Sunday, December 3, 2023
Homeসরকারি চাকরিকেন্দ্রীয় কৃষি দপ্তরে ক্লার্ক, MTS নিয়োগ, মাধ্যমিক পাশে - CAU Imphal Recruitment...

কেন্দ্রীয় কৃষি দপ্তরে ক্লার্ক, MTS নিয়োগ, মাধ্যমিক পাশে – CAU Imphal Recruitment 2023

CAU Imphal Recruitment 2023:– আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে MTS, স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে ছেলে ও মেয়ে সহ পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।

(CAU Imphal Recruitment 2023) এই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।    

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

       

নিয়োগকারী সংস্থা CAU Imphal
পদের নাম Various
শুন্যপদ Total 53
আবেদন পদ্ধতি Offline
আবেদনের শেষ তারিখ 30.11.2023
বিজ্ঞপ্তি নং 4/2023

 

পদের বিবরন ও শুন্যপদ- (CAU Imphal Recruitment 2023)

1) পদের নাম- Upper Division Clerck

ভ্যাকান্সি- এখানে মোট ০৩ জনকে নিয়োগ করা হচ্ছে ।

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে, পে লেভেল ৪ অনুযায়ী প্রতিমাসে ২৫,৫০০/- টাকা মাইনে পাবে।

শিক্ষাগত যোগ্যতা- এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে, কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্রাজুয়েশন পাশ যোগ্যতা থাকতে হবে। যাদের কম্পিউটার নলেজ আছে তারা অগ্রাধিকার পাবেন।

বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বচ্চ ৩০ বছর অবধি। 01.01.2023 তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।  

সেরা খবর-  WB Medical College Recruitment 2023, Apply Online For Senior Resident Post

 

2) পদের নাম- Junior Stenographer Grade-III

ভ্যাকান্সি- এখানে মোট ১ জনকে নিয়োগ করা হচ্ছে ।

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে, পে লেভেল ৪ অনুযায়ী প্রতিমাসে ২৫,৫০০/- টাকা মাইনে পাবে।

শিক্ষাগত যোগ্যতা- এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে, কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্রাজুয়েশন পাশ যোগ্যতা থাকতে হবে, অথবা সেক্রেটারিয়েল প্র্যাকটিসে ২ বছরের ডিপ্লোমা লাগবে। এছাড়া, শর্টহ্যান্ড স্পিড লাগবে ৮০টি শব্দ প্রতিমিনিটে এবং কম্পিউটারে টাইপিং স্পিড লাগবে ৪০টি শব্দ প্রতিমিনিটে। এর সাথে, ইংলিশ ও হিন্দি দুটো ভাষাতে শর্টহ্যান্ড ও টাইপিং জানলে অগ্রাধিকার পাবেন।

বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বচ্চ ৩৫ বছর অবধি। 01.01.2023 তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।  

 

3) পদের নাম- Multi Tasking Staff

ভ্যাকান্সি- এখানে মোট ০৪ জনকে নিয়োগ করা হচ্ছে ।

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে, পে লেভেল ১ অনুযায়ী প্রতিমাসে ১৮,০০০/- টাকা মাইনে পাবে।

শিক্ষাগত যোগ্যতা- এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে, কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। 

বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বচ্চ ২৫ বছর অবধি। 01.01.2023 তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।  

সেরা খবর-  স্কুলে ক্লার্ক ও গ্রুপ D নিয়োগ, মাধ্যমিক/অষ্টম শ্রেণী পাশে - School Group D Recruitment 2023

 

কোথায় নিয়োগ করা হচ্ছে?

Central Agricultural University, Imphal – এর থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সিলেকশন প্রসেস

এখানে মোট ২টি ধাপের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। আবেদনের ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। এই সমস্ত শর্টলিস্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। যাদের শর্টলিস্ট করা হবে, তাদের ইমেল করে জানানো হবে।  

 

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, A4 পেপারে প্রিন্ট আউট করে, ভালোভাবে ফিলাপ করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে, আবেদন ফর্মের সাথে এটাচ করে মুখবন্ধ খামে ভরে 30.11.2023 তারিখের আগে এই ঠিকানায়, ‘The Registrar, Central Agricultureal University, Lamphelpat, Imphal, Manipur – 795004’ রেজিস্ট্রার বা স্পীড পোষ্টের মাধ্যমে জমা করুন। মুখবন্ধ খামের উপরে অবশ্যই লিখবেন, ‘Application for the post of_______’ ।

আবেদন ফি

UR/OBC Rs 500/-
SC/ST/PWD/Women No Fee

ডকুমেন্ট

  1. Qualification & Marksheet,
  2. Caste Certificate (If Available),
  3. Date of Birth Proof 
  4. 2 Passport Size Photo
  5. Application Fee Reciept

অফলাইনে আবেদনের সময় এই সমস্ত ডকুমেন্টের জেরক্স সেলফ এটেস্টেড করে, আবেদন ফর্মের সাথে পাঠাবেন।      

 

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত 30.10.2023
আবেদন শুরু 30.10.2023
আবেদনের শেষ তারিখ 30.11.2023

 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐Application Form Download PDF
📄Official Notice Download PDF
More Details Click Here

এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -