Thursday, June 1, 2023

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনি খুব সহজেই আবেদন করে, একটি সরকারি চাকরি পেতে পারেন। চলুন জেনে নিই, কোন কোন পদে নিয়োগ চলছে? শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, আবেদন ও নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ।

 

নিয়োগকারী সংস্থা

  • Dedicated Freight Corridor Corporation of India Limited
  • (A Govt. of India Enterprises)
  • Advertisement No. 01/DR/2023

 

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ- ২০ই মে ২০২৩,
  • আবেদনের লাস্ট ডেট- ১৯শে জুন ২০২৩,
  • কারেকশন ডেট- ২৬শে জুন থেকে ৩০শে জুন ২০২৩,
  • প্রথম কম্পিউটার বেসড টেস্ট- আগস্ট ২০২৩,
  • দ্বিতীয় কম্পিউটার বেসড টেস্ট- ডিসেম্বর ২০২৩,
  • কম্পিউটার বেসড এপ্টিটিউড টেস্ট- মার্চ ২০২৪ ।

 

আরও পড়ুন- পশ্চিমবঙ্গে ২০০০ শুন্যপদে বন সহায়ক নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে

 

এক্সিকিউটিভ পদের বিবরন- আই সমস্ত পদের মাইনে ৩০হাজার/- টাকা থেকে ১,২০,০০০/- টাকা পর্যন্ত প্রতিমাসে-

 

১) পদের নাম- Executive (Civil)

শূন্যপদ- মোট ৫০টি,

শিক্ষাগত যোগ্যতা- এই সমস্ত বিষয়ে ৬০% নম্বর সহ ডিপ্লোমা পাশ যোগ্যতা লাগবে-Civil Engg/ Civil Engg. (Transportation)/ Civil Engg. (Construction Technology)/ Civil Engg (Public Health)/ Civil Engg. (Water Resource) ।

 

২) পদের নাম- Executive (Electrical)

শূন্যপদ- মোট ৩০টি,

শিক্ষাগত যোগ্যতা- এই সমস্ত বিষয়ে ৬০% নম্বর সহ ডিপ্লোমা পাশ যোগ্যতা লাগবে- Electrical/ Electronics / Electrical & Electronics/ Power Supply/ Instrumental & Control / Industrial Electronics/ Electronics & Instrumentation / Applied Electronics / Digital Electronics /Instrumentation / Power Electronics /Electronics & Control ।

 

৩) পদের নাম- Executive (Operations & Business Development)

শূন্যপদ- মোট ২৩৫টি,

শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাশ যোগ্যতা লাগবে।

 

৪) পদের নাম- Executive (Finance)

শূন্যপদ- মোট ১৪টি,

শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে তিন বছরের স্নাতক ডিগ্রি যোগ্যতা লাগবে।

 

৫) পদের নাম- Executive (Human Resource)

শূন্যপদ- মোট ১৯টি,

শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে তিন বছরের স্নাতক ডিগ্রি যোগ্যতা লাগবে এই সমস্ত বিষয়ে- Business Administration (BBA) / Bachelor of Management Studies (BMS) in HR/Personnel Management ।

 

আরও পড়ুন- ১২ হাজার গ্রামীন ডাক সেবক/GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

 

৬) পদের নাম- Executive (Information Technology)

শূন্যপদ- মোট ১৯টি,

শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে তিন বছরের ডিগ্রি যোগ্যতা লাগবে এই সমস্ত বিষয়ে- Computer Applications (BCA)/ Three years Engineering Diploma in Computer Science / Information Technology / Electronics Electronics & Communication / Electronics & Tele-Communications / Networking ।

 

৭) পদের নাম- Executive (Information Technology)

শূন্যপদ- মোট ১৯টি,

শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে তিন বছরের ডিগ্রি যোগ্যতা লাগবে এই সমস্ত বিষয়ে- Computer Applications (BCA)/ Three years Engineering Diploma in Computer Science / Information Technology / Electronics Electronics & Communication / Electronics & Tele-Communications / Networking ।

 

জুনিয়র এক্সিকিউটিভ পদের বিবরন- আই সমস্ত পদের মাইনে ২৫হাজার/- টাকা থেকে ৬৮হাজার/- টাকা পর্যন্ত প্রতিমাসে-

 

১) পদের নাম- Junior Executive (Electrical)

শূন্যপদ- মোট ২৪টি,

শিক্ষাগত যোগ্যতা- নূন্যতম ৬০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ সাথে ৬০% নম্বর নিয়ে ২ বছরের ITI পাশ যোগ্যতা লাগবে এই সমস্ত ট্রেডে- Electrician / Wireman / Electrician Power Distribution / Lift & Escalator Mechanic / Instrument Mechanic / Technician Power Electronic System ।

 

২) পদের নাম- Junior Executive (Signal & Telecommunication)

শূন্যপদ- মোট ১৪৮টি,

শিক্ষাগত যোগ্যতা- নূন্যতম ৬০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ সাথে ৬০% নম্বর নিয়ে ২ বছরের ITI পাশ যোগ্যতা লাগবে এই সমস্ত ট্রেডে- Mechanic / Mechanic Consumer Electronics Appliances / Technician Power Electronics System / Electronics Mechanic / Fitter / Wireman / Electrician / Information Technology / Information Communication Technology System Maintenance /Information Technology Electronic System Maintenance ।

 

৩) পদের নাম- Junior Executive (Mechanical)

শূন্যপদ- মোট ০৯টি,

শিক্ষাগত যোগ্যতা- নূন্যতম ৬০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ সাথে ৬০% নম্বর নিয়ে ২ বছরের ITI পাশ যোগ্যতা লাগবে ফিটার ট্রেডে।

 

বয়স- উপরিউক্ত সমস্ত পদের ক্ষেত্রে ০১/০৭/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়মানুসারে, SC/ST কাস্টের প্রার্থীরা ০৫ বছরের এবং OBC কাস্টের প্রার্থীরা ০৩ বছরের বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।

 

আরও পড়ুন- কলকাতা পুলিশে ১২,৩৪১ টি শূন্যপদে নিয়োগ 

 

সিলেকশন প্রসেস-

এখানে ৫টি পদ্ধতির মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের বাছাই করে হবে-

  1. Computer Based Test (CBT) Stage 1
  2. Computer Based Test (CBT) Stage 1
  3. Computer Based Aptitude Test (CBAT)
  4. Document Verification
  5. Medical Test

 

পরীক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতায় এক্সাম সেন্টার পাবেন।

আবেদন ফি- UR/OBC-NCL/EWS কাস্টের প্রার্থীদের জন্য ১,০০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PwBD/Ex-Servicemen/Transgender কাস্টের প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে, DFCCIL এর ওয়েবসাইট থেকে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ব্যক্তিগত বিবরন, ফোটো-সিগনেচার আপলোড করে, আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ করবেন। ফর্ম ফিলাপ করার জন্য প্রার্থীদের বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে।

 

Important Links

Official Notice- Download

Apply Link- Click Here

 

Connect With Us

Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download

 

কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now

Related Article

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান পোষ্টে ১২ হাজার GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

নিয়োগকারী সংস্থা Government of lndia Ministry of Communications Department of Posts (GDS Section) NOTIFICATIONNO:No.17-31/2023-GDS Dated: 20.05.2023   গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ ২২ই মে ২০২৩ লাস্ট ডেট ১১ই জুন ২০২৩ কারেকশন...

পশ্চিমবঙ্গে ২০০০ শুন্যপদে বন সহায়ক নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন চলছে

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের বন দপ্তরের পক্ষ থেকে ২০০০ শুন্যপদে বন সহায়ক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনি নূন্যতম অষ্টম শ্রেণী...

কেন্দ্রীয় সংস্থায় শতাধিক ক্লার্ক এবং গ্ৰুপ সি পদে চাকরি। মাধ্যমিক পাশে আবেদন করুন।

National Council of Educational Research and Training (NCERT) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শতাধিক ক্লার্ক এবং অন্যান্য গ্রূপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।...
- Advertisment -

Most Popular