Jago Prakalpo: প্রতিবছর জাগো প্রকল্পে মহিলাদের 5000 টাকা আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ সরকারের সেল্ফ হেল্প গ্রুপ এর আর্থিক উন্নয়নের সহায়তায় পশ্চিমবঙ্গের শুরু হয় জাগো প্রকল্প| প্রকল্পটি শুরু করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যাংক একাউন্টে সরাসরি 5000 টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।
আজকের নিবন্ধনে আমরা জেনে নেবো, পশ্চিমবঙ্গ সরকারের সেল্ফ হেল্প গ্রুপ এর আর্থিক সহায়তার জন্য একটি নতুন প্রকল্প রয়েছে যেই প্রকল্পটির নাম হচ্ছে জাগো প্রকল্প| পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্প কি, জাগো প্রকল্প কিভাবে আবেদন করতে পারবেন,জাগো প্রকল্পে কত টাকা সহায়তা পাবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিব।
জাগো প্রকল্প কি ?
সমস্ত সেল্ফ হেল্প গ্রুপ এর আর্থিক সহায়তার জন্য প্রতিবছর নির্দিষ্ট পরিমাণে সরকার তরফ থেকে সহায়তা পাওয়া যায়| এই আর্থিক সহায়তার ফলে গোষ্ঠীর মহিলারা নিজেদের স্বার্থে প্রয়োজনমতো জিনিসপত্র কেনাকাটা করতে পারেন| মহিলাদের ক্ষেত্রে এই সহায়তা দেওয়া হয়| প্রতিবছর 5000 টাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেভিং একাউন্টে স্থানান্তরিত করা হয়।
জাগো প্রকল্পের সুযোগ-সুবিধা কি রয়েছে ?
প্রতিবছর জাগো প্রকল্পে মহিলাদের 5000 টাকা আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে জাগো প্রকল্পের আর্থিক দুর্বল ভাবে পিছিয়ে পড়া মহিলাদের ব্যাংক একাউন্টে সহায়তা দেওয়া হয়ে থাকে।
- এককালীন সম্পূর্ণ বিনামূল্যে 5000 টাকা সহায়তা দেওয়া হয়ে থাকে,
- এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র মহিলাদের সেভিং ব্যাংক একাউন্টে স্থানান্তরিত করা হয়,
- প্রকল্পের আর্থিক সহায়তার পরিমান নির্দিষ্ট বছরে নির্দিষ্টভাবে বাড়তে থাকে।
প্রকল্পটির সুবিধা কারা পাবেন ?
পশ্চিমবঙ্গে বসবাসকারী যেকোনো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন, তবে এ ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর এর মেয়াদ ছয় মাস পূর্ণ হতে হবে।
প্রকল্পটির সুবিধা পেতে যোগ্যতা কি কি লাগবে ?
প্রতিবছর জাগো প্রকল্পে মহিলাদের 5000 টাকা আর্থিক সহায়তা প্রকল্পটির আবেদন কিংবা সুবিধা পেতে একটি স্বনির্ভর গোষ্ঠীর যে যোগ্যতা লাগতে হবে তা হল,
- আবেদনকারী দল পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে হতে হবে,
- স্বনির্ভর গোষ্ঠীর মেয়াদ ছয় মাস পূর্ণ হতে হবে,
- সেভিং একাউন্টে অবশ্যই নিম্নতম ব্যালেন্স রাখতে হবে,
- স্বনির্ভর গোষ্ঠীকে অন্তত একবার ব্যাংক থেকে লোন নিয়ে থাকতে হবে ।
কবে থেকে এই সহায়তা দেওয়া হয় ?
স্বনির্ভর গোষ্ঠীর জাগো প্রকল্পে সহায়তা বছরে একবার দেওয়া হয়ে থাকে| প্রতিবছর মার্চ মাস এপ্রিল মাস থেকে এই সহায়তা দেওয়া হয়ে থাকে|
প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগবে ?
প্রতিবছর জাগো প্রকল্পে মহিলাদের 5000 টাকা আর্থিক সহায়তা জাগো প্রকল্প আবেদনের জন্য আপনার যে নিম্নলিখিত ডকুমেন্টগুলি লাগবে তা হল,
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা দলের প্রমাণপত্র,
- সাদা কাগজে লেখা আবেদনপত্র,
- দলের সেভিং একাউন্ট এর জেরক্স লোন একাউন্টে জেরক্স,
- রেজুলেশন খাতার প্রথম পৃষ্ঠার জেরক্স,
- দলের যতজন থাকবেন সকলে একত্রিত একটি রঙিন ছবি।
কারা পাবেন না এই প্রকল্পে সহায়তা ?
- যে সমস্ত নতুন গোষ্ঠী সবেমাত্র নতুন দল গঠন করে এসেছে তারা এই প্রকল্পে সহায়তা পাবেন না,
- যাদের গোষ্ঠী ছয় মাসের কম পুরনো তারা এই প্রকল্পে সহায়তা পাবেন না,
- যারা কোন রাষ্ট্রীয় ব্যাংক থেকে প্রথমবার লোন গ্রহণ করেননি তারা এই প্রকল্পে সহায়তা পাবেন না।
কিভাবে আবেদন করবেন ?
যদিও জাগো প্রকল্পের আবেদন করতে হয় না|জাগো প্রকল্পের আবেদনের জন্য আবেদনকারীকে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে, অবশ্যই যে সমস্ত দলগুলির একদমই নতুন তাদেরকে ভিডিও অফিসে যেতে হবে| সেখানে স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে| প্রথমে a4 পাপের সাদা কাগজে যাব প্রকল্পের আর্থিক সহায়তার জন্য আবেদন পত্র লিখতে হবে| প্রয়োজনীয় সম্পন্ন ডকুমেন্ট সহ আধিকারিকদের আবেদনপত্র জমা দিতে হবে।
তারপর আর কিছু করার দরকার নেই, পরের বছর থেকে আপনাদের সেভিং একাউন্টে জাগো প্রকল্প থেকে চলে আসবে।