পশ্চিমবঙ্গে ৩০ হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ 2023।। Civic Volunteer Recruitment 2023

0
188

Civic Volunteer Recruitment 2023

সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক হওয়ার অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য একটি অপরিসীম সুযোগ এসেছে। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি সিভিক পুলিশ ভলান্টিয়ারদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পুজোর পরেই। সরকারের অসংখ্য শূন্যপদ রয়েছে, এবং আপনি কীভাবে এই পদটি পাবেন, আজ আমরা এই বিষয়ে সহায়তা করব। তাহলে আসুন জেনে নিন, কীভাবে এই পদের জন্য আবেদন করবেন। প্রথমত, আমরা শিক্ষার যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় নথি সম্পর্কে ব্যাখ্যা করব; উপরন্তু; আপনি অ্যাপ্লিকেশন পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, আবেদন ফি এবং আরও অন্যান্য তথ্য শিখতে পারেন। আপনি যদি সিভিক ভলান্টিয়ার হতে আগ্রহী হন, তাহলে চারপাশে তাকাবেন না, ধীরে ধীরে নীচে যান এবং শেষ পর্যন্ত আমাদের অনুসরণ করুন। 

 

Civic Volunteer কাজ কি? 

আপনাকে জনগণের সুরক্ষার দিকে নজর রাখতে হবে।
আপনাকে একটি বড় ঘটনায় পুলিশকে সহায়তা করতে হবে।
আপনাকে ট্র্যাফিক বজায় রাখতে হবে।
যে কোনও বড় অনুষ্ঠান উপলক্ষে আপনাকে সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে ।



Civic Volunteer Important Facts: 

Board NameKolkata Police
Website (Official)www.kolkatapolice.gov.in
Posts DetailsCivic Volunteer
Total VacanciesVarious
Application Begin DateUpdate Soon
Application End DateUpdate Soon
Mode of ApplicationThrough Offline
Location of this JobWest Bengal
Category of this JobCivic Police Jobs 2023



শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীদের ক্লাস এইট এবং সর্বাধিক ১২+২ উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীদের কোনও থানায় কোনও অপরাধমূলক রেকর্ড থাকা উচিত নয়।
প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।

 

বয়স-

 প্রার্থীদের ন্যূনতম বয়স 20 বছর হতে হবে (1 জানুয়ারী 2023 পর্যন্ত)।
 প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৬০ বছর।



সিলেকশন প্রসেস-

ইন্টারভিউ

 

ট্রেনিং-

পুলিশ লাইনে 10 দিনের প্রশিক্ষণ কোর্স।
পুলিশ লাইনে প্রতি মাসে 1 দিনের রেপ্রেসার কোর্স।
See also  আইপিএস অফিসার কিভাবে হবেন? A টু Z ডিটেইলস.. কি কি যোগ্যতা লাগবে?

 

Place Of Deployment: 

ট্রাফিক গার্ড
পুলিশ স্টেশন



আবেদন পদ্ধতি-

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্ম আপনার লোকাল থানা থেকে দেয়া হয় এবং থানাতেই জমা নেওয়া হয় । আর যদি পোস্টের মাধ্যমে জমা নেয় তাহলে ‘OFFICE OF THE COMMISSIONER OF POLICE, KOLKATA 18, LALBAZAR STREET, KOLKATA- 700 001‘ এই ঠিকানায় আবেদন ফর্ম ও বাকি ডকুমেন্টস এনভলেপের মধ্যে ভরে সেন্ড করতে হয় ।

 

কি কি ডকুমেন্ট জমা দেবেন আবেদন ফর্মের সাথে? 

১. শিক্ষার যোগ্যতার প্রমাণ: প্রমাণপত্র যেমনঃ সনদপত্র, পাশেদারি, ডিগ্রি সনদ ইত্যাদি
২. বয়স প্রমাণ শংসাপত্র (জন্ম শংসাপত্র): জন্ম সনদ পত্র
৩. জাতিগত শংসাপত্র [এসসি বা এসটি বা ওবিসি]: জাতিগত সনদ পত্র (এসসি, এসটি, ওবিসি সনদ)
৪. আপনার পাসপোর্ট আকার সম্প্রতি তোলা ছবি (স্বাভাবিক আকার): পাসপোর্ট সাইজ ছবি
৫. পরিচয় প্রমাণ: পরিচয় প্রমাণ যেমনঃ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স
৬. যোগাযোগ তথ্য [মোবাইল নং ও ই-মেইল আইডি]: মোবাইল নম্বর এবং ইমেইল আইডি



কিভাবে জানবেন সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট শুরু হল কি না? 

প্রিয় আবেদনকারীরা, যদি কোনও ধরণের বিজ্ঞপ্তি এবং নিয়োগ আসে তবে আমরা অবশ্যই আপনাকে জানাব যাতে আপনি সেই পদের জন্য আবেদন করতে পারেন। শুধু সিভিক পুলিশ নিয়োগই নয়, আমরা অন্যান্য তথ্যও জানাই। সুতরাং চিন্তা করবেন না, তবে আমাদের অত্যন্ত সুপারিশকরা দয়া করে এই ওয়েবসাইটটি দেখতে থাকুন। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন এবং CHAKRIR KHABAR 247 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here