IASC Recruitment 2023 – রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য একটি আনন্দদায়ক সংবাদ! ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সাইন্স (IASC) – এর পক্ষ থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ক্লার্ক সহ আরও একাধিক পদে করমী নিয়গ করা হচ্ছে। আবেদনের বিশদ তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরুন।
সংশ্লিষ্ট অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে, নিজ দায়িত্বে আবেদন করবেন। চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নিই, আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ সময় ইত্যাদি তথ্য সম্পর্কে।
IASC Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সাইন্স (IASC) |
পদের নাম | Various |
Vacancy | Total 16 |
Apply Process | Offlinr |
Last Date | 24.11.2023 |
Job Type | Govt Job |
পদের বিবরন
১) পদের নাম – Upper Division Clerk (IASC Recruitment 2023)
শিক্ষাগত যোগ্যতা – এই পদে (IASC Recruitment 2023) আবেদন করতে চাইলে, ইচ্ছুক প্রার্থীদের, যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে- সাইন্স, আর্টস অথবা কমার্স ।
শূন্যপদ– এই পদে ০৪ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা – আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে সর্বচ্চ ২৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন – প্রতিমাসে বেতন হবে ২৯,২০০/- টাকা।
২) পদের নাম – MTS (Technical)
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে চাইলে, ইচ্ছুক প্রার্থীদের, যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে, এক্ষেত্রে অন্তত দু বছরের ITI Certificate থাকতে হবে ।
শূন্যপদ– এই পদে ১০ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা – আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে সর্বচ্চ ২৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন – প্রতিমাসে বেতন হবে ১৮,০০০/- টাকা।
৩) পদের নাম – Assistant Librarian
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে চাইলে, ইচ্ছুক প্রার্থীদের, যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, লাইব্রেরি সাইন্স বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে। সাথে কম্পিউটারে কাজ জানতে হবে এবং লাইব্রেরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ– এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা – আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে সর্বচ্চ ৩৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন – প্রতিমাসে বেতন হবে ৫৬,১০০/- টাকা।
৪) পদের নাম – Registrar (IASC Recruitment 2023)
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে চাইলে, ইচ্ছুক প্রার্থীদের, যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
শূন্যপদ– এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা – আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে সর্বচ্চ ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন – প্রতিমাসে বেতন হবে ৪৪,৯০০/- টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ | 10.10.2023 |
আবেদন শুরু | 10.10.2023 |
ইন্টারভিউ এর তারিখ | 24.11.2023 |
নিয়োগ প্রক্রিয়া – IASC Recruitment 2023
এখানে মোট ৪টি ধাপের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। ১) স্ক্রিনিং টেস্ট, ২) লিখিত পরীক্ষা, ৩) স্কিল/ট্রেড টেস্ট ও ৪) ইন্টারভিউ-এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি – IASC Recruitment 2023
ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, নির্দিষ্ট ঠিকানায় লাস্ট ডেটের আগে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই সেন্ড করবেন। আরও বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা- The Registrar, Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S. C. Mullick Road, Kolkata – 700032
আবেদন ফি- এই পদে আবেদন করতে গেলে ST এবং মহিলা প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি দিতে হবে, এবং বাকি প্রার্থীদের ১০০০/- আবেদন ফি দিতে হবে। আবেদন ফি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.iacs.res.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি – Download PDF | Download Now |
আরও চাকরির খবর | Click Here |
এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us