Army Air Defence College Fireman Recruitment 2023:– আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। আর্মি এয়ার ডিফেন্স কলেজের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ফায়ারম্যান পদে ছেলে ও মেয়ে সহ পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।
(Army Air Defence College Fireman Recruitment 2023) এই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।
নিয়োগকারী সংস্থা | Army Air Defence College |
পদের নাম | Fireman |
শুন্যপদ | Total 15 |
আবেদন পদ্ধতি | Offline |
আবেদনের শেষ তারিখ | 11.12.2023 |
বিজ্ঞপ্তি নং | Memo No : 615/JGM/DPSC/23 |
পদের বিবরন ও শুন্যপদ- (Army Air Defence College Fireman Recruitment 2023)
1) পদের নাম- Fireman
ভ্যাকান্সি- এখানে মোট 15 জনকে নিয়োগ করা হচ্ছে। (Gen- 07, SC- 02, ST- 01, OBC- 04, EWS- 01)
বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে, পে লেভেল 2 অনুযায়ী 19,900/- টাকা থেকে 63,200/- টাকা পর্যন্ত প্রতিমাসে বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে, কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। এর সাথে আবেদনকারীকে ফিজিক্যালি ফিট হতে হবে এবং অধিক শ্রমসাধ্য কাজ করতে সক্ষম হতে হবে।
বয়স ও ছাড়
উপরে যেকোন পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বচ্চ 27 বছর অবধি। 01.01.2023 তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বয়সের ছাড়
OBC | 03 Years |
SC/ST | 05 Years |
সিলেকশন প্রসেস
এখানে ৩টি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে, ফিজিক্যালি টেস্ট হবে, যারা এই টেস্টে পাশ করবেন, তাদের লিখিত পরীক্ষা হবে। এর উপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী সিলেক্ট করা হবে।
i) ফিজিক্যালি টেস্ট
Hieght | 165cm (ST-162.5cm) |
Chest | Normal 81.5 cm – Expaded 5 cm extra |
Weight | 50 kg minimum |
Endurance Test
Carrying man | (fireman lift of 63.5kg to a distace of 183 meters) within 96 Second |
Long Jump | 2.7 meters |
Rope Climbing (using hand& feet) | 03 meters |
ii) লিখিত পরীক্ষার সিলেবাস
জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, নিউমেরিক্যাল এপ্টিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল এওারনেস এবং সাবজেক্ট রিলেটেড প্রশ্ন ।
কোথায় পোস্টিং হবে?
Army Air Defence College, C/O 99 APO – সহ All Over India তে পোস্টি হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, A4 পেপারে প্রিন্ট আউট করে, ভালোভাবে ফিলাপ করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে, আবেদন ফর্মের সাথে এটাচ করে মুখবন্ধ খামে ভরে, 11.12.2023 তারিখের আগে এই ঠিকানায়, ‘Commandant, Army Air Defence College, Golabandha (PO), Ganjam (District), Odisha 761052’ Ordinary Post(সাধারন ডাক) এর মাধ্যমে জমা করুন। মুখবন্ধ খামের উপর অবশ্যই লিখবেন, ‘Application for the post of Fireman Category_______(SC/ST/OBC/EWS/UR) ।
ডকুমেন্ট
- Aadhar Card
- Qualification Cerificate (10th Or 8th pass marksheet)
- Proof of Date of Brith (Birth Certificate/School Leaving Certificate/10th Admit Card)
- Caste Certificate (If Avaiable).
- 2 Passport Size Colour Photo
- Full Signature
- 2 Self Address Envelope – Rs 40 Postal Stamp.
অফলাইনে আবেদনের সময় এই সমস্ত ডকুমেন্টের জেরক্স আবেদন ফর্মের সাথে পাঠাবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | 28.10.2023 |
আবেদন শুরু | 28.10.2023 |
আবেদনের শেষ তারিখ | 11.12.2023 |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐Application Form | Download PDF |
📄Official Notice | Download PDF |
More Details | Click Here |