AdBlock Detected

It looks like you're using an ad-blocker!

Our team work realy hard to produce quality content on this website and we noticed you have ad-blocking enabled.

ই শ্রম কার্ড থাকলে, সবাই পাবেন এই মাসে ১০০০ টাকা

ই-শ্রম যোজনাঃ 

যদি আপনার কাছে ই-শ্রম কার্ড থাকে তাহলে আপনার জন্য রয়েছে সবথেকে বড় সুখবর। যারা এখনো পর্যন্ত ই শ্রম কার্ড বানাননি তারা অনলাইন থেকে ই-শ্রম কার্ড বানিয়ে নেবেন। সবার জন্য সুখবর আজ থেকে ই শ্রম কার্ডে ১০০০ করে টাকা ঢুকছে। এই টাকা পেতে হলে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি শর্ত পালন করতে হবে তা এই প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব। 

 

কারা কারা টাকা পাবেন? 

কেন্দ্র সরকার দেশ জুড়ে গরীব এবং খেটে খাওয়া মানুষদের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছেন। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকার ও এই ধরনের অনেক প্রকল্প বর্তমানে চালাচ্ছেন। যার মাধ্যমে রাজ্যে বসবাসকারী মানুষদের আর্থিক সাহায্য দেওয়া হয়। কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা  হয় যে ই শ্রম কার্ডের মাধ্যমে সমস্ত গরিব এবং খেটে খাওয়া মানুষদের ৫০০ টাকা করে দেওয়া হবে। যারা গরিব খেটে খাওয়া মানুষ, যাদের মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় তারাই একমাত্র এই টাকা পাবে। 

 

কবে টাকা পাবেন? 

কেন্দ্র সরকার প্রত্যেক ২ কোটি মানুষের অ্যাকাউন্টে ১০০০ টাকা করে স্থানান্তরিত করেছেন। যারা একবার ও টাকা পায়নি তাদেরকে এই ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত বাইশ কোটির বেশি মানুষ এই ই-শ্রম পোর্টালে আবেদন করেছেন। যেহেতু এই ২২ কোটি মানুষের অ্যাকাউন্টে একবারে টাকা পাঠানো সম্ভব না তাই কেন্দ্রীয় সরকার ঠিক করেছেন ধাপে ধাপে টাকাগুলো পাঠানো হবে।  

এই ১০০০ টাকা চলতি মাসের মধ্যে সমস্ত মানুষের অ্যাকাউন্টে পাঠানো হবে।  ই শ্রম কার্ড করার সময় যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই একাউন্ট নাম্বারে ১০০০ টাকা করে ঢুকবে।

 

নতুন কার্ডের জন্য আবেদন পদ্ধতিঃ 

আবেদন করতে হয় অন-লাইনে। এই জন্য একটি পোর্টাল করা হয়েছে। eshram.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে নাম নথিভুক্ত করার জন্য। অনলাইনে আবেদন করতে হলে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনার মোবাইল নম্বরে OTP আসবে। OTP দেওয়ার পরেই রেজিস্ট্রেশন করার বাকি পদ্ধতি সম্পূর্ণ করা যাবে। সেখানে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কোন ক্ষেত্রে কাজ করেন এই সমস্ত তথ্য দিতে হবে। সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার পরে ‘সাবমিট’ করতে হবে। তার আগেই আরেকবার দেখে নিতে হবে সব তথ্য ঠিক আছে কী না। তারপরে আপনি সেখানেই ই শ্রম কার্ড দেখে নিয়ে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার সময়েও OTP চাইবে। সেটা দেওয়ার পরেই ডাউনলোড করা যাবে ওই কার্ড। আবেদন করার জন্য লিঙ্ক নিচে দেওয়া আছে। 

See also  ই শ্রম কার্ড থাকলে, সবাই পাবেন ৫০০০ টাকা এবং ১৫ টি সুবিধা

 

ফর্ম ফিলাপ করতে কি কি লাগবে ?

অনলাইনে আবেদন করার জন্য আপনাকে নিন্মলিখিত ডকুমেন্ট গুল দিতে হবে।

  • আধার কার্ড
  • আধার কার্ড এর সঙ্গে লিঙ্ক করা আছে এমন মোবাইল নম্বর
  • ব্যাঙ্ক আক্যাউন্ট

 

Important Links:

Official WebsiteVisit
Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 App
Download
Sharing Is Caring:

Leave a Comment