Thursday, June 1, 2023

পশ্চিমবঙ্গে ২০০০ শুন্যপদে বন সহায়ক নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন চলছে

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের বন দপ্তরের পক্ষ থেকে ২০০০ শুন্যপদে বন সহায়ক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনি নূন্যতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা বয়স, বেতন সিলেকশন প্রসেস ইত্যাদি সম্পর্কে ।

 

পদের নাম- বন সহায়ক,

শুন্যপদ- মোট ২০০০টি, 

বেতন- প্রতিমাসে ১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে,

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত স্কুল থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবে।

বয়স- ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। SC/ST কাস্টের প্রার্থীরা ৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ৩ বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

 

রেসিডেন্সিয়াল স্ট্যাটাস- প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ি বাসিন্দা হতে হবে।

প্রকৃতি: পদটি সম্পূর্ণরূপে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক। দায়িত্বশীল স্থায়ীভাবে প্রদত্ত কোন পরিষেবা সুবিধার জন্য কোন দাবি থাকবে না পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী।

মেয়াদ: নিযুক্তি প্রাথমিকভাবে এক বছরের জন্য হবে। সুপারিশ অনুযায়ী বার্ষিক ভিত্তিতে কাজের মেয়াদ বাড়ানো যেতে পারে।

পোষ্টিং- নিযুক্ত প্রার্থীদের কাজ করতে বলা যেতে পারে রাজ্যের যে কোনও জায়গায়। নির্বাচিত প্রার্থীদের পোষ্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণত তাদের বসবাসের স্থান হিসাবে একই জেলায়, বা সেখানে একই প্রশাসনিক বিভাগের আশেপাশের জেলাগুলি। 

 

পোষ্টিং লোকেশন

Howrah
Bankura
Birbhum
Dakshin Dinajpur
Alipurduar
Nadia
Jhargram
Paschim Bardhaman
Malda
Cooch Behar
North 24 Parganas
Paschim Medinipur
Purba Bardhaman
Murshidabad
Darjeeling
South 24 Parganas
Purba Medinipur
Hooghly
Uttar Dinajpur
Jalpaiguri
Kolkata
Purulia
Kalimpong
Medinipur Division
Burdwan Division
Malda Division
Jalpaiguri Division

 

প্রার্থী বাছাই প্রক্রিয়া- ইন্টারভিউ এর মাধ্যে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। 

ইন্টারভিউ এর সিলেবাস- 

  • বাংলা বা যেকোনো অফিশিয়াল ভাষা পড়ার ক্ষমতা – ৩০ নম্বর,
  • বাংলা বা অফিশিয়াল ভাষা যেকোনো লেখার ক্ষমতা – ৩০ নম্বর,
  • ইংরেজি বা হিন্দি পড়ার ক্ষমতা-  ১০ নম্বর,
  • সাধারণ জ্ঞান মৌখিক পরীক্ষা- ২০ নম্বর,
  • বনায়নের জন্য ব্যক্তিত্বের ফিটনেস- ১০ নম্বর ,

মোট – ১০০ নম্বর। 

 

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় আগামী ২৬শে মে ২০২৩ তারিখের আগে। নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে, সেটি ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টর জেরক্স এটাচ করবেন, সেলফ এটেস্টেড করে । তারপর সেটাকে মুখবন্ধ খামে ভরে, সাধারন ডাক বা কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন, অথবা নিজে গিয়ে ড্রপ বক্সে জমা করে আসতে পারেন।

লাস্ট ডেট- ২৬শে মে ২০২৩ ।

 

আবেদন ফর্ম জমা দেবার ঠিকানা

 

গুরুত্বপূর্ণ লিংকস :

Official Notification- Download Now

Application Form- Download Now

Adress With PIN Code- Download Now

Official Website- Click Here

 

Connect With Us

Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download

 

কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now

Related Article

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...

ইন্ডিয়ান পোষ্টে ১২ হাজার GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

নিয়োগকারী সংস্থা Government of lndia Ministry of Communications Department of Posts (GDS Section) NOTIFICATIONNO:No.17-31/2023-GDS Dated: 20.05.2023   গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ ২২ই মে ২০২৩ লাস্ট ডেট ১১ই জুন ২০২৩ কারেকশন...

কেন্দ্রীয় সংস্থায় শতাধিক ক্লার্ক এবং গ্ৰুপ সি পদে চাকরি। মাধ্যমিক পাশে আবেদন করুন।

National Council of Educational Research and Training (NCERT) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শতাধিক ক্লার্ক এবং অন্যান্য গ্রূপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।...
- Advertisment -

Most Popular