পশ্চিমবঙ্গের ২৩টি জেলাতে ২৩,৪১৯টি শুন্যপদে, খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলছে। এই পদে আবেদনের জন্য, শিক্ষাগত যোগ্যতা, বয়স, পরিক্ষার সিলেবাস ও আবেদন পদ্ধতি কি রয়েছে, চলুন জেনে নিই ।
পদের নাম– অঙ্গনওয়াড়ি/ICDS কর্মী ও অঙ্গনওয়াড়ি/ICDS সহায়িকা,
শিক্ষাগত যোগ্যতা– অঙ্গনওয়াড়ি পদের বেলায় মাধ্যমিক পাশ এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের বেলায় অষ্টম শ্রেণী পাশ করলে, এই পদে আবেদন যোগ্য।
বয়সসীমা – প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। সরকারি নিয়মানুসারে OBC কাস্টের প্রার্থীরা ০৩ বছর এবং SC/ST কাস্টের প্রার্থীরা ০৫ বছর বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।
মোট শূন্যপদ– ২৩,৪১৯টি,
কোন পোস্টে কত শূন্যপদ আছে ?
পদের নাম | শূন্যপদ |
অঙ্গনওয়াড়ি/ICDS কর্মী | 9493 |
অঙ্গনওয়াড়ি/ICDS সহায়িকা | 13,926 |
মোট শূন্যপদ | 23419 |
কারা কারা আবেদন করতে পারবেন ?
- পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ।
- ICDS কর্মীদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস ।
- ICDS সহায়িকাদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস ।
- জেলা ভিত্তিক নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি– পরীক্ষা হবে মোট দুটি ধাপে । একটি লিখিত পরীক্ষা , অন্যটি মৌখিক পরীক্ষা । লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে ১০ নম্বরের । লিখিত পরীক্ষার সময় থাকবে 2 ঘণ্টা ।
লিখিত পরীক্ষার সিলেবাস
বিষয় | নম্বর |
বাংলা ভাষায় ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে (অষ্টম শ্রেণী মানের ) | ১৫ নম্বর |
পাটিগণিত ( অষ্টম শ্রেণী মানের ) | ২০ নম্বর |
পুষ্টি ,জনস্বাস্থ্য , নারীর সামাজিক অবস্থান , নারী শিক্ষা , কন্যা ভ্রূণ হত্যা , শিশুশ্রম বিষয়ক প্রশ্ন | ১৫ নম্বর |
ইংরেজি ( ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান ), সরল অনুবাদ ( অষ্টম / নবম শ্রেণী মানের ) | ২০ নম্বর |
জেনারেল প্রশ্ন | ২০ নম্বর |
Total Number | 90 |
প্রতিটি জেলায় শূন্যপদ কত থাকবে ?
- 1000 এর কাছাকাছি শূন্য পদে প্রতিটি জেলায় নিয়োগ করা হবে,
- প্রার্থী যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার যে ওয়ার্ডে ICDS কর্মী ও সহায়িকা পদের জন্য আবেদন করবেন , তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের বা পুরসভার সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে,
- দুটি পোস্টের ক্ষেত্রেই অবসরকালীন বয়স ৬৫ বছর থাকবে ।
আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে ?
২০২৩ সালের ৩০শে মে তারিখে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আগামী ১ থেকে ২ মাসের মধ্যে এই চাকরির আবেদন প্রক্রিয়া শুরু হবে ।
যখনই এই চাকরির জেলা ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমাদের ইউটিউব চ্যানেলে তার ভিডিও পেয়ে যাবেন। আপনি আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
Connect With US
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |