Wednesday, May 31, 2023

Apply Online WBJEEB ANM & GNM Nursing 2022 in West Bengal। ANM & GNM নার্সিং ২০২২ এর সম্পূর্ণ তথ্য ও আবেদন পদ্ধতি ।।

চাকরির খবর ২৪৭ঃপশ্চিমবঙ্গে  ANM এবং GNM নার্সিং ট্রেনিং এর ভর্তি হবার জন্য আপনাকে একটাই পরীক্ষা দিতে হয়, যাকে বলে WBJEE / West Bengal Joint Entrance Examinations । আপনাকে এই পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় পাশ করলে তবেই আপনার ইচ্ছা মত ANM বা GNM নার্সিং কোর্সে এডমিশন নিতে পারবেন। ২০২২ সালের WBJEE পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করতে হয়, সেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 

         এখানে কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স, ইত্যাদি সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নিই ।



 নিয়োগকারী সংস্থাঃ-

West Bengal Joint Entrance Examinations Board

AQ-13/1, Sector V, Salt Lake City

Kolkata 700091

1800-1023-781, 1800-3450-050


গুরুত্বপূর্ণ তারিখঃ 

  • আবেদন শুরুর তারিখঃ জানুয়ারী মাসের ২য় সপ্তাহ থেকে অনলাইনে আবেদন শুরু হবে,
  • পরীক্ষার তারিখঃ ১১ এবং ১২ জুন ২০২২ (করোনা বাড়লে ডেট চেঞ্জ হতে পারে) ।
মোট ভ্যাকান্সিঃ
ANM Nursing: 1680
GNM Nursing: 10,797


শিক্ষাগত যোগ্যতাঃ
আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে (10+2) পদ্ধতিতে ।


Gender:
ANM Nursing:
এটি শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে।

GNM Nursing:
এটি ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে।


বয়সঃ 
৩১/১২/২০২১ তারিখ হিসেবে আবেদনকারীর ১৭ বছর থেকে ৩৫ বছর  বয়স হতে হবে, জন্ম তারিখ হতে হবে ৩১/১২/২০০৫ তারিখ বা তার আগে ।


বাসিন্দাঃ

ANM Nursing:
৩১/১২/২০২১ তারিখ হিসেবে আবেদনকারীকে নূন্যতম ০৫ বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এবং কোন গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

GNM Nursing:
৩১/১২/২০২১ তারিখ হিসেবে আবেদনকারীকে নূন্যতম ০৫ বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে .


শিক্ষাগত যোগ্যতাঃ

ANM Nursing:
কোন স্বীকৃত বোর্ড থেকে 10+2 সিস্টেমে উচ্চমাধ্যমিক পাশ, এবং উচ্চমাধ্যমিকে ইংরেজি অন্যতম একটি বিষয় হিসেবে থাকতে হবে।

GNM Nursing:
গড়ে ৪০% নম্বর এবং এর সাথে ইংরেজি বিষয়ে ৪০% নম্বর নিয়ে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ 10+2 সিস্টেমে ।
অথবা,
হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল থেকে উচ্চমাধ্যমিক পাশ, এক্ষেত্রেও গড়ে ৪০% নম্বর এবং এর সাথে ইংরেজি বিষয়ে ৪০% নম্বর পেতে হবে ।


ভাষা জ্ঞ্যানঃ
বাংলা অথবা নেপালি যেকোন ১টি ভাষায় লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে ।

মেডিক্যাল ফিটঃ
সমস্ত ক্যান্ডিডেট কে মেডিক্যালি ফিট হতে হবে, তার প্রমানস্বরূপ appendix-3 ফরম্যাটে একটি মেডিক্যাল সার্টিফিকেট এডমিশনের সময় জমা করতে হবে।


আবেদন ফিঃ
  • SC/ST/OBC-A/OBC-B/Orphan candidates: Rs 300/-  + Bank’s service charges
  • all other candidates:  Rs 400/- + Bank’s service charges

পরিক্ষা পদ্ধতিঃ
MCQ টাইপের প্রশ্ন আসবে, পরিক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট, 

পরিক্ষার ভাষাঃ
বাংলা এবং ইংরেজি,

প্রশ্ন পত্রঃ
১০০ টি প্রশ্ন আসবে, মোট নম্বর ১১৫ ।

নেগেটিভ মার্কঃ
একটি প্রশ্নের উত্তর ভুল করলে 0.25 মার্ক কাটা হবে এবং চারটি উত্তর ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 মার্ক কাটা হবে।

সিলেবাসঃ



আবেদন পদ্ধতিঃ 

অনলাইন ।


Important Links:- 

বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।

Tags: gnm 2022,anm nursing,gnm & anm nursing admission 2022,gnm 2022 online application,techno pedia live,techno pedia live gnm anm class,how to prepare for gnm nuursing 2022,wbjee,wbjee gnm anm 2022 admission,gnm admission 2022 ।

Related Article

দুয়ারে সরকারে ১০ হাজার চাকরি বিজ্ঞপ্তি। আমার কর্মদিশা প্রকল্পে কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা? ইত্যাদি । Amar Karmadisha Praklpa 2022

 চাকরির খবর ২৪৭ঃ শুধু বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই হচ্ছে ‘দুয়ারে সরকার’ক্যাম্পের কাজ - এতদিন আমরা এটাই জানতাম। কিন্তু এবার থেকে এই ক্যাম্পেই চাকরি দেবে রাজ্য...

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...

ইন্ডিয়ান পোষ্টে ১২ হাজার GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

নিয়োগকারী সংস্থা Government of lndia Ministry of Communications Department of Posts (GDS Section) NOTIFICATIONNO:No.17-31/2023-GDS Dated: 20.05.2023   গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ ২২ই মে ২০২৩ লাস্ট ডেট ১১ই জুন ২০২৩ কারেকশন...
- Advertisment -

Most Popular