স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, ভারতের সাধারন নাগরিকদের বিনামূল্যে একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই সার্টিফিকেট আপনার ফোন/ল্যাপটপ/কম্পিউটার থেকে অনলাইনে বানাতে পারবেন বাড়ি বসে। চলুন, স্টেপ বাই স্টেপ জেনে নিই
কিভাবে সার্টিফিকেট বানাবেন?
প্রথমে, Google-এ সার্চ করবেন, har ghar tiranga অথবা সরাসরি https://harghartiranga.com/ এই ওয়েবসাইটে চলে আসবেন,
এরপরে, UPLOAD SELFIE WITH FLAG এই অপশনে ক্লিক করবেন,
তারপর, নিজের নাম দিন এবং নিজের একটা ফোটো আপলোড করে, Submit অপশনে ক্লিক করে দিন,
এরপরে আপনার সার্টিফিকেট তৈরি হয়ে যাবে।
আপনি এটাক ডাউনলোড করে রাখুন।
এই সার্টিফিকেট বানিয়ে লাভ কি?
এই সার্টিফিকেট বানিয়ে আপনার কোনো আর্থিক লাভ নেই, বা আপনি কেন্দ্র/রাজ্য সরকারের কাছ থেকে কোনো ভাতা/অনুদান পাবেন না। স্বাধীন ভারতের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে, আপনি স্বাধীনতা দিবস সেলিব্রেট করছেন, তার জন্য এই সার্টিফিকেট আপনার সন্মান হিসাবে দেওয়া হচ্ছে। আপনি এই সার্টিফিকেট বানিয়ে, প্রিন্ট করে নিজের অফিস, বেডরুমে টাঙিয়ে রাখতে পারেন।
Important Links
Official Website | Click Here |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |