২৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, মাধ্যমিক/৮ পাশে

0
3698

পশ্চিমবঙ্গের ২৩টি জেলাতে ২৩,৪১৯টি শুন্যপদে, খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলছে। এই পদে আবেদনের জন্য, শিক্ষাগত যোগ্যতা, বয়স, পরিক্ষার সিলেবাস ও আবেদন পদ্ধতি কি রয়েছে, চলুন জেনে নিই ।

 

পদের নাম– অঙ্গনওয়াড়ি/ICDS কর্মী ও অঙ্গনওয়াড়ি/ICDS সহায়িকা,

শিক্ষাগত যোগ্যতা– অঙ্গনওয়াড়ি পদের বেলায় মাধ্যমিক পাশ এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের বেলায় অষ্টম শ্রেণী পাশ করলে, এই পদে আবেদন যোগ্য।

বয়সসীমা – প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। সরকারি নিয়মানুসারে OBC কাস্টের প্রার্থীরা ০৩ বছর এবং SC/ST কাস্টের প্রার্থীরা ০৫ বছর বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।

মোট শূন্যপদ–  ২৩,৪১৯টি, 

 

কোন পোস্টে কত শূন্যপদ আছে ?

পদের নামশূন্যপদ
অঙ্গনওয়াড়ি/ICDS কর্মী9493
অঙ্গনওয়াড়ি/ICDS সহায়িকা 13,926
মোট শূন্যপদ23419

 

কারা কারা আবেদন করতে পারবেন ?

  • পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ।
  • ICDS কর্মীদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস ।
  • ICDS সহায়িকাদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস ।
  • জেলা ভিত্তিক নিয়োগ করা হবে।

 

নিয়োগ পদ্ধতি–  পরীক্ষা হবে মোট দুটি ধাপে । একটি লিখিত পরীক্ষা , অন্যটি মৌখিক পরীক্ষা । লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে ১০ নম্বরের । লিখিত পরীক্ষার সময় থাকবে 2 ঘণ্টা ।

 

লিখিত পরীক্ষার সিলেবাস 

বিষয়নম্বর
বাংলা ভাষায় ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে (অষ্টম শ্রেণী মানের )১৫ নম্বর
পাটিগণিত ( অষ্টম শ্রেণী মানের )২০ নম্বর
পুষ্টি ,জনস্বাস্থ্য , নারীর সামাজিক অবস্থান , নারী শিক্ষা , কন্যা ভ্রূণ হত্যা , শিশুশ্রম বিষয়ক প্রশ্ন১৫ নম্বর
ইংরেজি ( ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান ), সরল অনুবাদ ( অষ্টম / নবম শ্রেণী মানের )২০ নম্বর
জেনারেল প্রশ্ন২০ নম্বর
Total Number90
See also  রাজ্যে সড়ক দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, মাধ্যমিক পাশে

 

প্রতিটি জেলায় শূন্যপদ কত থাকবে ?

  • 1000 এর কাছাকাছি শূন্য পদে প্রতিটি জেলায় নিয়োগ করা হবে,
  • প্রার্থী যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার যে ওয়ার্ডে ICDS কর্মী ও সহায়িকা পদের জন্য আবেদন করবেন , তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের বা পুরসভার সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে,
  • দুটি পোস্টের ক্ষেত্রেই অবসরকালীন বয়স ৬৫ বছর থাকবে ।

 

আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে ?

২০২৩ সালের ৩০শে মে তারিখে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আগামী ১ থেকে ২ মাসের মধ্যে এই চাকরির আবেদন প্রক্রিয়া শুরু হবে ।

যখনই এই চাকরির জেলা ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমাদের ইউটিউব চ্যানেলে তার ভিডিও পেয়ে যাবেন। আপনি আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

 

Connect With US

Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 App
Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here