পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের তরফে সম্প্রতি একটি নোটিশ জারি করে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের একাধিক শূন্যপদ পূরণের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার চাকরি পদপ্রার্থীরা এই পদগুলিতে আবেদনের সুযোগ পাবেন। আজকের এই প্রতিবেদনে শূন্যপদ সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ তথ্যাদি তুলে ধরা হয়েছে।
নিয়োগকারী সংস্থা
Chittaranjan National Cancer Institute (CNCI)
পদের বিবরণী
১) পদের নাম : লোয়ার ডিভিশন ক্লার্ক।
মোট শূন্যপদ : ১০ টি। (UR – ৩ টি, SC – ১ টি, OBC – ৪ টি, EWS – ১ টি, ST – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং সেইসাথে ইংলিশে মিনিটে ৩৫ টি শব্দ অথবা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : লেভেল – ২ অনুযায়ী বেতন হবে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।
চাকরির খবর : রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক পদে চাকরি। ১৭২৯+ শূন্যপদে আবেদনের সুযোগ।
২) পদের নাম : ল্যাবরেটরি টেকনিশিয়ান।
মোট শূন্যপদ : ৩০ টি। (UR – ১১ টি, SC – ৫ টি, OBC – ৮ টি, EWS – ৩ টি, ST – ৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে –
- BSc (biochemistry/ chemistry/ botany/ zoology/ Microbiology/ Biotechnology) অথবা,
- ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে Medical Laboratory Technology-তে গ্রাজুয়েট এবং সেইসাথে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,
- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা এবং সেইসাথে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩২ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : লেভেল – ৫ অনুযায়ী বেতন হবে ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।
আবেদন ফি : UR/ EWS/ OBC প্রার্থীদের জন্য ১০০০/- টাকা + (GST এবং প্রসেসিং ফি) এবং SC/ ST/Female প্রার্থীদের ৬০০ টাকা + (GST এবং প্রসেসিং ফি) আবেদন ফি জমা দিতে হবে। তবে PwDs প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদন পদ্ধতি : উপরিউক্ত পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। যোগ্য চাকরিপ্রার্থীরা Chittaranjan National Cancer Institute এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.cnci.ac.in/career/ অথবা https://recruitment.nta.nic.in/ এ গিয়ে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর পর প্রাপ্ত সংশাপত্রটি প্রিন্ট আউট করে অথবা পিডিএফ হিসেবে সেভ করে অত্যন্ত যত্নে নিজেদের কাছে রেখে দেবেন।
আবেদন শেষ : 28 May 2023
প্রার্থী বাছাই পদ্ধতি :
- লিখিত পরীক্ষা। (CBT)
- স্কিল টেস্ট।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
**অধিক জানতে অফিসিয়াল নোটিফিকেশন পড়ুন। **
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Website | Apply Now |
Official Notification | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |
কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now