পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে অবস্থিত Exide Industries Ltd. তার হলদিয়া ম্যানুফ্যাকচারিং প্লান্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দশম পাশে যেকোনো পুরুষ চাকরিপদপ্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। যেহেতু সরাসরি নিয়োগ করা হবে তাই, পরীক্ষা দেওয়ারও কোনো ঝঞ্ঝাট নেই। তাই আপনি যদি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে একটু পিছিয়েও থেকে থাকেন তবুও আপনি পেতে পারেন এই চাকরি। চলুন জেনে নিই, কোথায় কিভাবে আবেদন জানাবেন।
নিয়োগকারী সংস্থা
- Exide Industries Ltd.
- Haldia, Purba Medinipur
পদের বিবরণ
1) পদের নাম : Mazdoor
শূন্যপদ : ২৬ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে, সেই সাথে সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ITI অথবা সমতুল্য কোনো কোর্সে ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা : কোনো ব্যাটারি প্লান্টে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।
বয়সসীমা : আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩৬ বছর হলে আবেদনযোগ্য।
চাকরির মেয়াদ : কন্ট্রাক্টচুয়াল ভিত্তিতে কাজে নেওয়া হবে।
2) পদের নাম : Mazdoor
শূন্যপদ : ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে, সেইসাথে মোটর ভ্যান চালানোর লাইসেন্স থাকা আবশ্যক।
অভিজ্ঞতা : মালবোঝাই ট্রাক চালানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা : আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য।
চাকরির মেয়াদ : কন্ট্রাক্টচুয়াল ভিত্তিতে কাজে নেওয়া হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি : সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি : Exide Industries Ltd. এর দুর্গাচক, হলদিয়া প্লান্টে গিয়ে আবেদনকারীকে নিজের যাবতীয় ডকুমেন্টস সহ বায়োডাটা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫.০৫.২০২৩
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Notice | Download 1 Download 2 |
Official Website | Click Here |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |