Sunday, December 3, 2023
Homeসরকারি চাকরিICAR Recruitment 2023 – কৃষিদপ্তরে ইন্টারভিউ মাধ্যমে DEO পদে কর্মী নিয়োগ

ICAR Recruitment 2023 – কৃষিদপ্তরে ইন্টারভিউ মাধ্যমে DEO পদে কর্মী নিয়োগ

ICAR Recruitment 2023: রাজ্যের সকল চাকরি চাহিদার জন্য একটি আনন্দদায়ক সংবাদ! ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট, কালিম্পং শাখাতে একটি প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে। ইচ্ছুক আবেদনকারীরা সহজেই অফলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। আবেদনের বিশদ তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরুন। 

চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নিই, আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ সময় ইত্যাদি তথ্য সম্পর্কে।  

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

ICAR Recruitment 2023:

নিয়োগকারী সংস্থা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI)
পদের নাম DEO -ডাটা এন্ট্রি অপারেটর
Vacancy 1
Apply Process Direct Interview 
Last Date 02.11.2023
Job Type Govt Job

 

পদের বিবরন

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হল – ডাটা এন্ট্রি অপারেটর (DEO) 

বয়সসীমা – আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে সর্বচ্চ ৩৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় পাবে। 

মাসিক বেতন – এখনে চাকরি পেলে চাকরি প্রার্থীদের প্রতিমাসে সরকারি নিয়ম অনুসারে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। 

সেরা খবর-  সপ্তম শ্রেণী পাশে, সিকিউরিটি গার্ড নিয়োগ - এইভাবে ফর্ম ফিলাপ করুন - ECL Security Guard Recruitment 2023

শিক্ষাগত যোগ্যতা –

  • এই পদে আবেদন করতে আপনার যে কোন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
  • আপনাকে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
  • আপনি বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে।

 

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশ  17.10.2023
আবেদন শুরু
ইন্টারভিউ এর তারিখ 02.11.2023 সকাল 10 টা থেকে ইন্টারভিউ শুরু

 

 

নিয়োগ প্রক্রিয়া – ICAR Recruitment 2023

এই পদে নিয়োগ প্রদান করার জন্য ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে, এবং সঠিক এবং যোগ্য প্রার্থীদের সফলভাবে নিয়োগ সম্পন্ন করা হবে।

আবেদন পদ্ধতি – ICAR Recruitment 2023

এখানে যে কোন ইচ্ছুক আবেদনকারীদের জন্য মৌলিক তথ্য দেওয়া হল, 

  1. আপনাকে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না।
  2. নিয়োগ প্রক্রিয়া সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সম্পাদিত হবে।
  3. আপনার আবেদন সাথে যে পত্র আছে, সেটি সরবরাহ করতে প্রথমে বিজ্ঞপ্তির ৩ নং পাতায় উল্লিখিত আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।
  4. এরপর সেই পত্রটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে আপনার ব্যক্তিগত তথ্য সহ সমস্ত দরকারি ডকুমেন্ট উল্লেখ করতে হবে।
  5. সব প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করার পর, নির্ধারিত সময় এবং ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে, ইন্টারভিউ সম্পন্ন করতে হবে।
সেরা খবর-  কৃষি দপ্তরে অদক্ষ স্টাফ নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে - Soil Testing Laboratory Recruitment 2023

 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইট Click Here
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি – Download PDF Download Now
আরও চাকরির খবর Click Here

 

এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -