Tuesday, October 3, 2023
Homeবিজনেস আইডিয়াআধার সেন্টার খুলতে কিভাবে আবেদন করতে হয়? জানুন বিস্তারিত

আধার সেন্টার খুলতে কিভাবে আবেদন করতে হয়? জানুন বিস্তারিত

Aadhar Center Opening: আধার কার্ড এখন আর শুধু পরিচয়পত্র নয়। আজকের দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে আয়কর দেওয়া, গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাওয়া, সব কিছুতেই লাগে এই গুরুত্বপূর্ণ নথি। আর তা নিয়ে মানুষের সমস্যার অন্ত নেই। ঠিকানা বদল থেকে হারিয়ে যাওয়া কার্ড পুনরুদ্ধার, নানা কারণে মানুষকে আধার কার্ড কেন্দ্রে যেতে হয়। যে কেউই এমন কেন্দ্র তৈরির জন্য আবেদন করতে পারেন। তবে তা পেতে গেলে কিছু শর্ত মানতে হয়। আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব আধার কেন্দ্র খুলতে গেলে কি কি করতে হয়, কি কি যোগ্যতা লাগে ইত্যাদি তথ্যগুলি।

 

আধার সেন্টারে কি কি কাজ হয়? 

আধার সেন্টারে নিম্নলিখিত কাজ গুলি হয়ে থাকে-

আধার সেন্টারে নতুন আধার কার্ড বানানো হয়।

আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়।

আধার কার্ডের নাম, ঠিকানা, জন্মতারিখ আপডেট করা হয়।

পুরনো ফটোর বদলে নতুন ফটো আপডেট করা হয়।

আধার কার্ডে ইমেইল আইডি যোগ দেওয়া বা আপডেট করা হয়।

 

আধার সেন্টারে লাইসেন্সের জন্য কোন পরীক্ষা দিতে হবে?   

আধার সেন্টারের ফ্রাঞ্ছাইজির জন্য UIDAI এর দ্বারা পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা সার্টিফিকেশনের জন্য নেওয়া হয়ে থাকে। পরীক্ষায় পাস হবার পর আপনার আধার এনরোলমেন্ট ও বায়োমেট্রিকের ভেরিফিকেশন করা হবে। এরপর আধার ফ্রাঞ্ছাইজি নিতে পারবেন। মনে রাখবেন এর সাথে কমন সার্ভিস সেন্টার (CSS) এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। পরীক্ষাটি দেবার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে যার প্রসেস নিচে দেওয়া রয়েছে। 

 

আবেদন প্রক্রিয়া

সবার প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক প্রতিবেদনের নীচে পেয়ে যাবেন।

প্রথমবার এই ওয়েবসাইটে আসলে Create New User ক্লিক করে নতুন করে নিজেকে রেজিস্টার করতে হবে। 

রেজিস্ট্রেশন করার সময় আপনাকে আধার কার্ড এর XML File আপলোড করতে হবে। XML File বানানোর জন্য আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর Aadhaar Service> Aadhaar Paperless Offline e-KYC(Beta)> Aadhaar Number>4 Digit Code>OTP>Download

See also  বাড়িতে মোবাইল টাওয়ার বসিয়ে কিভাবে ইনকাম করবেন?

 এরপর আধার কার্ড XML File আপলোড করে এগিয়ে যেতে হবে।

এখানে একটি ফরম খুলে যাবে যেখানে নিজের পার্সোনাল তথ্য দিতে হবে। 

সবকিছু করার পর আপনার মোবাইল নাম্বারে ইউজার আইডি ও পাসওয়ার্ড চলে আসবে। 

এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আধার টেস্টিং এন্ড সার্টিফিকেশন পোর্টালে লগইন করতে পারবেন। 

লগইন করার পর Continue বাটনে ক্লিক করতে হবে। 

এখানে একটি ফর্ম আসবে যেখানে সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে।

সবকিছু দেওয়ার পর নিজের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।

এরপর ফরমটি ভালো করে যাচাই করে নিতে হবে এবং সবকিছু থাকলে ডিক্লিয়ারেশন বক্সে রাইট দিক দিয়ে Proceed to submit বাটনে ক্লিক করে ফর্মটি জমা দিতে হবে।

তারপর পরীক্ষার জন্য ফি পেমেন্ট করতে হবে যা অনলাইনেই দিতে হবে। 

 

এডমিট কার্ড ও পরীক্ষাঃ 

আবেদন করার পর আপনাকে ২৪ থেকে ৩৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপর ওয়েবসাইটে লগইন করে নিজের পরীক্ষার সেন্টার সিলেক্ট করতে পারবেন। ওয়েব সাইটে এসে বুক সেন্টারে গিয়ে নিজের কাছাকাছি পরীক্ষার সেন্টার ও পরীক্ষার তারিখ সিলেক্ট করে নিন। এই কাজ করার কিছু পরে এডমিট কার্ড এখানেই পেয়ে যাবেন। সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন পরীক্ষার হলে এটি অবশ্যই লাগবে। 

এই পরীক্ষায় পাস করলে আপনি আধার ফ্রাঞ্ছাইজি নিয়ে নিজের ব্যবসা শুরু করে দারুন ইনকাম শুরু করতে পারেন। এর সাথে সাথে আধার ডাউনলোড, আধার প্রিন্ট, প্যান কার্ড ইত্যাদি ধরনের কাজ করতে পারেন। 

 

Important Links

🌐 Apply NowClick Here
পরীক্ষায় কেমন প্রশ্ন আসবেClick Here

 

RELATED ARTICLES
- Advertisment -

আজকের সেরা খবরের লিস্ট

- Advertisment -