ECL Security Guard Recruitment 2023:– আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সিউকিউরিটি গার্ড পদে ফর্ম ফিলাপ করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।
(ECL Security Guard Recruitment 2023) এই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।
নিয়োগকারী সংস্থা | Eastern Coalfields Limited, West Bengal |
পদের নাম | Security Guard |
শুন্যপদ | Total 244 |
আবেদন পদ্ধতি | Online |
আবেদনের শেষ তারিখ | 23.11.2023 |
পদের বিবরন ও শুন্যপদ- (ECL Security Guard Recruitment 2023)
পদের নাম- Security Guard
ভ্যাকান্সি- এখানে মোট 244 জনকে নিয়োগ করা হচ্ছে । (UR- 190, SC-36, ST-18)
বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর বয়সের উর্ধসীমার কোন বাধ্যবাধকতা নেই।
কোথায় নিয়োগ করা হচ্ছে? Eastern Coalfields Limited, West Bengal – এর পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে, কোনো স্বীকৃত বোর্ড থেকে সপ্তম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে । আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল নোটিশ দেখুন। এখানে হাইট ও বুকের ছাতির মাপজোখ চাওয়া হয়েছে।
Height | Chest |
UR/OBC- 5.5″ | UR/OBC- 32″ – 34″ |
SC/ST- 5.3″ | SC/ST- 30″ – 32″ |
সিলেকশন প্রসেস
এখানে কোনপ্রকার পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। শুধুমাত্র ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, A4 পেপারে প্রিন্ট করুন। এরপর নাম, ফোন নম্বর, ইমেল, ঠিকানা দিয়ে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে। তারপর ফর্মটি ইমেলের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন ফর্ম এই ইমেলে পাঠাবেন– bhartiecl@gmail.com
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | — |
আবেদন শুরু | — |
আবেদনের শেষ তারিখ | 23.11.2023 |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐Application Form | Download PDF |
📄Official Notice | Download PDF |
More Details | Click Here |