Ban Sahayak 2023 Cutt Of Marks
Ban Sahayak 2023 Cutt Of Marks: আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন । কিন্তু জানেন কি? ইন্টারভিউতে কত নম্বর পেলে আপনি এই চাকরিতে চান্স পাবেন? কাট অফ মার্ক কত আসতে পারে? চলুন জেনে নিই
সর্বপ্রথম এটা জেনে নিন, যে এখানে কম্পিটিশন কেমন রয়েছে? কারন যেকোন চাকরির কাট অফ মার্ক বেশি না কম হবে, সেটা নির্ভর করে, চাকরির কম্পিটিশনের উপর। এবার দেখি এখানে কম্পিটিশন কতটা আছে?
১) একটি সংবাদ পত্রিকায়, একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘হাতি তাড়ানোর কাজে আবেদন PHD ও ডিপ্লোমা ডিগ্রী ধারীদের’ । – অর্থাৎ আপনি বুঝতেই পারছেন, যে অষ্টম শ্রেণী মানের একটি চাকরির পদে PHD ও ডিপ্লোমা ডিগ্রী যাদের আছে, তারা আবেদন করছে। তাই একচুয়াল যাদের জন্য কাজটি, যাদের কথা ভেবে সরকার এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই এইট পাশ ছেলেমেয়েদের জন্য কম্পিটিশন কতটা ।
২) এখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুন্যপদ রয়েছে মাত্র ২,০০০টি । নিয়োগ করা হচ্ছে ২০টি জেলায়, তাহলে দেখা যায় প্রতিটি জেলায় মাত্র ১০০টি করে শুন্যপদ রয়েছে, এবং আবেদনপত্র জমা পড়েছে কয়েক হাজার বা লাখখানেকও হতে পারে। তাহলে সেই সবাইকে ছাপিয়ে ইন্টারভিউতে স্কোর করাটা খুবই কঠিন।
৩) এছাড়া, এখানে শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে চূরান্ত প্রার্থী সিলেক্ট করা হচ্ছে, তাই কাট অফ মার্ক বেশি হবার সম্ভাবনা রয়েছে, লিখিত পরীক্ষায় হলে কাট অফ মার্ক তূলনামূলক কম হবার সম্ভাবনা থাকে।
৪) ইন্টারভিউ এর সিলেবাস-
- বাংলা বা যেকোনো অফিশিয়াল ভাষা পড়ার ক্ষমতা – ৩০ নম্বর,
- বাংলা বা অফিশিয়াল ভাষা যেকোনো লেখার ক্ষমতা – ৩০ নম্বর,
- ইংরেজি বা হিন্দি পড়ার ক্ষমতা- ১০ নম্বর,
- সাধারণ জ্ঞান মৌখিক পরীক্ষা- ২০ নম্বর,
- বনায়নের জন্য ব্যক্তিত্বের ফিটনেস- ১০ নম্বর ,
মোট – ১০০ নম্বর।
এই সিলেবাসে সবার জন্য নূন্যতম ৭০ মার্ক স্কোর করা অত্যন্ত সহজ । তাই সব মিলিয়ে কাট অফ মার্ক বেশি হবার সম্ভাবনা রয়েছে।
Ban Sahayak 2023 Cutt Of Marks
- General- 95+,
- OBC- 92+,
- SC- 90+.
- ST- 79+
প্রসঙ্গত বলে রাখি, এই পদে আপনারা ২৯শে মে ২০২৩, সোমবার পর্যন্ত আবেদন করতে পারবেন ।