রাজ্যের বিভিন্ন ব্লকেই আশাকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। এর আগেও আমরা এ’নিয়ে প্রতিবেদন লিখেছি। আজও আবার আশাকর্মী নিয়োগের খবর নিয়ে চলে এসেছি, যা রাজ্যের প্রতিটি মহিলা চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক বিষয়। ভারত সরকারের ন্যাশনাল হেল্থ মিশনের অন্তর্গত এই আশা কর্মী পদে আগামী ২৬.০৫.২০২৩ পর্যন্ত আবেদন চলবে। নিচে বিস্তারিত আকারে ব্লকের নাম সহ শূন্যপদের সকল মাপকাঠি সম্পর্কে আলোচনা করা হলো।
নিয়োগকারী সংস্থা
Office of the Sub-Divisional Officer
ইসলামপুর, উত্তর দিনাজপুর।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।
Advt. No. 474 /Genl./Health/ASHA/2023
পদের বিবরণী
পদের নাম : আশা কর্মী।
মোট শূন্যপদ : ১১৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পরীক্ষায় বসা সকল প্রার্থীরাই এই পদে আবেদনযোগ্য, উচ্চশিক্ষিতরাও আবেদনযোগ্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতেই তাদের যোগ্যতা বিচার করা হবে।
অন্যান্য যোগ্যতা :
- আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/বিবাহবিচ্ছিন্না অথবা বিধবা হতে হবে।
- যে গ্রামে আশা কর্মী পদে আবেদন জানাবেন, সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ৩০ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম ২২ বছর হলেই আবেদনযোগ্য।
মাসিক বেতন : আশা কর্মীদের মাসে ৫৫০০ টাকা বেতন দেওয়া হয়ে থাকে।
ব্লক অনুসারে শূন্যপদের তালিকা
ব্লকের নাম | শূন্যপদের সংখ্যা |
চোপড়া | ১৭ টি। |
ইসলামপুর | ৩০ টি। |
গোয়ালপোখার- ১ | ১৮ টি। |
গোয়ালপোখার- ২ | ২৫ টি। |
করণদিঘি | ২৪ টি। |
চাকরির খবর : চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে ক্লার্ক এবং ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ।
প্রার্থী বাছাই পদ্ধতি :
- মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষায় পাওয়া মোট নম্বরের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। বাছাই ক্ষেত্রে এর গুরুত্ব হবে ৯০ শতাংশ।
- ইন্টারভিউ পাশ করতে হবে, যার গুরুত্ব হবে ১০ শতাংশ।
- যেসব গ্রামে অধিকাংশ জনসংখ্যা তপশিলি উপজাতির, অর্থাৎ যে গ্রামে SC/ST জনসংখ্যা বেশি সেখানে বাছাই ক্ষেত্রে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :
- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট (https://uttardinajpur.nic.in) থেকে অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।
- যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করার পর, যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে প্রার্থীকে নিজের ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক এর দপ্তরে সেটি জমা দিতে হবে।
যেসব ডকুমেন্টস লাগবে :
নিচে দেওয়া সকল ডকুমেন্টস এর জেরক্স কপির মধ্যে নিজে স্বাক্ষর করে জমা দেবেন।
- ভোটার কার্ড।
- বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট।
- বিবাহের প্রমাণপত্র (বিবাহিতা/ডিভোর্সী/বিধবা)।
- মাধ্যমিকের মার্কশীট।
- SC/ST সার্টিফিকেট। (যাদের আছে)
- দুই কপি পাসপোর্ট সাইজের ফটো। (এখানেও সই করবেন)
আবেদনের শেষ তারিখ : ২৬ মে ২০২৩
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Website | Click Here |
Official Notification | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |
কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now