আপনাদের কাছে কি ই-শ্রম কার্ড আছে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ই-শ্রম কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন? অথবা আপনি কিভাবে দেখতে পাবেন কেন্দ্র সরকার আপনার ই-শ্রম কার্ডে কোন আর্থিক অনুদান দিয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন আজকে আপনাদেরকে সেটাই বলবো।তো এই সম্পূর্ণ আর্টিকেলটি করুন এখানে আমরা step-by-step সমস্ত কিছু বলে দিয়েছি ।
১) সর্বপ্রথম আপনাকে আসতে হবে এই ওয়েবসাইটে https://web.umang.gov.in/ ।
২) এই ওয়েবসাইটে আসার পরে আপনি ডানদিকে ওপরে দেখতে পাবেন ‘Log In / Registrer’ এর অপশন রয়েছে। আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
৩) এরপরে আপনার সামনে ‘Log In / Registrer’ পেজ ওপেন হবে যদি আপনি এর আগে কখনো এখানে অ্যাকাউন্ট বানিয়ে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বার এবং OTP দিয়ে এখানে লগইন করতে হবে আর যদি আপনি এখানে নতুন হন তাহলে ‘Create Account’ এর অপশন দেখতে পাবেন আপনাকে সেখানে ক্লিক করে একটা একাউন্ট ক্রিয়েট করতে হবে ।
৪) তো এরপরে একাউন্ট ক্রিয়েট করার Log In পেজ ওপেন হবে সেখানে আপনার ফোন নাম্বার এবং ফোন নম্বরে আসা OTP বসিয়ে তার সঙ্গে ক্যাপচা কোড বসিয়ে রেজিস্টার এ ক্লিক করে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিন ।
৫) সফল ভাবে এখানে একটা অ্যাকাউন্ট বানানোর পরে আপনি লগইন করুন আপনার ফোন নাম্বার এবং ওটিপি অথবা MPIN দিয়ে ।
৬) তো আমরা ধরে নিচ্ছি আপনি এখানে লগইন করেছেন এবং এরপরে হোমপেজে উপরে সার্চ অপশন রয়েছে এখানে আপনাকে সার্চ করতে হবে ‘PFMS’ ।
৭) সার্চ করার পরে আপনি চারটি অপশন দেখতে পাবেন তার মধ্যে আপনাকে চুজ করতে হবে ‘Know Your Payment’ এই অপশনটি ।
৮) এরপরে আপনার সামনে ‘Know Your Payment’ স্ট্যাটাসের পেজ ওপেন হবে সেখানে আপনার ই-শ্রম কার্ডে যে ব্যাংক একাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের নাম সিলেক্ট করে সাবমিট এ ক্লিক করবেন ।
তাহলে আপনি দেখতে পাবেন আপনার একাউন্টে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক অনুদান দেয়া হয়েছে কিনা আপনার ই-শ্রম কার্ডে ।
Connect With US
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |