Thursday, June 1, 2023

বর্ডার সিকিউরিটি ফোর্সে কয়েকশো হেডকনস্টেবল। মাধ্যমিক পাশে আবেদন করুন।

বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) ভারতের সকল মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করা চাকরির সন্ধানী ছাত্র-ছাত্রীদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে হেড কনস্টেবলের ২৪৭ পদে নিয়োগের কথা ঘোষণা করেছে। সেক্ষত্রে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের এই পদে আবেদন জানানোর প্রক্রিয়া সম্পূর্ণ বাংলায় এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হলো। যদি আপনি এই পদে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে আমাদের এই প্রতিবেদনটিকে আপনাকে সম্পূর্ণ পড়তে হবে।

 

নিয়োগকারী সংস্থা

Border Security Force (BSF)

 

পদের বিবরণ

১) পদের নাম- রেডিও অপারেটর (RO),

মোট শূন্যপদ- 217 টি, 

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৬০%  নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক পাশ + সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকলে আবেদনযোগ্য।

শারীরিক যোগ্যতা 

পুরুষ (উচ্চতা) : 168 সেমি।
(বুকের ছাতি) : 80-85 সেমি।

মহিলা  (উচ্চতা) : 157 সেমি

 

২) পদের নাম- রেডিও মেকানিক (RM), 

মোট শূন্যপদ- 30 টি, 

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৬০%  নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক পাশ + সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকলে আবেদনযোগ্য।

শারীরিক যোগ্যতা

পুরুষ (উচ্চতা) : 168 সেমি।
(বুকের ছাতি) : 80-85 সেমি।

মহিলা  (উচ্চতা) : 157 সেমি

 

বয়স সীমা : ২১.০৫.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।

আবেদন ফি : Gen/ OBC/ EWS প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি অনলাইনে জমা করতে হবে। তবে SC/ ST/ Female/ ESM পদপ্রার্থীদের কোনো ফি জমা করতে হবেনা।

 

প্রার্থী বাছাই পদ্ধতি :

  • লিখিত পরীক্ষা।
  • শারীরিক যোগ্যতা পরীক্ষা (PMT) ও শারীরিক ক্ষমতা পরীক্ষা (PET)
  • Dictation Test and Paragraph Reading Test (শুধুমাত্র রেডিও অপারেটর প্রার্থীদের জন্য)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন।
  • মেডিক্যাল টেস্ট।

 

আবেদন পদ্ধতি : ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট (https://rectt.bsf.gov.in) থেকে  অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। এরপর যথাযথ তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করার পর, যাবতীয় ডকুমেন্টস এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে।

 

**অধিক জানতে অফিসিয়াল নোটিফিকেশন পড়ুন। **

গুরুত্বপূর্ণ তারিখ 

Event Date
আবেদন শুরু 22/04/2023
আবেদন শেষ 21/05/2023
লিখিত পরীক্ষার তারিখ 04/06/2023

গুরুত্বপূর্ণ লিংকস :

Official Website Apply Now
Official Notification Download Now
Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download

 

কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now

Related Article

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...

ইন্ডিয়ান পোষ্টে ১২ হাজার GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

নিয়োগকারী সংস্থা Government of lndia Ministry of Communications Department of Posts (GDS Section) NOTIFICATIONNO:No.17-31/2023-GDS Dated: 20.05.2023   গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ ২২ই মে ২০২৩ লাস্ট ডেট ১১ই জুন ২০২৩ কারেকশন...

পশ্চিমবঙ্গে ২০০০ শুন্যপদে বন সহায়ক নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন চলছে

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের বন দপ্তরের পক্ষ থেকে ২০০০ শুন্যপদে বন সহায়ক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনি নূন্যতম অষ্টম শ্রেণী...
- Advertisment -

Most Popular