Sunday, December 3, 2023
Homeসরকারি চাকরি(8th Pass) জেলা আদালতে, ক্লার্ক ও পিওন নিয়োগ - Alipurduar Clerck Recruitment...

(8th Pass) জেলা আদালতে, ক্লার্ক ও পিওন নিয়োগ – Alipurduar Clerck Recruitment 2023

Alipurduar Clerck Recruitment 2023:- আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। আলিপুরদুয়ার জেলা আদালতের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ছেলে ও মেয়ে সহ, পশ্চিমবঙ্গের যেকোন জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।

(Alipurduar Clerck Recruitment 2023) এখানে কোন কোন পোষ্টে নিয়োগ করা হচ্ছে? সেই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।          

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

নিয়োগকারী সংস্থা Office Of The Disctrict Judge, Alipurduar
পদের নাম Bench Clerck, English Stenographer, Peon
শুন্যপদ Total 04
আবেদন পদ্ধতি Online
আবেদন শেষ তারিখ 24.11.2023

 

পদের বিবরন ও শুন্যপদ- (Alipurduar Clerck Recruitment 2023)

১) পদের নাম- Bench Clerk (Peshkar)

ভ্যাকান্সি- এখানে মোট 02 জনকে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা- এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে – নূন্যতম মাধ্যমিক পাস বা সমতূল্য যোগ্যতা থাকা চাই, সাথে অবশ্যই কম্পিউটারে কাজের নলেজ থাকতে হবে। আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল নোটিশ দেখুন।  

সেরা খবর-  রাজ্যে হোমগার্ড নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে - WB Homeguard Niyog 2023

 

২) পদের নাম- English Stenographer

ভ্যাকান্সি- এখানে মোট 01 জনকে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা- এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে – নূন্যতম মাধ্যমিক পাস বা সমতূল্য যোগ্যতা থাকা চাই, সাথে অবশ্যই কম্পিউটারে কাজের নলেজ থাকতে হবে। পাশাপাশি, শর্টহ্যান্ড সার্টিফিকেট লাগবে এবং স্টেনোগ্রাফি স্পীড লাগবে ৮০ টি শব্দ প্রতিমিনিটে এবং কম্পিউটারে টাইপিং স্পীড লাগবে ৩০টি শব্দ প্রতিমিনিটে। আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল নোটিশ দেখুন।  

 

৩) পদের নাম- Peon

ভ্যাকান্সি- এখানে মোট 01 জনকে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা- এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে – নূন্যতম অষ্টম শ্রেণী পাস বা সমতূল্য যোগ্যতা থাকা চাই। আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল নোটিশ দেখুন।  

 

মাইনে ও বয়সসীমা

মাইনে- চাকরি প্রার্থীর এখানে আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেয়া হবে কারণ বিজ্ঞপ্তিতে বেতন বিষয়ে কিছু উল্লেখ করা নেই। বিস্তারিত তথ্য জানার জন্য অফিসের বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।

সেরা খবর-  WB DM Office Recruitment 2023, Apply Offline For Clerk Posts

বয়স- এই পদে আবেদন করতে গেলে, আবেদনকারীর বয়স লাগবে সর্বনিম্ন ১৮ বছর, বয়সের ঊর্ধ্বসীমা অফিশিয়াল নোটিশে উল্লেখ করা নেই।  

 

নিয়োগ প্রক্রিয়া

এখানে শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। 

ইন্টারভিউ-এর তারিখ- 18.12.2023

ইন্টারভিউ-এর স্থান- Office Of The Disctrict Judge, Alipurduar  

 

আবেদন পদ্ধতি (Alipurduar Clerck Recruitment 2023)

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  প্রথমে, নীচের লিংক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, ভালোভাবে ফিলাপ করবেন, এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট এটাচ করে, মুখবন্ধ খামে ভরবেন, খামের উপরে লিখবেন, ‘Application For The post Of ___________’  (শুন্যস্থানে যেই পোষ্টের জন্য আবেদন করবেন, সেই পোষ্টের নাম)। এরপর এটিকে 24-11-2023 তারিখের আগে, নির্দিষ্ট ঠিকানায় সেন্ড করবেন।  

 

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শেষ তারিখ 24.11.2023
ইন্টারভিউ-এর তারিখ 18.12.2023
কারা আবেদন যোগ্য? Govt retired employee

প্রয়োজনীয় লিঙ্ক

📄Official Notice Download PDF
📄আবেদন ফর্ম Download PDF
More Details Click Here

এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -