Tuesday, October 3, 2023
Homeপ্রকল্পমুখ্যমন্ত্রীর জয়বাংলা প্রকল্প আবেদন করলে প্রতি মাসে পাবেন ১০০০ টাকা

মুখ্যমন্ত্রীর জয়বাংলা প্রকল্প আবেদন করলে প্রতি মাসে পাবেন ১০০০ টাকা

Joy Bangla Prakalpa: বৃদ্ধ বয়সে পেনশনই একমাত্র আর্থিক অবলম্বন। তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের আর্থিক সাহায্যের জন্য চালু করা হয়েছে জয় বাংলা পেনশন স্কিম। পিছিয়ে পড়া সম্প্রদায়ের অবসরপ্রাপ্তদের আর্থিকভাবে আরও দৃঢ় করে তুলতে প্রকল্পটি গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রীর করা জয়বাংলা প্রকল্পে আপনারা আবেদন করলে প্রতি মাসে ১০০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত ব্যাংক একাউন্টে পাবেন। আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করতে কি কি লাগবে ইত্যাদি বিষয়গুলি। 

 

‘জয় বাংলা’ পেনশন স্কিম কী?

পশ্চিমবঙ্গে বসবাসকারী অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মানুষদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ‘জয় বাংলা’ পেনশন স্কিম চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। তপশিলি জাতি উপজাতির মানুষ ছাড়াও বিশেষ ভাবে সক্ষম মানুষদেরও এই স্কিমের অধীনে পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। ফলে প্রান্তিক সমাজের মানুষদের আর্থিক নিরাপত্তা প্রদানে জয় বাংলা পেনশন স্কিমের গুরুত্ব অপরীসিম। 

 

এই প্রকল্পের মধ্যে কোন কোন পেনশন অন্তরভুক্ত রয়েছে? 

এই স্কিমের অধীনে মোট তিনটি পেনশন অন্তর্ভুক্ত রয়েছে। সেগুলি হল- 

  • তপশিলি বন্ধু
  • জয় জোহার
  • মানবিক

 

কারা এই সুবিধা পাবেন? 

  • আবেদনকারীর বয়স অবশ্যই ৬০ বছরের বেশি হতে হবে।
  • যিনি আবেদন করবেন তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • জয় জোহার এবং তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদনকারীকে অবশ্যই অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে।
  • আবেদনকারীর নাম BPL তালিকায় থাকা বাধ্যতামূলক।
  • যদি কেউ রাজ্য সরকারের অন্য কোনও পেনশন স্কিমের অধীনে থাকেন তাহলে সেই ব্যক্তি ‘জয় বাংলা’ পেনশন স্কিমে আবেদন করতে পারবেন না।

 

আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে? 

  • পাসপোর্ট সাইজ ফটোকপি।
  • কাস্ট সার্টিফিকেট এর জেরক্স।  
  • রেশন কার্ডের জেরক্স।
  • আধার কার্ডের জেরক্স।  
  • ভোটার কার্ডের জেরক্স। 
  • রেসিডিন্সিয়াল সার্টিফিকেটের একটি ফটোকপি সেখানে নিজের সই করতে হবে।
  • নিজের সই করা ইনকাম সার্টিফিকেটের একটি ফটোকপি।
  • ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার জেরক্স।
  • মোবাইল নম্বর
See also  মাছ চাষ করতে 2 লক্ষ টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী, দুয়ারে ক্যাম্পেই আবেদন, ৫টি কাগজ রেডি রাখুন

 

এই প্রকল্পের কিছু বৈশিষ্ট্যঃ 

  • সুবিধাভোগীরা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন।
  • SC/ST-এর যে কোনো প্রার্থী যিনি বৃদ্ধ/বিধবা/PwD আবেদন করতে পারেন।
  • রাজ্যের প্রায় 21 লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।

 

আবেদন প্রক্রিয়াঃ 

পশ্চিমবঙ্গ জয় বাংলা পেনশন প্রকল্পে আবেদন অফলাইন পদ্ধতিতে করতে হয়। এই প্রকল্পে আবেদনের জন্য এখনো অনলাইন পদ্ধতি চালু হয়নি। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে অথবা প্রতিবেদনের নীচে আপনি ফর্মটি পেয়ে যাবেন যেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। ফর্মে আবেদনকারীর নাম, বয়স, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ব্যাঙ্ক একাউন্ট নম্বর এবং বাকি সমস্ত তথ্য ফিলাপ করতে হবে। এরপর ফিলাপ করা ফর্মের সাথে উপরে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে জমা করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে।   

 

Important Links

Application FormDownload
Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 AppDownload
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments