Tuesday, October 3, 2023
Homeপ্রকল্পমাছ চাষ করতে 2 লক্ষ টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী, দুয়ারে ক্যাম্পেই আবেদন, ৫টি...

মাছ চাষ করতে 2 লক্ষ টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী, দুয়ারে ক্যাম্পেই আবেদন, ৫টি কাগজ রেডি রাখুন

Fisherman Credit Card: মাছ চাষ করার জন্য ২৫ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। বর্তমানে আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাহলে মাছ চাষ করার জন্য আপনাকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব কারা কারা এই টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, কোথায় আবেদন করবেন সমস্ত তথ্য। 

প্রকল্পটি কি? 

মৎস্যজীবী ক্রেডিট কার্ড পরিষেবার মাধ্যমে চাষযোগ্য পাহাড়ি ঝোড়ায়, সাধু ও নোনা জলে মাছ চাষ, সামুদ্রিক এলাকায় ট্রলারে মাছ ধরা ইত্যাদি কাজের জন্য মৎস্যজীবীদের কোন বীমা ছাড়াই স্বল্প সুধে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় এবং নির্দিষ্ট হারে সুদ ছাড়ের সুবিধা দেওয়া হয়।    

 

কারা আবেদন করতে পারবেন? 

  • মৎস্য চাষী-একক বা যৌথভাবে চাষ করেন
  • মৎস্য উৎপাদক গোষ্ঠী
  • জলাশয়ের লিজ গ্রহীতা
  • স্বনির্ভর গোষ্ঠীর সদস্যবৃন্দ
  • প্রাথমিক মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যবৃন্দ
  • মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাগণ

 

কি কি ডকুমেন্ট লাগবে?

  • আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ প্যান কার্ড
  • মৎস্যজীবী পরিচয় পত্রের স্বপ্রত্যায়িত ফটোকপি
  • স্বপ্রত্যায়িত বসবাসের প্রমাণ (রেশন কার্ড গ্রাহ্য হবে)
  • পুকুর বা জলাশায়ের দলিল/ পর্চার স্বপ্রত্যায়িত ফটোকপি
  • আবেদনকারীর দুই কপি সাম্প্রতিক ছবি
  • লিজ গ্রহীতার ক্ষেত্রে লিজপত্র গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারা সার্টিফাইড হতে হবে

 

কোথায় আবেদন করবেন? 

বর্তমানে এই প্রকল্পে আবেদন করতে চাইলে আপনি সরাসরি আপনার ব্লক অফিসের দপ্তরে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করে জমা দিতে পারেন অথবা এই প্রকল্পে আবেদনের জন্য সরাসরি আপনার দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে। সেখানে গিয়ে প্রাণী সম্পদ বিভাগ বা মৎস্য বিভাগ যেখানে থাকবে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। 

See also  আবেদন করুন বাংলা শস্য বীমা যোজনায়, এবং ক্ষতিগ্রস্ত ফসলের বীমার টাকা পেয়ে যান।

 

কত টাকা পাওয়া যাবে? 

মৎস্যজীবী ক্রেডিট কার্ড বানালে এই প্রকারের মাধ্যমে ১৯ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। 

 

সুধের হার এবং সময়ঃ 

মাত্র ৩ থেকে ৪ শতাংশ শুধু এই লোন নিতে পারবেন এবং লোন পরিষদের জন্য সর্বোচ্চ পাঁচ বছর সময় পাবেন।

 

Important Links:

Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 App
Download
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments