আধার ব্যবহার করলে অবশ্যই এই ৬ টি তথ্য জেনে রাখুন। নইলে বড় বিপদ!

0
49
Aadhar card new update

Aadhar Card new update: বর্তমানে আপনার বাড়িতে আপনার বা আপনার পরিবারের কারও আধার কার্ড থেকে থাকে তাহলে আধার কার্ডের এই ৬ টি আপডেট আপনার জেনে রাখা প্রয়োজন। আজকের এই প্রতিবেদনে আমরা আধার কার্ডের গুরুত্বপূর্ণ ৬ টি আপডেট নিয়ে আলোচনা করব। 

১) আধার বায়োমেট্রিক আপডেটঃ 

ইতিমধ্যে আপনি যদি আধার কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আধার বায়োমেট্রিক আপডেটের তথ্য আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন। বর্তমানে আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি প্রচুর পরিমাণে দেখা দিয়েছে। 

যে কোন সাধারণ কাজের জন্য আপনি যদি কোথাও আধার কার্ড দিয়ে থাকেন এবং বিনা কারণে কেউ যদি ফিঙ্গারপ্রিন্ট চায় সে ক্ষেত্রে আপনি না জেনে কাউকে ফিঙ্গারপ্রিন্ট দেবেন না। এতে করে আপনার ব্যাংক একাউন্ট খালি হতে পারে তাছাড়াও আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট মিস ইউজ করে অনেকেই গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে। তবে আপনি এই চক্রান্ত থেকে সহজেই বাঁচতে পারেন UIDAI এর তরফ থেকে আধার বায়োমেট্রিক ব্লক করার অপশন হয়েছে। আপনি চাইলে আপনার আধার বায়োমেট্রিক লক করে রাখতে পারেন এবং প্রয়োজনে সেটাকে আবার খুলতে পারেন এতে আপনি নিরাপদ থাকবেন। 

 

২) আধার মোবাইল আপডেটঃ  

এতদিন পর্যন্ত আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করানোর জন্য শুধুমাত্র আধার সেন্টারে যেতে হচ্ছিল। তবে এবার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের (Indian Post Payment Bank) তরফ থেকে একটি নতুন পরিষেবা চালু করা হয়েছে. যেখানে আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এর জন্য IPBP Aadhar Mobile Update সার্চ করলে গুগলে অফিশিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইট এর লিঙ্কটি আপনাদের সুবিধার্থে নিচে দেওয়া আছে, আপনারা সরাসরি সেখানে visit করে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নিতে পারেন। 

 

৩) আধার ডকুমেন্ট আপডেটঃ  

এখন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক এর মতই আধার কার্ডের নতুন নিয়ম চালু হয়েছে। বিশেষত আপনার যদি ১০ বছরের পুরনো আধার কার্ড হয়ে থাকে (২০১৩ সাল বা তার আগের) সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিসিটি বিল ইত্যাদি ডকুমেন্ট আপডেট করতে হবে। আপাতত যার শেষ তারিখ বারিয়ে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে যদি কেউ বাকি থাকেন তাহলে তার জরিমানা করা হবে।     

See also  দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে? আধার কার্ডের সমস্ত কাজ মিলবে?

 

৪) আধার কার্ডের সাথে নিস্ক্রিয় প্যান কার্ড লিঙ্কঃ 

গত ৩০ শে জুন ২০২৩ পর্যন্ত আধার ও প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করার লাস্ট ডেট ছিল যেটা করতে এক হাজার টাকা দিতে হচ্ছিল সাধারণ মানুষকে। তবে এর মধ্যে বহু মানুষ এমনও রয়েছে এই সময়ের মধ্যে তারা তাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করে উঠতে পারেননি। ফলে তাদের প্যান কার্ড এই মুহূর্তে নিষ্ক্রিয় হয়ে গেছে। তবে আধারের নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে এবার নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যেতে পারে পোস্ট অফিসের মাধ্যমে। তবে এর জন্য কত টাকা চার্জ নেওয়া হতে পারে সেই বিষয়ে কোন নির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে যারা ১০০০ টাকা চালান কেটে রেখেছেন তারা তাদের সমস্যা সমাধান করে আবারও লিঙ্ক করতে পারবেন।  

   

৫) Child Aadhar: 

এখন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের (Indian Post Payment Bank) মাধ্যমে আপনারা বাড়িতে বসে বাচ্চাদের আধার কার্ড তৈরি করে নিতে পারেন। তার জন্য ইন্ডিয়া পোস্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। জানানো হয়েছে যারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের গ্রাহক অথবা গ্রাহক নয় তারা সবাই এই সুবিধা নিতে পারবেন। 

 

৬) আধার রেশন কার্ড লিঙ্কঃ

বর্তমানে রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে ভুয়ো রেশন কার্ড বাতিল করার জন্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করেছে। ইতিমধ্যে এই আধার কার্ড রেশন কার্ডের লিঙ্ক এর ফলে প্রায় 2 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করেননি আগামী মাস থেকে তারা বিনামূল্যের রেশনে পাবেন না। যাদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করা নেই তারা অবশ্যই আগামি মাসের মধ্যে লিঙ্ক করে নেবেন। 

 

See also  গতিশক্তি প্রকল্পে প্রত্যেক বাড়ির একজন পাবেন সরকারি চাকরি | Goti Shakti Prakalpo 2023

Important Links:

 

Indian Post Payment BankVisit
Official NoticeDownload
Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 App
Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here