Sunday, December 3, 2023
Homeসরকারি চাকরিঅঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ চলছে, HS পাশে - Darjeeling Anganwadi Helper Recruitment 2023

অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ চলছে, HS পাশে – Darjeeling Anganwadi Helper Recruitment 2023

Darjeeling Anganwadi Helper Recruitment 2023:– আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অঙ্গনওয়াড়ি পদে ফর্ম ফিলাপ করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।

(Darjeeling Anganwadi Helper Recruitment 2023) এই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।    

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

       

নিয়োগকারী সংস্থা Office of the Child Development Project Officer, Darjeeling
পদের নাম Anganwadi Helper
শুন্যপদ Total 25
আবেদন পদ্ধতি Offline
আবেদনের শেষ তারিখ 05.12.2023
বিজ্ঞপ্তি নং Memo No. 105/ICDS/DJ-PUL/23

 

পদের বিবরন ও শুন্যপদ- (Darjeeling Anganwadi Helper Recruitment 2023)

পদের নাম- Anganwadi Helper (AWS)

ভ্যাকান্সি- এখানে মোট ২৫ জনকে নিয়োগ করা হচ্ছে ।

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে, সরকারি নিয়মানুসারে মাইনে পাবেন। আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

সেরা খবর-  আর্মি ডিফেন্স কলেজে,-ফায়ারম্যান নিয়োগ, মাধ্যমিক পাশে - Army Air Defence College Fireman Recruitment 2023

বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ৩৫ বছর অবধি। 01.01.2023 তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।  

 

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে, কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

কোথায় নিয়োগ করা হচ্ছে?

দার্জিলিং জেলার Pulbazar ব্লকের এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে- Rishihat Bloomfield, Soom Singtam, Badamtam, Lebong Valley-I, Lebong Valley-II, Rangit-I, Darjeeling-I, Darjeeling-II, Rangit-II, Dabaipani । আবেদনকারীদের এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে পঞ্চায়েত/মিউনিসিপ্যালিটি/BDO থেকে সার্টিফিকেট জমা দিতে হবে।  

 

সিলেকশন প্রসেস

এখানে মোট ২টি ধাপের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। আবেদনের ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। এই সমস্ত শর্টলিস্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। 

লিখিত পরীক্ষার সিলেবাস

Subject Marks
মাতৃ ভাষায় ১৫০ শব্দের Essay Writing (অষ্টম শ্রেণী মানের) ১৫ নম্বর
Arthmetic (অষ্টম শ্রেণী মানের) ২০ নম্বর
Nutrition, Public Health, Status of Women ১৫ নম্বর
Ensglish Lang ২০ নম্বর
জেনারেল নলেজ ২০ নম্বর
Total 90 Marks
সেরা খবর-  WB Hospital Recruitment 2023, Apply For Senior Resident Post

এরপরে ভাইভা বা ইন্টারভিউ হবে ১০ নম্বরের।  

 

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, A4 পেপারে প্রিন্ট আউট করে, ভালোভাবে ফিলাপ করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে, আবেদন ফর্মের সাথে এটাচ করে মুখবন্ধ খামে ভরে 05.12.2023 তারিখের আগে এই ঠিকানায়, ‘To, Block Development Officer, Office of The Block Development Office, Darjeeling Pulbazar Development Block, PO- Bijnbari, Dist- Darjeeling, PIN- 734201’ পোষ্টের মাধ্যমে জমা করুন। 

ডকুমেন্ট

  1. আধার / ভোটার কার্ড,
  2. Caste Certificate (If Available),
  3. Date of Birth Proof,
  4. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট,
  5. ২ কপি ফিলাপ এডমিট কার্ড ।

অফলাইনে আবেদনের সময় এই সমস্ত ডকুমেন্টের জেরক্স সেলফ এটেস্টেড করে, আবেদন ফর্মের সাথে পাঠাবেন।    

   

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত 09.11.2023
আবেদন শুরু 10.11.2023
আবেদনের শেষ তারিখ 05.12.2023

 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐Application Form Download PDF
📄Official Notice Download PDF
More Details Click Here

এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -