Monday, December 4, 2023
Homeসরকারি চাকরিIIT খড়গপুরে, মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাসে - IIT Kharagpur Recruitment...

IIT খড়গপুরে, মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাসে – IIT Kharagpur Recruitment 2023

IIT Kharagpur Recruitment 2023 – আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর।  IIT খড়গপুর থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নীচে দেওয়া লিঙ্ক থেকে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালভাবে পড়ে, নিজ দায়িত্বে আবেদন করুন।

চলুন বিস্তারিত জেনে নিই, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? এই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতন, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ।  IIT Kharagpur Recruitment 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

IIT Kharagpur Recruitment 2023

নিয়োগকারী সংস্থা IIT Kharagpur
পদের নাম Various Post
Vacancy Total 182
Apply Process Online
Last Date 11.11.2023
Job Type Govt Job

 

পদের বিবরন – IIT Kharagpur Recruitment 2023

এখানে যে মোট ৩৬ টি আলাদা আলাদা পদে নিয়োগ করা হচ্ছে – অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে পদগুলি দেখে নিন।

 

১) পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ/MTS,

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকা চাই।

মোট শুন্যপদ- এখানে মাত্র ৪১টি শুন্যপদ রয়েছে। এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে।

বেতন- এই পদে যদি আপনি চাকরি পান তাহলে পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- থেকে ৫৬,৯০০/- টাকা পর্যন্ত প্রতিমাসে বেতন দেওয়া হবে।

বয়স- 01.10.2023 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মানুসারে SC/ST কাস্টের প্রার্থীরা ৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

সেরা খবর-  Power Grid Recruitment 2023, Apply Online For Officer Trainee Post

 

২) পদের নাম- জুনিয়র এসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা- ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে নলেজ থাকতে হবে যেমন,  MS Word, MS Excel । এছাড়া কম্পিউটার টাইপিং স্কিল লাগবে, মিনিটে অন্তত ৩৫টি শব্দ টাইপ করার দক্ষতা।

মোট শুন্যপদ- এখানে মাত্র ৮টি শুন্যপদ রয়েছে। এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে।

বেতন- এই পদে যদি আপনি চাকরি পান তাহলে পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত প্রতিমাসে বেতন দেওয়া হবে।

বয়স- 01.10.2023 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মানুসারে SC/ST কাস্টের প্রার্থীরা ৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

 

৩) পদের নাম- জুনিয়র এক্সিকিটিভ

শিক্ষাগত যোগ্যতা- ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে নলেজ থাকতে হবে যেমন,  MS Word, MS Excel । এছাড়া কম্পিউটার টাইপিং স্কিল লাগবে, মিনিটে অন্তত ৩৫টি শব্দ টাইপ করার দক্ষতা। তার সাথে অফিসের কাজ যেমন ফাইল মেইনটেন করা, নোট এবং ড্রাফট করা ।

মোট শুন্যপদ- এখানে মাত্র ৬টি শুন্যপদ রয়েছে। এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে।

বেতন- এই পদে যদি আপনি চাকরি পান তাহলে পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত প্রতিমাসে বেতন দেওয়া হবে।

সেরা খবর-  (10th Pass) মেট্রো রেলে বিনামূল্যে সরকারি প্রশিক্ষন, ৮হাজার টাকা স্টাইপেন্ড-MAHARASTRA METRO RAIL Recruitment 2023

বয়স- 01.10.2023 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মানুসারে SC/ST কাস্টের প্রার্থীরা ৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

 

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু 12.10.2023
আবেদন শেষ 30.10.2023

 

সিলেকশন প্রসেস

এখানে ৩টি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে, শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বচ্চ ৩০ নম্বর, এরপর কম্পিউটার প্রাক্টিক্যাল টেস্টে থাকবে সর্বচ্চ ১৫ নম্বর এবং ভাইভা ভয়েস টেস্টে থাকবে সর্বচ্চ ৫ নম্বর, মোট এই ৫০ নম্বরের ৩টি ধাপের মাধ্যে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

 

আবেদন পদ্ধতি – IIT Kharagpur Recruitment 2023

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে সম্পূর্ণ তথ্য সঠিকভাবে ফিলাপ করে ফর্ম সাবমিট করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। ফর্ম ফিলাপ হয়ে গেলে একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নেবেন।

আবেদন ফি- SC/ST/PWD- 250/-, UR/OBC – 500/- 

 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইট Click Here
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF Click Here
আরও চাকরির খবর Click Here

এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -