AdBlock Detected

It looks like you're using an ad-blocker!

Our team work realy hard to produce quality content on this website and we noticed you have ad-blocking enabled.

থাকা খাওয়া সহ,কেন্দ্র সরকারের ফ্রি ট্রেনিং, ট্রেনিং শেষে চাকরি

DDU GKY Training: আজকের এই প্রতিবেদনে কেন্দ্র সরকারের একটি ফ্রি ট্রেনিং সম্পর্কে আলোচনা করব, যেখানে ট্রেনিং শেষে চাকরি দেওয়া হবে এবং প্রত্যেক মাসে মাসে স্টাইপেন্ডের ব্যবস্থা থাকবে। এই ট্রেনিং -এ পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোনো রাজ্যের বেকার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। তো চলুন বিস্তারিত নিই।

স্কিল ট্রেনিং:

বিভিন্ন রকমের স্কিল ট্রেনিং বিনামূল্যে করানো হয়। আবাসিক ও অনাবাসিক দুই ধরনের কোর্স করার সুবিধা রয়েছে। আবাসিক কোর্সে তোমাকে ৩  মাস বা ৬ মাসের কোর্স চলাকালীন ট্রেনিং সেন্টারে বিনামূল্যে থাকা ও খাওয়া দেবে, সাথে ব্যাগ, বই, ইউনিফর্ম দেবার ব্যবস্থা রয়েছে।

 

স্টাইপেন্ড ও সার্টিফিকেট:

এই কোর্স শেষে তুমি কেন্দ্র সরকারের তরফ থেকে একটি সার্টিফিকেট পাবে, এবং কিছু স্টাইপেন্ড দেওয়া হবে।

 

চাকরির ব্যবস্থা:

ট্রেনিং সম্পূর্ণ হলে, চাকরি দেবার ব্যবস্থা করে দেয় নির্দিষ্ট ট্রেনিং সংস্থা । বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করে, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিরর ব্যবস্থা করে দেয়।

 

চাকরির পরবর্তী সাপোর্ট প্রদান:

প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থী চাকরির পাবার পর, কোনো কারনে চাকরি চলে গেলে, তাকে পুনরায় নতুন কোম্পানিতে ইন্টারভিউ সেট করিয়ে, আবার নতুন চাকরিতে জয়েনিং দেবার ব্যবস্থা করে দেয়।

 

বিজনেসে সাহায্য:

কোনো প্রার্থী যদি চাকরি না করে, তাহলে সে এখান থেকে ট্রেনিং নিয়ে কাজ শিখে নিজের ব্যবসা খুলতে পারে।

 

DDU GKY প্রকল্পের প্রয়োজনীয় যোগ্যতা:

বয়স– নূন্যতম ১৫ বছর থেকে সর্বচ্চ ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। মহিলা প্রার্থী, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী বয়সের উর্ধসীমায় ছাড় পাবে।

নাগরিকতা-
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যেকোন
নাগরিক (ছেলে ও মেয়ে সবাই) এখানে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা- তুমি কি কোর্সের উপর ট্রেনিং নেবে তার উপরে শিক্ষাগত যোগ্যতা নির্ভর করে। এখানে এমন কিছু কোর্স আছে যেখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই, নাম সই করতে জানলেই হবে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতা থাকলে ভালো কোর্সে ভর্তি হতে পারবে।

 

See also  Manobik Prakolpo: মানবিক প্রকল্প আবেদন করলেই, প্রতিমাসে পাবে ১০০০ টাকা

কি কি ডকুমেন্ট প্রয়োজন?

  1. Proof of Identity and Age- Aadhaar Card or Election ID Card, Birth Certificate
  2. Proof if claiming age relaxation- SC/ST Certificate
  3. Disability Certificate
  4. Proof of Eligibility
  5. BPL Card of self or your household,
  6. MGNREGA Worker (Job) Card
  7. Rashtriya Swasthya Bima Yojana (RSBY) card
    Antyodaga Anna Yojana (AAY) or BPL PDS card
    NRLM-Self Help Group identification or certificate

 

এই প্রকল্পে ফ্রি কি কি সুবিধা পাবে?

  1. Aadhaar Card or similar bio-metric Identification Card
  2. A Bank Account in your name
  3. Completely free food and accommodation in a residential training program
  4. Reimbursement of to & fro and meal cost, transferred directly to your bank account
  5. Free uniform, books and learning material
  6. Free access to a computer at the computer lab with working internet, one computer per person
  7. Free access to a tablet PC at the training centre to use and learn.
  8. DDU-GKY Skill Training Certificate from NCVT or SSC upon successful
  9. Completion of the training program.
  10. Job Interviews and placement opportunities at no cost.
  11. And a job with a
    minimum salary of Rs. 6,000/- per month.

 

আমার ব্যক্তিগত মতামত:

১) এখান থেকে কোর্স করে তুমি যদি পশ্চিমবঙ্গের মধ্যে চাকরি করতে চাও, তাহলে কলকাতায় বেশিরভাগ চাকরির পোষ্টিং হবে। সেক্ষেত্রে প্রাথমিক স্যালারি থাকবে ৮/৯হাজার/- টাকা থেকে সর্বচ্চ ১৫/১৬হাজার পর্যন্ত। এবার যাদের বাড়ি দূরে, তাদের স্যালারি যদি কম হয়, কলকাতার মত জায়গায় ঘর ভাড়া, খাওয়া, ইলেক্ট্রিক বিল, যাতায়ত খরচ বাদ দিয়ে, হাতে খুব কম টাকাই বাচবে। তাদের জন্য উপায় হল কলকাতার বাইরে গিয়ে চাকরি করা, যেমন ব্যাঙ্গালোর বা নয়ডা, সেখানে তুলনামূলক স্যালারি বেশি। যাদের বাড়ি কলকাতার আশে-পাশে, বা ডেইলি প্যাসেঞ্জারি করে চাকরি করতে পারবে, তারা কলকাতায় চাকরি করতে পারো, কারন তাদের ঘর ভাড়া, খাওয়া, ইলেক্ট্রিক বিল ও আনুসাঙ্গিক খরচ হবেনা।

২) এক কোম্পানিতে বেশিদিন কাজ করবে না, ৬ মাস বা ১ বছর চাকরি করলে, তারপর সেই কোম্পানিতে থেকে
এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নিয়ে অন্য কোম্পানিতে জয়েনিং করো, তাহলে এক্সপেরিয়েন্সের ভ্যালু-র জন্য তোমার স্যালারি ও কোম্পানির পোষ্ট ভালো(দামি) থাকবে।

See also  মুখ্যমন্ত্রীর করা প্রকল্পে মহিলারা পাবে ২৫০০০ টাকা, ছাত্র-ছাত্রীদের ৪০০০ থেকে ৩০০০০ টাকা
Sharing Is Caring:

Leave a Comment