ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ভারতের প্রতিরক্ষা দপ্তরের সাথে চুক্তিবদ্ধ একটি সংস্থা। তারা সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একাধিক ইঞ্জিনিয়ার পদে নিয়োগের কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি পদপ্রার্থী উল্লেখিত পদে আবেদন করতে পারবেন। তাঁর জন্য যেসব ব্যাপারে আপনাকে জেনে নিতে হবে সেগুলি নিচে বলা হয়েছে।
নিয়োগকারী সংস্থা
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড
Advt. No. 383/HR/NS
পদের বিবরণী
১) পদের নাম : Trainee Engineer-I For NS (S&CS)
শূন্যপদ : ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা : Electronics/ Mechanical/ Information Science /Information Technology/ Computer Science নিয়ে চার বছরের BE /B.Tech/B.Sc Engg কোর্স করা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : ৩০,০০০ থেকে ৪০,০০০ হাজার টাকা।
জব লোকেশন : এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের কোচিতে পোস্টিং দেওয়া হবে।
বয়স সীমা : ০১.০৫.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৮ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
কাজের অভিজ্ঞতা : চাকরিপ্রার্থীর Software Development এর বিভিন্ন কাজে অন্ততপক্ষে ৬ মাসের কাজের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
চাকরির ধরণ : নির্বাচিত চাকরিপ্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
২) পদের নাম : Trainee Engineer – I for NS (R&FCS)
শূন্যপদ : ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : Electronics /E&C/E&T/Communication/ Telecommunication নিয়ে চার বছরের BE /B.Tech/B.Sc Engg কোর্স করা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : ৩০,০০০ থেকে ৪০,০০০ হাজার টাকা।
জব লোকেশন : এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের কোলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে।
বয়স সীমা : ০১.০৫.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৮ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
কাজের অভিজ্ঞতা : চাকরিপ্রার্থীর শূন্য থেকে ছয় মাসের Industrial Experience থাকা আবশ্যক।
চাকরির ধরণ : নির্বাচিত চাকরিপ্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
চাকরির খবর : কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ। অনলাইনে করুন আবেদন।
আবেদন পদ্ধতি : উপরে উল্লেখিত দুটি পদের জন্য অফলাইন আবেদন করতে হবে। আবেদনের সময় বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় ডকুমেন্টস নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফি : Gen. EWS এবং OBC প্রার্থীদের ১৭৭/- টাকা স্টেট ব্যাংকে গিয়ে জমা করতে হবে। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : “Dy Manager (HR/NS), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru – 560 013”
প্রার্থী বাছাই পদ্ধতি : এই দুটি পদে নির্বাচিত হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউতে পাশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ – ২০ মে, ২০২৩।
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Website | Click Here |
Official Notification | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |