বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) ভারতের সকল মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করা চাকরির সন্ধানী ছাত্র-ছাত্রীদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে হেড কনস্টেবলের ২৪৭ পদে নিয়োগের কথা ঘোষণা করেছে। সেক্ষত্রে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের এই পদে আবেদন জানানোর প্রক্রিয়া সম্পূর্ণ বাংলায় এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হলো। যদি আপনি এই পদে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে আমাদের এই প্রতিবেদনটিকে আপনাকে সম্পূর্ণ পড়তে হবে।
নিয়োগকারী সংস্থা
Border Security Force (BSF)
পদের বিবরণ
১) পদের নাম- রেডিও অপারেটর (RO),
মোট শূন্যপদ- 217 টি,
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৬০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক পাশ + সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকলে আবেদনযোগ্য।
শারীরিক যোগ্যতা
পুরুষ (উচ্চতা) : 168 সেমি।
(বুকের ছাতি) : 80-85 সেমি।
মহিলা (উচ্চতা) : 157 সেমি
২) পদের নাম- রেডিও মেকানিক (RM),
মোট শূন্যপদ- 30 টি,
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৬০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক পাশ + সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকলে আবেদনযোগ্য।
শারীরিক যোগ্যতা
পুরুষ (উচ্চতা) : 168 সেমি।
(বুকের ছাতি) : 80-85 সেমি।
মহিলা (উচ্চতা) : 157 সেমি
বয়স সীমা : ২১.০৫.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
আবেদন ফি : Gen/ OBC/ EWS প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি অনলাইনে জমা করতে হবে। তবে SC/ ST/ Female/ ESM পদপ্রার্থীদের কোনো ফি জমা করতে হবেনা।
প্রার্থী বাছাই পদ্ধতি :
- লিখিত পরীক্ষা।
- শারীরিক যোগ্যতা পরীক্ষা (PMT) ও শারীরিক ক্ষমতা পরীক্ষা (PET)
- Dictation Test and Paragraph Reading Test (শুধুমাত্র রেডিও অপারেটর প্রার্থীদের জন্য)
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
- মেডিক্যাল টেস্ট।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট (https://rectt.bsf.gov.in) থেকে অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। এরপর যথাযথ তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করার পর, যাবতীয় ডকুমেন্টস এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে।
**অধিক জানতে অফিসিয়াল নোটিফিকেশন পড়ুন। **
গুরুত্বপূর্ণ তারিখ
Event | Date |
---|---|
আবেদন শুরু | 22/04/2023 |
আবেদন শেষ | 21/05/2023 |
লিখিত পরীক্ষার তারিখ | 04/06/2023 |
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Website | Apply Now |
Official Notification | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |
কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now