Earn Money Online At Home: আপনি কি স্টুডেন্ট? আপনি কি হাউস ওয়াইফ? বাড়িতে বসে পড়াশোনার পাশাপাশি অনলাইন থেকে কিছু অর্থ উপার্জন করতে চান? তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদেরকে এমন একটি রাস্তা দেখাব যেখান থেকে মাসে কমপক্ষে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন, কিছুটা সময় ব্যয় করে।
User Testing:
আজ আমি আপনাদের সাথে যে ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে User Testing এবং এর সমস্ত ধারণা আপনাদের মধ্যে ক্লিয়ার করে দেব। User Testing মানে হচ্ছে, ধরুন আপনার কোন কোম্পানি আছে বা আপনার কোন ওয়েবসাইট আছে। তো আপনি আপনার কোম্পানি বা ওয়েবসাইটের ওপিনিয়ন জানার জন্য অর্থাৎ আপনার ওয়েবসাইটটি কেমন এবং কি কি ইমপ্রুভমেন্ট করার দরকার সেগুলো জানার জন্য User Testing কোম্পানির সাথে যোগাযোগ করলেন। User Testing প্লাটফর্মের উপর আপনার ওয়েবসাইট রেজিস্টার করা হবে। এই প্লাটফর্ম প্রচুর মানুষ ইউজ করে। রেজিস্টার করার পর সবাই আপনার ওয়েবসাইটের ফিডব্যাক দেবে। এই ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে কোম্পানি পেমেন্ট দেবে আর ফিডব্যাক সেজন্যই দেওয়া হয় যাতে আপনার ওয়েবসাইট আরও ইম্প্রুভমেন্ট হয়। আর আপনাকে এই ওয়েবসাইট টেস্ট করে ফিডব্যাক দিয়েই এখান থেকে ইনকাম করতে হবে। এটাই হল User Testing।
প্রক্রিয়াটি কেমন?
যখন আপনি কোন ওয়েবসাইটকে টেস্ট করবেন তখন আপনার স্ক্রিন রেকর্ড হবে এবং সাথে সাথে আপনার ভয়েস রেকর্ড হবে। অর্থাৎ, আপনার ফিডব্যাক নেওয়া হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে, এই ফটোটি আমার খুব ভালো লেগেছে বা এই পেজটি আমার খুব ভালো লেগেছে এমন।
আপনার কি স্কিল লাগবে?
এই কাজ করার জন্য আপনার কোন শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। শুধুমাত্র একটি জিনিসই দরকার, সেটি হল আপনাকে ইংরেজি ভালোভাবে জানতে হবে। কারন, আপনি যখন আপনার ভাবনা ব্যক্ত করবেন তখন সেটা ইংরেজিতে বলতে হবে, অন্য কোন ভাষা গৃহীত হবে না।
এখানে জয়েন কিভাবে করবেন?
১) প্রথমে User Testing এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের প্রতিবেদনের নিচে পেয়ে যাবেন।
২) তারপর সেখানে আপনার নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
৩) তারপর সেখানে আপনার Paypal একাউন্ট লিংক করতে হবে।
৪) তারপর আপনি আপনার Email ভেরিফাই করে নেবেন।
৫) ফাইনাল স্টেপে অর্থাৎ সর্বশেষ ধাপে একটি প্র্যাকটিস টেস্ট দিতে হবে। প্র্যাকটিস টেস্ট বলতে আপনি যখন পরে ওয়েবসাইট টেস্ট দিবেন তখন সেগুলি হবে পেইড টেস্ট। এই পেইড টেস্ট নেওয়ার জন্য ওয়েবসাইটে এনরোল করতে হবে আপনাকে। তার জন্য আপনাকে এই প্র্যাকটিস টেস্ট দিতে হবে। আপনি একবার এই প্র্যাকটিস টেস্টে এলিজিবল হলে আপনি পেইড টেস্টে অংশগ্রহণ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন।
এখানে পেমেন্ট কেমন করা হয়?
এই টেস্টের পেমেন্ট নিয়ে যদি কথা বলা হয় তাহলে পেমেন্টের রেঞ্জ থাকে ৪ ডলার থেকে ৯০ ডলার পর্যন্ত। আপনাকে ১ ডলার/মিনিট হিসেবে কন্টাক্ট দেওয়া হবে। এখানে বেশিরভাগ টেস্ট হয় ১০ মিনিটের এবং যেখানে ১০ ডলার পেমেন্ট করা হয়। অর্থাৎ, আপনি ১০ মিনিট ওয়েবসাইট টেস্ট করবেন তার জন্য আপনাকে ১০ ডলার পেমেন্ট করা হবে। একইভাবে আপনি যদি কোন ওয়েবসাইট ১ ঘন্টা ধরে টেস্ট করেন তাহলে সেখানে আপনাকে ৬০ ডলার পেমেন্ট করা হবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে টেস্ট গুলি ১০ ডলারের জন্য সীমাবদ্ধ থাকে সেগুলো হবে রেকর্ডেড টেস্ট। এক্ষেত্রে আপনাকে কারো সঙ্গে কথা বলতে হবে না, শুধুমাত্র আপনার স্ক্রিন রেকর্ড করতে হবে এবং ভয়েস রেকর্ড করতে হবে। কিন্তু যে টেস্টকিন্তু ৩০ থেকে ৯০ ডলারের মধ্যে হয় সেগুলো হবে লাইভ টেস্ট। এই টেস্টগুলোতে সেই কোম্পানির এজেন্টরা আপনার সঙ্গে লাইভ কথা বলবে। Zoom call -এর মাধ্যমে আপনাকে ওয়েবসাইট টেস্ট করতে হবে সেই এজেন্ট এর সঙ্গে লাইভে। অর্থাৎ, এই দুই রকমের টেস্ট হয় এখানে। এখানে লাইভ টেস্টের পেমেন্টটা একটু বেশি হয় এবং যেগুলো রেকর্ডেড টেস্ট সেগুলোর পেমেন্ট একটু কম হয়।
পেমেন্ট কিভাবে নেবেন?
আপনার এই ওয়েবসাইট থেকে যা ইনকাম হবে সেই টাকা আপনি সরাসরি উইথড্রল করতে পারবেন Paypal একাউন্টের মাধ্যমে। যা সরাসরি লিঙ্ক থাকবে আপনার ব্যাংক একাউন্টের সাথে। আপনি আপনার পেমেন্ট ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক একাউন্টে পেয়ে যাবেন।
ইনভেস্ট:
এখানে ওয়েবসাইট টেস্ট করার জন্য বা আপনার ব্যাংক একাউন্ট বা Paypal একাউন্ট লিংক করার জন্য কোন প্রকারের ইনভেস্ট করতে হবে না। জিরো ইনভেস্টে আপনি এখান থেকে মাসে সর্বনিম্ন ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
Important Links:
🌐 Official Website | Click Here |