Wednesday, May 31, 2023

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের ব্যাটারি কোম্পানিতে সরাসরি চাকরি, মাধ্যমিক পাশে করুন আবেদন।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে অবস্থিত Exide Industries Ltd. তার হলদিয়া ম্যানুফ্যাকচারিং প্লান্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দশম পাশে যেকোনো পুরুষ চাকরিপদপ্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। যেহেতু সরাসরি নিয়োগ করা হবে তাই, পরীক্ষা দেওয়ারও কোনো ঝঞ্ঝাট নেই। তাই আপনি যদি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে একটু পিছিয়েও থেকে থাকেন তবুও আপনি পেতে পারেন এই চাকরি। চলুন জেনে নিই, কোথায় কিভাবে আবেদন জানাবেন। 

 

নিয়োগকারী সংস্থা

  • Exide Industries Ltd.
  • Haldia, Purba Medinipur 

 

পদের বিবরণ

1) পদের নাম : Mazdoor

শূন্যপদ : ২৬ টি। 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে, সেই সাথে সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ITI অথবা সমতুল্য কোনো কোর্সে ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা : কোনো ব্যাটারি প্লান্টে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।

বয়সসীমা : আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৬ বছর হলে আবেদনযোগ্য।

চাকরির মেয়াদ : কন্ট্রাক্টচুয়াল ভিত্তিতে কাজে নেওয়া হবে। 

 

2) পদের নাম : Mazdoor

শূন্যপদ : ৪ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে, সেইসাথে মোটর ভ্যান চালানোর লাইসেন্স থাকা আবশ্যক।

অভিজ্ঞতা : মালবোঝাই ট্রাক চালানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। 

বয়সসীমা : আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য।

চাকরির মেয়াদ : কন্ট্রাক্টচুয়াল ভিত্তিতে কাজে নেওয়া হবে। 

প্রার্থী বাছাই পদ্ধতি : সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি : Exide Industries Ltd. এর দুর্গাচক, হলদিয়া প্লান্টে গিয়ে আবেদনকারীকে নিজের যাবতীয় ডকুমেন্টস সহ বায়োডাটা জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ :  ১৫.০৫.২০২৩

 

গুরুত্বপূর্ণ লিংকস :

Official Notice Download 1 Download 2
Official Website Click Here
Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download

 

Related Article

IDBI ব্যাঙ্কে ১০৩৬টি শুন্যপদে, এক্সিকিউটিভ নিয়োগ ২০২৩.. IDBI Excutive Recruitment 2023

IDBI Excutive Recruitment 2023: আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। IDBI ব্যাঙ্ক তাদের ব্রাঞ্চে কিছু এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।...

সুখবর! এয়ারপোর্টে হাজারেরও বেশি শূন্যপদে চাকরি। বেতন প্রতিমাসে ৩৫০০০ টাকা।

বিমান সংস্থা IGI AVIATION SERVICES PVT LTD এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা...

L & T-তে ৬০ দিনের ফ্রি ট্রেনিং ও ১০০% চাকরি, ক্লাস ৫ পাশে আবেদন

তুমি কি এখনও বেকার? চাকরি খুজছো? তাহলে তোমার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতের অন্যতম বড় প্রাইভেট সংস্থা  L & T  তাদের কোম্পানিতে বিনামূল্যে ট্রেনিং...
- Advertisment -

Most Popular