Tuesday, October 3, 2023
Homeপ্রকল্পইশ্রম কার্ড থাকলেই পাবেন প্রতিমাসে ১,০০০/- টাকা করে, জেনে নিন কিভাবে?

ইশ্রম কার্ড থাকলেই পাবেন প্রতিমাসে ১,০০০/- টাকা করে, জেনে নিন কিভাবে?

২০২১ সালে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষদের জন্য ইশ্রম কার্ড প্রকল্পটি চালু করেছিল কেন্দ্র সরকার। ইতিমধ্যে কোটি কোটি লোক এই প্রকল্পে তাদের নাম লিখিয়েছেন। প্রত্যেক আবেদনকারী-রাই তাদের ইশ্রম কার্ড হাতে পেয়ে গেছেন । দেশের দিন দরিদ্র খেটে খাওয়া সমস্ত শ্রমিকরা এই প্রকল্পের নাম তোলার জন্য যোগ্য। এই প্রকল্পের যুক্ত গ্রাহকদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয় যার মধ্যে সর্বাধিক ১ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার সুবিধা পাওয়া যায়।

এবার এই ইশ্রম কার্ডের মাধ্যমে প্রতিমাসে ১,০০০/- টাকা করে দেওয়া শুরু হলো, অর্থাৎ এই প্রকল্পে যুক্ত সমস্ত সুবিধা ভোগের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে তাদের ব্যাংকের একাউন্টে ১,০০০/- টাকা করে পাবে। তবে টাকা পেতে অবশ্যই কিছু শর্ত রাখা হয়েছে, যারা যারা এই শর্তের অধীনে রয়েছেন শুধুমাত্র তারাই ইশ্রম কার্ড দিয়ে ১,০০০/- টাকা করে পাবে। ইশ্রম কার গ্রাহকেরা অনেকদিন ধরেই অপেক্ষা করেছিল, যে কবে তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। অবশেষে এই ঘোষণায় তারা ভীষণভাবে খুশি।

 

আবেদনের শর্ত

ইশ্রম কার্ডের এই সুবিধা পেতে উপভোক্তাদের জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে নিম্নলিখিত এই শর্ত গুলির মধ্যে থাকলে তবেই এই টাকা পাওয়া যাবে

শর্ত
এক উপভোক্তার মাসিক আয় সবদিক থেকে মিলিয়ে 15 হাজার টাকার নিচে হতে হবে
দুই ইপিএফ ইএসআইসি সদস্য তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না
বয়স হতে হবে 18 থেকে 59 বছরের মধ্যে
আয়কর প্রদান করলে এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না

 

প্রয়োজনীয়  কাগজপত্র

ইশ্রম কার্ড
আধার কার্ড
মোবাইল নাম্বার
পাসপোর্ট সাইজের ছবি
আঁধার লিংক করা ব্যাংকের অ্যাকাউন্ট

 

কারা কারা বর্তমানে এই ১,০০০/- টাকা পাচ্ছে?

দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই এই প্রকল্পটি বাস্তবায়িত করে নরেন্দ্র মোদি সরকার। প্রায় 2 কোটি লোক ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে তাদের একাউন্টে ১,০০০/- টাকা করে পেয়েছে। তবে এই সুবিধাটি বর্তমানে উত্তরপ্রদেশ সহ বেস্ট কয়েকটি রাজ্যে চালু হয়েছে, আরো বেশ কিছু রাজ্যে এই টাকা দেওয়ার তীব্র দাবি হচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের উপভোক্তার এ প্রকল্পের মাধ্যমে ১,০০০/- টাকা করে সুবিধা পেতে পারে। তবে এর জন্য অবশ্যই পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে।

See also  মুখ্যমন্ত্রীর করা এই প্রকল্পে মেয়েরা আবেদন করলে তারা পাবে ১ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা

 

Important Links

Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 App
Download
RELATED ARTICLES
- Advertisment -

আজকের সেরা খবরের লিস্ট

- Advertisment -