Monday, December 4, 2023
HomeOther NewsEmergency Alert Message Today - এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ ফোনে কেনো? এটি কি?

Emergency Alert Message Today – এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ ফোনে কেনো? এটি কি?

Emergency Alert Message Today হঠাৎ করে আপনার ফোনে একটা বিচ্ছিরি আওয়াজ হয়েছে? ভয় পেয়ে গেছেন? ভাবছেন এ আওয়াজটা আবার কিসের? চিন্তার কোন কারণ নেই, কেন এমনটি ঘটেছে? এই আর্টিকেলে সেটাই আপনাকে বলব।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন, এবং বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারা অযথা আতঙ্কিত না হয়।

 

এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ ফোনে? এটি কি?

আসলে এটি একটি এমার্জেন্সি ট্রায়াল মেসেজ, ভারত সরকার প্রত্যেকের ফোনে এই মেসেজটি পাঠাচ্ছে। এটি শুধুমাত্র চেক করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনায় ইমারজেন্সি অ্যালার্ট কাজ করে কিনা, এবং সঠিক মেসেজ, মোবাইল ব্যাবহারকারীদের কাছ থেকে – ভারত সরকারের টেলি কমিউনিকেশন বিভাগের কাছে পৌঁছায় কিনা।

এই ইমারজেন্সি এলার্ট পাওয়ার আগে অথবা পরে, আপনার ফোনে একটি মেসেজ এসেছে।

 

সেই মেসেজে কি লেখা রয়েছে?

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি: আপনি আপনার মোবাইলে একটি ভিন্ন শব্দ এবং কম্পন সহ একটি জরুরী পরিস্থিতি সম্পর্কে একটি টেস্ট মেসেজ পেতে পারেন ৷ অনুগ্রহ করে আতঙ্কিত হবেন না, এই মেসেজটি সত্যিকারের জরুরি অবস্থা নির্দেশ করে না। এই মেসেজটি একটি পরিকল্পিত ট্রায়াল প্রক্রিয়ার অংশ হিসাবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ দ্বারা পাঠানো হচ্ছে।”

সেরা খবর-  মোদী ও মমতার গুরুত্বপূর্ণ 6টি কার্ড, কোন কার্ডে কত টাকার সুবিধা দিচ্ছে!

(Emergency Alert Message Today) এটি পড়লে আপনি বুঝতে পারবেন, ভারত সরকার শুধুমাত্র তাদের সিস্টেম চেক করার জন্য এই মেসেজটি পাঠিয়েছে, তাই আতঙ্কিত হবার কোন কারন নেই।

 

এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ-এর সুবিধা কি? 

১) যদি আপনি এমন কোন জায়গায় ফেঁসে যান যেখানে মোবাইলের নেটওয়ার্ক কাজ করছে না, আপনি কারোর সাথে কল বা যোগাযোগ করতে পারছে না, সেখানে আপনি এই এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ (Emergency Alert Message Today) চালু করে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগে পাঠাতে পারেন আপনার লোকেশন। এবং সেই লোকেশোনে সহজেই উদ্ধারকারী টিম পৌঁছে যাবে এবং আপনাকে বাঁচিয়ে নেবে।

৩) যদি আপনি জঙ্গলে ঘুরতে গিয়ে হারিয়ে যান, তাহলে আপনার এই এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ জারি করে আপনার লোকেশন পৌঁছে দিতে পারেন।

৪) প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ঝড়, তখন ফোনের নেটওয়ার্ক থাকে না, এবং এমত অবস্থায় আপনি যদি কোন বিপদে ফেঁসে যান তাহলে কাউকে কল বা মেসেজ করে যোগাযোগ করতে পারবেন না, সেখানে আপনি এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ-এর মাধ্যমে লোকেশন জানিয়ে দিতে পারেন।

সেরা খবর-  মোদী ও মমতার গুরুত্বপূর্ণ 6টি কার্ড, কোন কার্ডে কত টাকার সুবিধা দিচ্ছে!

 

এই বিষয়ে আরও জানতে এই ভিডিওটি দেখুন-

 

এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -