বালিকা সমৃদ্ধি যোজনা: রাজ্য ও কেন্দ্র সরকার মহিলাদের জন্য প্রতি নিহত কিছু না কিছু প্রকল্প ভাতা অনুদান দিয়ে থাকেন। যাতে পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া মহিলারা আত্মকেন্দ্রিক হয়। এই প্রকল্পে আবেদন করলে, প্রতি বছর আপনি এখানে টাকা পাবেন।
বাড়িতে কন্যা সন্তান থাকলেই পাওয়া যাবে ৫০০/-, ৮০০/-, ও ১,০০০/- টাকা জানুন কিভাবে পাবেন?
দেশে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে “বেটি বাঁচাও, বেটি পড়াও” অভিযান চালাচ্ছে। এর আওতায় দেশের কন্যা শিশুদের নিরাপদে রেখে তাদের শিক্ষা সুষ্ঠুভাবে যাতে চালিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। আর এই কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে, যার মাধ্যমে দেশের কন্যাদের জন্ম থেকে পড়াশোনায় সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। গ্রামীন এলাকায় সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবার মাধ্যমে এবং শহর অঞ্চলের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই প্রকল্পটি পরিচালনা করেন।
বালিকা সমৃদ্ধি যোজনা কি?
১৯৯৭ সালে সরকার বালিকা সমৃদ্ধি যোজনা চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে সরকার মেয়ের জন্ম থেকে শিক্ষার জন্য বছরের পর বছর আর্থিক সাহায্য করে থাকে। |
প্রথমত, কন্যা সন্তানের জন্ম হলে মাকে ডেলিভারির পরে ৫০০ টাকা সহায়তা দেওয়া হয়। |
দ্বিতীয়ত, কন্যা সন্তানদের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার জন্য সরকার প্রতি পর্যায়ে আর্থিক সাহায্য করে। |
কত টাকার সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে?
প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত | প্রতিটি শ্রেণীর জন্য ৩০০ টাকা বার্ষিক, |
চতুর্থ শ্রেণীতে | ৫০০ টাকা, |
পঞ্চম শ্রেণীতে | ৬০০ টাকা, |
ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত | ৭০০ টাকা, |
অষ্টম শ্রেণীতে | ৮০০ টাকা, |
নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত | ১০০০ টাকা |
বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদনের জন্য এই নথিগুলির প্রয়োজন
শিশুর জন্মের শংসাপত্র |
বাড়ির ঠিকানা প্রমাণ পত্র |
পিতা মাতার পরিচয় প্রমাণপত্র |
আইডি প্রমাণের জন্য আপনার রেশন কার্ড আধার কার্ড ব্যাংক একাউন্ট পাসবুক ইত্যাদি ব্যবহার করতে পারেন |
আবেদন পদ্ধতি?
বালিকা সমৃদ্ধি যোজনায় আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন। |
অফলাইনে আবেদন করতে চাইলে যে কোন অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে দিয়ে ফর্ম পেতে পারেন। |
অনলাইনে আবেদন করতে চাইলে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে। |