Thursday, June 1, 2023

ইন্ডিয়ান পোষ্টে ১২ হাজার GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

নিয়োগকারী সংস্থা

  • Government of lndia
  • Ministry of Communications
  • Department of Posts (GDS Section)
  • NOTIFICATIONNO:No.17-31/2023-GDS
  • Dated: 20.05.2023

 

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ ২২ই মে ২০২৩
লাস্ট ডেট ১১ই জুন ২০২৩
কারেকশন ডেট ১২ই জুন থেকে ১৪ই জুন ২০২৩

 

আরও পড়ুন- পশ্চিমবঙ্গে ২০০০ শুন্যপদে বন সহায়ক নিয়োগ

 

বেতন

ব্রাঞ্চ পোষ্ট মাস্টার ১২,০০০/- – ২৯,৩৮০/-
গ্রামীন ডাক সেবক ১০,০০০/- – ২৪,৪৭০

 

বয়স- ১১/০৬/২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

বয়সের ছাড়- SC/ST-05 Years, OBC-)3 Years

শিক্ষাগত যোগ্যতা- অঙ্ক ও ইংরেজি বিষয় নিয়ে মাধ্যমিক পাশ যোগ্যতা সাথে লোকাল ল্যাঙ্গয়েজ জানতে হবে (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, মাধ্যমিক পর্যন্ত পড়তে হবে)।

 

আরও পড়ুন- বাড়িতে ফ্রি Wifi দিচ্ছে মোদী, আবেদন করুন

 

অন্যান্য যোগ্যতা-

  • কম্পিউটার নলেজ থাকতে হবে,
  • সাইকেল চালানো জানতে হবে,
  • জীবিকার পর্যাপ্ত উপায় থাকতে হবে।

 

আবেদন ফি- জেনারেল ও OBC কাস্টের শুধুমাত্র ছেলেদের জন্য ১০০/- টাকা ফি ধার্য করা হয়েছে। SC /ST/PwD/Transwomen/ All Female – এদের কোনোপ্রকার ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে www.indiapostgdsontine.gov.in – এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে, এরপর পোষ্ট বাছাই করে, ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ করতে হবে। সম্পূর্ণ ফর্ম ফিলাপ করার পরে, একটি প্রিন্ট আউট বের করে নেবেন।

সিলেকশন প্রসেস- এখানে কোনপ্রকার পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে, এবং তার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। শর্ট লিস্টেড প্রার্থীর লিস্ট যথাসময়ে সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হবে।

 

Important links

Official Notification- Download

Apply Now- Click Here

 

Connect With US

Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download

Related Article

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...

পশ্চিমবঙ্গে ২০০০ শুন্যপদে বন সহায়ক নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন চলছে

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের বন দপ্তরের পক্ষ থেকে ২০০০ শুন্যপদে বন সহায়ক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনি নূন্যতম অষ্টম শ্রেণী...

কেন্দ্রীয় সংস্থায় শতাধিক ক্লার্ক এবং গ্ৰুপ সি পদে চাকরি। মাধ্যমিক পাশে আবেদন করুন।

National Council of Educational Research and Training (NCERT) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শতাধিক ক্লার্ক এবং অন্যান্য গ্রূপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।...
- Advertisment -

Most Popular