Tuesday, October 3, 2023
Homeসরকারি চাকরিদুর্গা পুজোর আগে, রাজ্যে হোমগার্ড নিয়োগ, মাধ্যমিক পাশে

দুর্গা পুজোর আগে, রাজ্যে হোমগার্ড নিয়োগ, মাধ্যমিক পাশে

Homeguard Recruitment 2023: প্রতিবছর পুজোর দিনগুলিতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসন বাড়তি ব্যবস্থা করে থাকে। তবে এই বছর দুর্গাপূজায় অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ ফোর্স দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার নজরদারি চলবে। অস্থায়ী হোম গার্ড WBTHG প্রতিবছর নিয়োগ করা হয় পূজোর আগে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জনবহুল এলাকা, যেমন কলকাতা, হাওড়া, বর্ধমান, সাঁতরাগাছি জংশন ইত্যাদি জনবহুল এলাকায় অস্থায়ী চুক্তিভিত্তিক ৭ থেকে ১০ দিন বা ৩ থেকে ৬ মাসের চুক্তিভিত্তিক হোমগার্ড নিয়োগ করা হয়। এই নিয়োগ প্রায় প্রতি বছরই হয় ঠিক দুইভাবে, OC এবং কমিশনারের অধীনে। তাই এবছর দুর্গা পুজোতেও এই নিয়োগ হবে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো।

 

পদের বিবরন

পদের নাম- WBTHG

শূন্যপদ- বিভিন্ন থানায় প্রয়োজন অনুযায়ী

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ

বয়সসীমা- ১৮ থেকে ৩৫

বেতন- ৫৫০ টাকা প্রতিদিন

 

কার অধীনে নিয়োগ হয়?

এই নিয়োগ প্রক্রিয়া OC এবং কমিশনারের মাধ্যমে হয়। OC মাধ্যমে নিয়োগ হয় THG কেবলমাত্র ৭ থেকে ১৫ দিনের জন্য। এছাড়া কমিশনারের মাধ্যমে নিয়োগ করা WBTHG ৬ মাস থেকে ১ বছরের চুক্তিতে হয়। 

 

কিভাবে আবেদন করবেন?

প্রথমত এই নিয়োগ থানার প্রয়োজন অনুযায়ী পুজোর আগে হয়ে থাকে। এই আবেদনের জন্য আপনাকে আপনার জেলার থানার বা GRPS অফিসের সাথে যোগাযোগ রাখতে হবে। এছাড়া এই পোষ্টের জন্য দরখাস্ত করে রাখতে পারেন।

See also  অক্টোবর মাসের প্রথম সপ্তায় কোন কোন সরকারি চাকরির আবেদন চলছে?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments