Tuesday, October 3, 2023
Homeপ্রকল্পপশুপালন করার জন্য মমতা দিচ্ছে ২৩,৯০০ টাকা। বিস্তারিত জানুন

পশুপালন করার জন্য মমতা দিচ্ছে ২৩,৯০০ টাকা। বিস্তারিত জানুন

Animal Husbandry Loan: আগামী সেপ্টেম্বর মাসেই দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। যেখানে বিভিন্ন জনমুখী প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্যের খেটে খাওয়া সাধারণ মানুষেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্পের কথা বলেছেন যেখানে পশুপালন করার জন্য ২৩৯০০ টাকা দেওয়া হতে পারে। কি সেই প্রকল্প, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, আজকের এই প্রতিবেদনে সবকিছু জানিয়ে দেবো।

 

কি এই প্রকল্প

বর্তমানে চাষবাস করার জন্য যেমন ব্যাংক থেকে স্বল্পসুদে লোন পাওয়া যায়, একই রকম প্রাণী বা পশু পালন করার জন্য রাজ্যের তরফ থেকে আর্থিক সাহায্য করা হচ্ছে। দুগ্ধ উৎপাদনকারী গাভী, মোষপালন, ছাগল পালনের জন্য রাজ্য তরফ থেকে এই পুজোর আগেই প্রচুর টাকার আর্থিক সাহায্য করা হবে। তবে তার জন্য আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প  থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। যারা এই প্রকল্পের নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করবেন তাদের ১৫ থেকে ২১ দিনের মধ্যে এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। যারা ছাগল চাষ করতে চান বা ছাগলের ছোট ফার্ম তৈরি করে ব্যবসা করতে চান তাদের জন্য কত টাকা সাহায্য পাওয়া যাবে, কি কি কাগজপত্র লাগবে, কারা টাকা পাবেন সেগুলি আলোচনা করা হল।

 

ছাগল পালন- ১০ টি ছাগল (৯ টি স্ত্রী ছাগল ও ১ টি পাঠা ছাগল) পালনের জন্য কিষান ক্রেডিট কার্ডে ছাগলের খাবার, বীমা, ঔষধ ইত্যাদি খরচের জন্য বছরে ২৩,৯০০ টাকা লোন পাওয়া যাবে ৭% সুদে। এখানে উল্লেখযোগ্য যে ছাগল প্রতি ৬ থেকে ৮ স্কোয়ার ফুট আলোযুক্ত জায়গা, রাত্রিবাসের ব্যবস্থা ও দিনে চড়ানোর ব্যবস্থা থাকলে সবচেয়ে ভালো।

লোন শোধ করার সময়- ৩০০ দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে লোন শোধ করলে ৩% সুদ কম লাগবে। অর্থাৎ, আপনি মাত্র ৪% সুধে লোনটি পাচ্ছেন।

See also  Amar Karmadisha Prakolpo: মমতার নতুন প্রকল্প, 'আমার কর্মদিশা', ১০হাজার চাকরির সুযোগ

 

কারা পাবে এই প্রকল্পের সুবিধা?

বর্তমানে যাদের কাছে কৃষাণ ক্রেডিট কার্ড রয়েছে বা যারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা যদি পশুপালন করতে চান বা ছাগল চাষ করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র কৃষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে আপনাদের দেওয়া হবে ২৩৯০০ টাকা। এই টাকা পাওয়ার জন্য বর্তমানে আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স ও কৃষাণ ক্রেডিট কার্ড নিয়ে ফর্ম ফিলাপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারেন। তাছাড়া পরবর্তী সময় আপনার ব্লক অফিসে এই লোন পাওয়ার জন্য আবেদন করতে পারেন।

 

এছাড়া আর কি কি সুবিধা পাবেন? 

১) অল্পসুদে (বর্তমানে ৭% বার্ষিক হারে) সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ এর সুযোগ, যার মধ্যে ১ লক্ষ ৬০ হাজার টাকার ঋণে কোন কো-ল‍্যাটারাল সিকিউরিটির প্রয়োজন নেই।

২) সময়ে পরিশোধ করলে ৩% সুদের সমপরিমাণ টাকা ফেরত যোগ্য।.

৩) কৃষিক্ষেত্রে ২ লক্ষ টাকার কেসিসি-ঋণ গ্রহণকারী কৃষক প্রাণী পালনের জন্য আরও ১ লক্ষ টাকা অর্থাৎ সর্বাধিক ৩ লক্ষ টাকার কেসিসি-ঋণ পেতে পারেন।

RELATED ARTICLES
- Advertisment -

আজকের সেরা খবরের লিস্ট

- Advertisment -