AdBlock Detected

It looks like you're using an ad-blocker!

Our team work realy hard to produce quality content on this website and we noticed you have ad-blocking enabled.

৭৫০০ শূন্যপদে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে

Gram Panchayat Secretary Recruitment 2023: কিছুদিনের মধ্যেই গ্রাম পঞ্চায়েতে  ৭৫০০ শূন্যপদে সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আজকের এই প্রতিবেদনে এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, সিলেবাস সমস্ত কিছু আলোচনা করব। 

 

যোগ্যতা

পদের নাম- গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি

শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে৷

কম্পিউটারের অভিজ্ঞতা- এখানে প্রার্থীদের ৬ মাস কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে৷ তার সাথে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে আবেদন করার সময়৷  

বয়সসীমা- গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন করার জন্য বয়স লাগবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷

বেতনসীমা- এখানে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের চাকরি হলে প্রতি মাসে ২৬,৬০৫/- টাকা বেতন দেওয়া হবে৷

সিলেকশন প্রসেস- 

১) লিখিত পরীক্ষা- ৮৫ নম্বর

২) কম্পিউটার টেস্ট- ৫ নম্বর 

৩) ইন্টারভিউ- ১০ নম্বর 

 

গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সিলেবাসঃ 

১) বাংলা- ২৫ নম্বর

২) ইংরাজি- ২৫ নম্বর

৩) পাটিগণিত- ২৫ নম্বর

৪) সাধারন জ্ঞান- ১০ নম্বর 

 

প্রয়োজনীয় ডকুমেন্টঃ

১) জন্মের প্রমানপত্র

২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

৩) মাধ্যমিকের মার্কশিট

৪) উচ্চমাধ্যমিকের মার্কশিট

৫) রেসিডেন্টাল সার্টিফিকেট

৬) ভোটার কার্ড/ আধার কার্ড 

 

See also  রেলের টিকিট কাউন্টারে চাকরি পাবে কিভাবে?
Sharing Is Caring:

Leave a Comment