Thursday, December 7, 2023
Homeসরকারি চাকরিশ্রম দপ্তরে, ১৭ হাজার ক্লার্ক,MTS নিয়োগ, মাধ্যমিক পাশে - ESIC 17710 Post...

শ্রম দপ্তরে, ১৭ হাজার ক্লার্ক,MTS নিয়োগ, মাধ্যমিক পাশে – ESIC 17710 Post Recruitment 2023

ESIC 17710 Post Recruitment 2023– আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। শ্রম দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ছেলে ও মেয়ে সহ পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।

(ESIC 17710 Post Recruitment 2023) এখানে কোন কোন পোষ্টে নিয়োগ করা হচ্ছে? সেই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।  

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

নিয়োগকারী সংস্থা Employees’ State Insurance Corporation/ESIC
পদের নাম Various
শুন্যপদ Total 17,710
আবেদন পদ্ধতি Online
আবেদন শুরু 2024 এর শুরুতে

 

পদের বিবরন ও শুন্যপদ- (ESIC 17710 Post Recruitment 2023)

১) পদের নাম- MultiTasking Staff

ভ্যাকান্সি- এখানে মোট 3341+ জনকে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে পে লেভেল ১ অনুযায়ী, আপনাকে প্রতিমাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ২৫ বছর অবধি। ০১-১০-২০২৪ তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।  

 

২) পদের নাম- Lower Division Clerk

ভ্যাকান্সি- এখানে মোট 1923+ জনকে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা- অফিশিয়াল নোটিশে উল্লিখিত নেই ।

সেরা খবর-  EPFO Recruitment 2023, Apply Offline For Auditor & Assistant Audit Officer Posts

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে পে লেভেল ২ অনুযায়ী, আপনাকে প্রতিমাসে 19,900/- টাকা থেকে 63,200/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

বয়স- অফিশিয়াল নোটিশে উল্লিখিত নেই ।  

 

৩) পদের নাম- Upper Division Clerk/ Upper Division Clerk Cashier

ভ্যাকান্সি- এখানে মোট 6435+ জনকে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ যোগ্যতা সাথে কম্পিউটারে কাজের নলেজ থাকলে – এই পদে আবেদন করতে পারবেন।

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে পে লেভেল ২ অনুযায়ী, আপনাকে প্রতিমাসে 25,500/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ২৭ বছর অবধি। ০১-১০-২০২৪ তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।  

 

৪) পদের নাম- Head Clerk/ Assistant

ভ্যাকান্সি- এখানে মোট 3415+ জনকে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা- অফিশিয়াল নোটিশে উল্লিখিত নেই ।

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে পে লেভেল ৬ অনুযায়ী, আপনাকে প্রতিমাসে 35,400/- টাকা থেকে -1,12,400/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

বয়স- অফিশিয়াল নোটিশে উল্লিখিত নেই ।  

 

৫) পদের নাম- Social Security Officer/Manager Grade II/Superintendent

ভ্যাকান্সি- এখানে মোট 2596+ জনকে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ যোগ্যতা সাথে কম্পিউটারে কাজের নলেজ (MS অফিস, ডেটাবেস) থাকলে – এই পদে আবেদন করতে পারবেন।

সেরা খবর-  WB Hospital Recruitment 2023, Apply For Senior Resident Post

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে পে লেভেল ৭ অনুযায়ী, আপনাকে প্রতিমাসে 44,900/- টাকা থেকে 1,42,400/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ৩০ বছর অবধি। ০১-১০-২০২৪ তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।  

 

প্রার্থী বাছাই পদ্ধতি – (ESIC 17710 Post Recruitment 2023)

এই পদে ৩টি ধাপের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী সিলেক্ট করা হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।    

 

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। https://www.esic.gov.in/ – এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ফোটো ও সই আপলোড করে এবং আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে। ফর্ম ফিলাপের পর একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন। 

 

এই চাকরির ফর্ম ফিলাপ কবে শুরু হবে?

এই পদের ফর্ম ফিলাপ এখনও শুরু হয়নি, 2024 এর শুরুতে অফিশিয়াল নোটিশ প্রকাশ হবার সম্ভাবনা রয়েছে, এখন শুধুমাত্র একটি MEMORANDUM নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে উপরের এই সমস্ত তথ্য দেওয়া রয়েছে, নোটিশ টি ডাউনলোড করে পড়ে নেবেন। যখনই এই চাকরির ফর্ম ফিলাপ শুরু হবে, আমাদের Chakrir Khabor 24/7 ইউটিউব চ্যানেলে তার ভিডিও পেয়ে যাবেন, অবশ্যই আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকুন।  

এই চাকরির অফিশিয়াল নোটিশ নিয়ে ভিডিও – Step By Step দেখে নাও

 

প্রয়োজনীয় লিঙ্ক

📄Official Notice Download PDF
🌐Apply Link https://www.esic.gov.in/
More Details Click Here

এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -