Tuesday, October 3, 2023
Homeসরকারি চাকরিপশ্চিমবঙ্গে হাইকোর্টে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে আবেদন

পশ্চিমবঙ্গে হাইকোর্টে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে আবেদন

Highcourt recruitmentপশ্চিমবঙ্গের জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরব। 

 

নিয়োগকারী সংস্থা-

Office of the district judge, Malda

 

আবেদনের তারিখঃ 

আবেদন শুরু১২ সেপ্টেম্বর, ২০২৩ 
আবেদন শেষ ১২ অক্টোবর, ২০২৩  

 

 

পদের বিবরন

১) পদের নাম- Grade II English Stenographer 

মোট শূন্যপদ- ১ টি।  

শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে নুন্যতম মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সাথে 30 w.p.m টাইপিং স্পিড থাকতে হবে। 

বয়স সীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৪২ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৪৪ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।

বেতন- এই পদে চাকরি পেলে তাদের মাসিক বেতন থাকবে ৩৭,১০০ টাকা থেকে ৯৫,৫০০ টাকা পর্যন্ত। 

 

২) পদের নাম- Grade III English Stenographer  

মোট শূন্যপদ- ৫ টি।  

শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে নুন্যতম গ্রাজুয়েশন পাশ করতে হবে যেকোনো ইউনিভার্সিটি থেকে এবং তার সাথে 40 w.p.m টাইপিং স্পিড থাকতে হবে। 

বয়স সীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৭ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ২৯ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।

বেতন- এই পদে চাকরি পেলে তাদের মাসিক বেতন থাকবে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত।  

 

সিলেকশন প্রসেসঃ 

এখানে সিলেকশন করার জন্য প্রথমে ৩ টি পেপারে পরীক্ষা নেওয়া হবে। সেগুলি হল-

  1. Dictation and transcription – 400 Marks
  2. General English – 100 Marks
  3. Typing in computer – 100 marks
See also  ৪৫০ টি শূন্যপদে RBI ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে?

এই তিনটি পেপারের পরীক্ষায় যারা সফলভাবে পাস করবে তাদের ইন্টারভিউ এর জন্য টাকা হবে। ইন্টারভিউ এর মাধ্যমেই সিলেকশন প্রসেস সম্পন্ন হবে। 

 

আবেদন পদ্ধতিঃ 

এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি দিয়ে নীচে দেওয়া ঠিকানায় জমা করে আসতে হবে। আবেদন ফি জমা দিতে হবে অনলাইনে। অফিশিয়াল নোটিশে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদন ফি পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। 

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ 

District Recruitment Committee, District Judge’s Office, P.O & Dist. Malda, Pin- 732 101 (WB)

 

আবেদন ফিঃ 

General/OBC/EWS৮০০ টাকা  
SC/ST/Women/PWD৬০০ টাকা 

 

Important Links:

🌐 Official NotificationDownload
🌐 Official WebsiteClick Here

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments