality content on this website and we noticed you have ad-blocking enabled.

মুখ্যমন্ত্রীর করা এই প্রকল্পে মেয়েরা আবেদন করলে তারা পাবে ১ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা

Kanyashree Prakalpa: বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেমন ৫০০ টাকা এবং ১০০০ টাকা প্রতি মাসে দেওয়া হয়, ঠিক তেমনি রাজ্য সরকারের তরফ থেকে মেয়েদের জন্য একটি দারুণ প্রকল্প রয়েছে, যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের ব্যাংক একাউন্ট ১ হাজার টাকা এবং এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পটির নাম হল কন্যাশ্রী প্রকল্প। আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন ইত্যাদি বিষয়গুলি। 

 

কত টাকা দেওয়া হয়? 

কন্যাশ্রী 1 (K1)- সরকার স্বীকৃত নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণী পাঠরতা এবং ১৩ থেকে ১৮ বছর বয়স সীমার মধ্যে থাকা অবিবাহিতা মেয়েদের বার্ষিক ১০০০ টাকা হারে আর্থিক সাহায্য দেওয়া হয়।

কন্যাশ্রী 2 (K2)- উপরোক্ত প্রতিষ্ঠানে পাঠরতা এবং আবেদন করার সময় ১৮ বছরের বেশি কিন্তু ১৯ বছরের কম বয়সের অবিবাহিত মেয়েদের এককালীন ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। 

 

যোগ্যতাঃ 

যেকোনো মেয়ে এই টাকা পেতে পারে কিন্তু তার মধ্যে কিছু যোগ্যতা দরকার হবে সেগুলি হল-

  • অবিবাহিতা
  • যার বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা
  • সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠানে পাঠরতা
  • নিজের নামে ব্যাংক একাউন্ট আছে

 

আবেদন পদ্ধতিঃ 

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি নিখুতভাবে ফিলাপ করে সাবমিট  অপশনে ক্লিক করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক নীচে দেওয়া আছে।

যেসব ডকুমেন্টস জমা দিতে হবেঃ 

  1. বাবা-মা/ আইনি অভিভাবকের ভোটার কার্ডের ফটোকপি
  2. জন্মের শংসাপত্রের ফটোকপি
  3. দরকারি তথ্য সহ ব্যাংক পাস বইয়ের ফটোকপি
  4. আবেদনকারীর বৈবাহিক অবস্থার ঘোষণা
  5. সাদা ব্যাকগ্রাউন্ডে রঙিন পাসপোর্ট সাইজের ফটো
  6. আবেদনকারী যদি ১৩ বছরের বেশি বয়সের হয় কিন্তু অষ্টম শ্রেণীর নিচে পাঠাতে হয় এবং তার 40% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকে তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের থেকে গৃহীত প্রতিবন্ধকতার শংসাপত্রের ফটোকপি
See also  Bina Mulya Samajik Suraksha Yojana: বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা

 

Important Links

Official WebsiteVisit
Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 AppDownload
Sharing Is Caring:

Leave a Comment