Case Worker Recruitment 2023:- আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ছেলে ও মেয়ে সহ পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।
(Case Worker Recruitment 2023) এখানে কোন কোন পোষ্টে নিয়োগ করা হচ্ছে? সেই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।
নিয়োগকারী সংস্থা | Distrct Child Protection/Dakshin Dinajpur, Balurghat |
পদের নাম | Case Worker |
শুন্যপদ | Total 01 |
আবেদন পদ্ধতি | Online |
আবেদন শেষ তারিখ | 11.11.2023 |
পদের বিবরন ও শুন্যপদ- (Case Worker Recruitment 2023)
১) পদের নাম- Case Worker -এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে।
ভ্যাকান্সি- এখানে মোট 01 জনকে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করতে চাইলে প্রার্থীকে – যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। সাথে কম্পিউটার নলে থাকতে হবে, এই সমস্ত বিষয়ে- MS Office। এছাড়া আবেদনকারীকে বাংলা ভাষায় পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল নোটিশ দেখুন।
বেতন- অফিশিয়াল নোটিশে উল্লেখ নেই।
বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ৩৫ বছর অবধি। ১২-১০-২০২৩ তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে ৩টি ধাপের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে ৩০ নম্বর, এরপর হবে, ১৫ নম্বরের কম্পিউটার প্রাক্টিক্যাল টেস্ট, সবশেষে, ৫ নম্বরের ইন্টারভিউ হবে। মোট এই ৫০ নম্বরের উপর যোগ্য প্রার্থীদের সিলেক্ট করা হবে।
Step | Mark |
Education Qualification | 30 |
Computer Practical Test | 15 |
Viva Voice Test/Interview | 05 |
Total | 50 |
আবেদন পদ্ধতি (Case Worker Recruitment 2023)
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ফোটো ও সই আপলোড করে এবং আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে। ফর্ম ফিলাপের পর একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু তারিখ | 12-10-2023 |
আবেদন শেষ তারিখ | 11-11-2023 |
প্রয়োজনীয় লিঙ্ক
📄Official Notice | Click Here |
🌐Apply Link | Click Here |
More Details | Click Here |