রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

0
867

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে তিনি এও জানান যে কোন কোন দপ্তরে কত শুন্যপদ রয়েছে? সামনেই পঞ্চায়েত ভোট। এমতাবস্থায় বিভিন্ন দফতরে বিপুল সংখ্যক পদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

১/ এই মিটিং-এ তিনি জানান প্রাথমিক বিদ্যালয় গুলিতে প্রায় ১১ হাজার শুন্যপদ এবং উচ্চ-প্রাথমিকে ১৪,৫০০ শুন্যপদে নিয়োগ করা হবে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে সবমিলিয়ে, সাড়ে 24 হাজার শূন্যপদে নিয়োগ তাড়াতাড়ি সম্পূর্ণ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার।

২/ রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে মোট ২,২০০ অধ্যাপক নিয়োগের উদ্যোগ নেওয়ার হবে বলে জানানো হয়। 

৩/ রাজ্য পুলিশের বিভিন্ন পদ মিলিয়ে মোট ২০,০০০ শূন্যপদ রয়েছে । এর সাথে সাথে রাজ্যের আবগারি দফতরে কনস্টেবল পদে প্রায় ৩,০০০ কর্মী নিয়োগ করা হবে বলেও জানানো হয়।

৪/ এছাড়াও সমাজ কল্যাণ দফতরেও নিয়োগ পিছিয়ে নেই। ৯,৫৩৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং ১৩,৮২৬ অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করার কথাও ঘোষণ করা হয়েছে বৈঠকে। রাজ্যের হেলথ দফতরে ২,০০০ ডাক্তার এবং ৭,০০০ নার্স নিয়োগের কথা ভাবছে রাজ্য সরকার ।

৫/ রাজ্যের প্রতিটি জেলায়, আশাকর্মী পদে নিয়োগ করা হবে ৭,০০০ শুন্যপদে। 

৬/ অন্যদিকে, গ্রুপ ডি পদে ১২,০০০ ভ্যাকান্সি এবং গ্রুপ-সি পদে আরও ৩,০০০ শুন্যপদ সৃষ্টি করা হবে।

১ লক্ষ ২৫ হাজার শূন্যপদ

কোন কোন পদে কতজন কর্মী নিয়োগ করা হবে দেখুন–

  • প্রাথমিক– ১১,০০০ জন।
  • উচ্চ প্রাথমিক– ১৪,৫০০ জন।
  • কলেজ বিশ্ববিদ্যালয়– ২,২০০ জন অধ্যাপক।
  • পুলিশ বাহিনীর বিভিন্ন পদ– ২০,০০০ জন।
  • এক্সসাইজ কনস্টেবল– ৩,০০০ জন।
  • গ্রুপ D– ১২,০০০ জন।
  • গ্রুপ C– ৩,০০০ জন।
  • স্বাস্থ্য দফতরে ডাক্তার– ২,০০০ জন।
  • নার্স– ৭,০০০ জন।
  • কমিনিউটি হেল্থ ওয়ার্কার– ২,০০০ জন।
  • আশাকর্মী– ৭,০০০ জন।
  • অঙ্গনওয়াড়ি ওয়ার্কার– ৯,৪৯৩ জন।
  • অঙ্গনওয়াড়ি হেল্পার– ১৩,৯২৬ জন।
  • রাজ্য সরকারের অন্যান্য পদে–   প্রায় ১৭,৮০০ জন।
See also  আমার কর্মদিশা প্রকল্পে কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা? ইত্যাদি । Amar Karmadisha Praklpa 2022

 

সবমিলিয়ে, আগামীতে ১লক্ষ ২৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য সব রকম পরিকল্পনা করে ফেলেছে রাজ্য সরকার। আপনি যদি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ঘোষনা অবশ্যই আপনার মনে আশার সঞ্চার করবে। এখন দেখার এই নিয়োগ কতটা দুর্নীতিমুক্ত এবং ত্রুটিপূর্ণ হয়। এই বিষয়ে, আপনার মতামত কি? অবশ্যই জানাবেন।

Connect With US

Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 App
Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here