Sunday, December 3, 2023
Homeপ্রাইভেট চাকরিএয়ারপোর্টে সিকিউরিটি এসিস্ট্যান্ট নিয়োগ, HS পাশে আবেদন - AAI Cargo Assistant Recruitment...

এয়ারপোর্টে সিকিউরিটি এসিস্ট্যান্ট নিয়োগ, HS পাশে আবেদন – AAI Cargo Assistant Recruitment 2023

AAI Cargo Assistant Recruitment 2023– আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? এয়ারপোর্টে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। AAI কার্গো লজিস্টিক এবং এলাইড সারভিসেস কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ছেলে ও মেয়ে সহ পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(AAI Cargo Assistant Recruitment 2023) এখানে কোন কোন পোষ্টে নিয়োগ করা হচ্ছে? সেই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।

 

নিয়োগকারী সংস্থা AAI Cargo Logistic & ALLIED Services Company LTD.
পদের নাম Assistant (Security)
শুন্যপদ Total 436
আবেদন পদ্ধতি Online
আবেদনের শেষ তারিখ 15.11.2023

 

পদের বিবরন ও শুন্যপদ- (AAI Cargo Assistant Recruitment 2023)

পদের নাম- Assistant (Security)

ভ্যাকান্সি- এখানে মোট 436 জনকে নিয়োগ করা হচ্ছে।

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে প্রথম বছর প্রতিমাসে ২১,৫০০/- টাকা, দ্বিতীয় বছর ২২,০০০/- এবং তৃতীয় বছর ২২,৫০০/- টাকা করে বেতন পাবেন । এর সাথে অন্যান্য সুবিধা যেমন মেডিকেল ইন্সুরেন্স, গ্রাচুয়িটি এবং TA/DA, পেইড লিভ থাকবে।  

 

শিক্ষাগত যোগ্যতা

যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। কিন্তু জেনারেল/OBC কাস্টের প্রার্থীদের উচ্চমাধ্যমিকে সবমিলিয়ে গড়ে ৬০% নম্বর এবং SC/ST কাস্টের প্রার্থীদের সবমিলিয়ে গড়ে ৫০% নম্বর পেলে তবেই আবেদন করতে পারবেন।

কাজের মেয়াদ- এই কাজটি প্রাথমিক ভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, আবেদনকারীর কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে কাজের মেয়াদ পরে বাড়ানো হতে পারে।

 

বয়স ও ছাড়

এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ২৭ বছর অবধি। ০১-১০-২০২৩ তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বয়সের ছাড় 

OBC 03 Years
SC/ST 05 Years

 

প্রার্থী বাছাই পদ্ধতি – (AAI Cargo Assistant Recruitment 2023)

এই পদে কোনো প্রকার পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।  

 

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.aaiclas.aero/ এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ফোটো ও সই আপলোড করে এবং আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে। ফর্ম ফিলাপের পর একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন। 

 

এই চাকরির ফর্ম ফিলাপ ভিডিও – Step By Step দেখে নাও

 

আবেদন ফি- 

UR/OBC 500/-
SC/ST/WOMEN No Fees

 

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত 08.10.2023
আবেদন শুরু 20.10.2023
আবেদনের শেষ তারিখ 15.11.2023

 

প্রয়োজনীয় লিঙ্ক

📄Official Notice Download PDF
🌐Apply Link Click Here
More Details Click Here

এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -